শিরোনাম
◈ ৩৩ বছরে রাষ্ট্রপতি কতজনকে মাফ করেছেন জানতে চান আদালত ◈ ঢাকা-৫ আসনের সাবেক এমপি মনিরুল ইসলাম গ্রেপ্তার ◈ বিশেষ বিসিএসে দু’হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার ◈ আওয়ামী লীগ নেতার ছেলের বিয়েতে লন্ডনে একসঙ্গে সাবেক চার মন্ত্রী-প্রতিমন্ত্রী! ◈ বাংলাদেশ চীন সম্পর্কে কিছুতেই অস্বস্তি কাটছে না ভারতের! ◈ কখ‌নো রাজনীতিতে আসবেন না সৌরভ গাঙ্গুলী ◈ ভারতীয় বো‌র্ডের কেন্দ্রীয় চুক্তি: এ প্লাস ক্যাটাগ‌রির ক্রিকেটাররা পা‌বেন ৭ কো‌টি রু‌পি ◈ নিষিদ্ধ ছাত্রলীগ ও বিভিন্ন মামলার এজাহারনামীয় আওয়ামী লীগের গ্রেফতার ৯  ◈ আমরা আমাদের তরুণদের চীনে পড়াশোনা ও ভাষা শেখায় উৎসাহিত করব : প্রধান উপদেষ্টা ◈ শূন্য সম্পদ কেন্দ্রীকরণ, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নির্গমনের ওপর জোর দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৪, ০৩:৪৭ রাত
আপডেট : ০৮ এপ্রিল, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘গরিব হতে পারি, কিন্তু কট খাইলে এয়ারপোর্টেই খামু’

হুট করে আলোচনায় পাভেল। তাকে কি গ্রেপ্তারে করা হয়েছে? ফেসবুকের একটি পোস্ট এর জেরে এমন প্রশ্নের উদ্রেক।  ব্যাচেলর পয়েন্টের আলোচিত অভিনেতা নোয়াখালীর বজরা বাজারের জাকির। যে কি না মোবাইলে গান ও ভিডিও ডাউনলোড করে দেন।  এই একমাত্র চরিত্র অভিনেতা পাভেলকে ব্যাপক খ্যাতি এনে দেয়, পাভেলের পরিবর্তে মানুষজন তাকে বজরা বাজারের জাকির বলে ডাকতে শুরু করে। ব্যাচেলর পয়েন্ট থেকে কাজল আরেফিন অমির একাধিক নাটকে অভিনয় করে নিজের জাত চেনান। 

মঙ্গলবার দুপুরে পাভেল ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যায় তার দুই দিকে পুলিশ। ছবিটি শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তোলা। পাভেল এই ছবির ক্যাপশনে লিখেছেন, গরিব হতে পারি কিন্তু কট খাইলে এয়ারপোর্টেই খামু.... আর এ নিয়েই নানা প্রশ্ন। 
 
তবে বিভ্রান্ত হলেও খুব সহজেই অনুমান করা যায় এটি নিছক মজা করেই পোস্ট করেছেন তিনি।

সাইদুর রহমান পাভেল ২০১৫-১৬ সালে পশ্চিমবঙ্গের জনপ্রিয় টেলিভিশন জি বাংলায় ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ৯’-এর মঞ্চ থেকে এসে তিনি এখন পুরোদস্তুর অভিনেতা। পাভেলের সহজ স্বীকারোক্তি, তাকে ‘পাক্কা অভিনেতা’ হিসেবে পরিচিতি এনে দিয়েছে জনপ্রিয় টিভি সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’।

সরকারিভাবে আগামী ২ বছরে পাঁচ লাখ কর্মসংস্থান সৃষ্টি করা হবে: যুব ও ক্রীড়া উপদেষ্টাসরকারিভাবে আগামী ২ বছরে পাঁচ লাখ কর্মসংস্থান সৃষ্টি করা হবে: যুব ও ক্রীড়া উপদেষ্টা
মীরাক্কেলের সেই সিজনে ফেসবুক ভোটে প্রথম হয়েছিলেন পাভেল। তবে চূড়ান্ত রায়ে তিনি হয়েছিলেন দ্বিতীয় রানারআপ। পরে দেশে ফিরে অভিনয়ে মন দেন। টুকটাক কাজ করে যাচ্ছিলেন। কিন্তু সেই কাজগুলোতে দর্শকদের মধ্যে ছড়াচ্ছিল না।

পাভেল বলেন, মীরাক্কেল থেকে ফিরে কাজ করেছি। কিন্তু সেই কাজগুলো অতোটা গ্রহণযোগ্যতা পায়নি। এখনকার ফ্রুটিকার এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আশফাকুর রহমান রবিন ভাই আমাকে রেফারেন্স দেন অমি ভাইয়ের কাছে। অমি ভাই আমাকে সুযোগ দেয়ায় সেই সুযোগটা কাজে লেগেছে। এজন্য এই দুজন মানুষের কাছে আমার অসীম কৃতজ্ঞতা।

তিনি বলেন, বর্তমানে আমি যদি অভিনেতা পাভেল হয়ে থাকি তবে সেটা হয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের কারণে। সেখানে বজরা বাজারের জাকিরের চরিত্রটি আমাকে ব্যাপক পরিচিতি এনে দেয়। এই নাটকের আগে অনেক অনেক নাটকে কাজ করেছি কিন্তু মানুষের নজরে আসতে পারিনি। কিন্তু গ্রহণযোগ্যতা বা মানুষের কাছে আমার পরিচিতি এনে দিয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়