শিরোনাম
◈ সতর্ক সংকেত জারি, আজ বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি খুবই বেশি ◈ পলাতক সাবেক মন্ত্রী-এমপিরা যুক্তরাজ্যে আ.লীগ নেতার ছেলের বিয়েতে  ◈ বিএনপির নতুন রাজনৈতিক মেরুকরণ: বাম দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা ◈ হাথুরুসিংহে ও তার দুই সহকারী ‘নাসুমকে চড় মারা’ প্রসঙ্গে যা বললেন ◈ অ্যাঞ্জেলিনা জোলির সমর্থন গাজার প্রতি, ইসরায়েলি হামলাকে বললেন ‘গণকবরের মতো ধ্বংসযজ্ঞ’ ◈ গুরুতর অসুস্থ ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, হাসপাতালে ভর্তি ◈ প্রাইমএশিয়া শিক্ষার্থী পারভেজ হত্যা: ৩ জন আটক ◈ টাঙ্গাইলের ৭০০ বছরের নওয়াব শাহী জামে মসজিদে ৯৮ বছর ধরে চলছে অবিরাম কুরআন তিলাওয়াত ◈ প্রধান উপদেষ্টার কাতার সফরে এলএনজি ও ভিসা ইস্যু ছাড়াও যেসব বিষয় গুরুত্ব পাবে ◈ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র খুন: ১০-১৫ জন নির্দয়ভাবে পেটায় জাহিদকে, ঘটনার সূত্রপাত যেভাবে

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৪, ১০:৫২ রাত
আপডেট : ২০ এপ্রিল, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রক্তে রাঙা এক প্রেমের কিসসা ‘রঙিলা কিতাব, প্রকাশ পেলো এর প্রথম ঝলক

মনিরুল ইসলাম  ঃ ক্ষমতার খেলায় জীবন হারিয়ে যায়। বিশ্বাসঘাতকতার দাম দিতে হবে প্রাণ দিয়ে। রক্তের দাম রক্তে শোধ হবে। লিখা হবে এক প্রেমের কিসসা। এই  প্রেমের কিসসা'রই দেখা মিলবে  ‘রঙিলা কিতাব’ ওয়েব সিরিজে। রক্তে রাঙা সেই প্রেমের কিসসা আসছে ৮ নভেম্বর হইচই-তে। এই আসা উপলক্ষেই প্রকাশ পেলো বহুল প্রতীক্ষিত 'রঙিলা কিতাব'-এর ট্রেলার।  

জমকালো এক আয়োজনের মধ্যে দিয়ে ২৯ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায়  ঢাকার বাংলাদেশ ফিল্ম আর্কাইভে মুক্তি দেয়া হয় এই সিরিজের প্রথম ঝলক।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক অনম বিশ্বাস, চিত্র নায়িকা পরী মণি সহ সিরিজের অন্যান্য অভিনয়শিল্পী এবং কলাকুশলীরা। তাদের উপস্থিতি এই  ট্রেলার প্রকাশ করা হয়।আয়োজনকে এক অনন্য মাত্রা দিয়েছে।

জানা গেলো, বরিশালের মতো একটা মফস্বল শহরে প্রদীপ ও সুপ্তির সুখের সংসার। নতুন জীবন শুরু হওয়ার আগেই মিথ্যা অভিযোগে সবকিছু এলোমেলো হতে থাকে। প্রদীপের জীবনের অতীত তেড়ে নিয়ে বেড়ায় তাদের। গর্ভবতী সুপ্তিও ছুটতে থাকে তার প্রাণ প্রিয় স্বামীর সাথে।-এমনই এক প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ‘রঙিলা কিতাব’। 

অনম বিশ্বাসের পরিচালনায় প্রদীপ ও সুপ্তির চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজ নুর ইমরান ও পরী মণি। কিঙ্কর আহসানের উপন্যাস রঙিলা কিতাব-এর ছায়া অবলম্বনে সিরিজটি নির্মিত হয়েছে। ট্রেলরে দেখা গেলো নূর ( প্রদীপ) বলছে পরী( সুপ্তি)কে বাচ্চাটারে খেয়াল রাইখো। এক আবেগী আহবান। পরে একটি গান। নদীর পানি...। চমৎকার চিত্রায়ন।

এদিকে, টান টান উত্তেজনার মধ্যে দুর্দান্ত এক প্রেমের গল্প বলা হয়েছে সিরিজটি জুড়ে এমনটিই বললেন  পরিচালক অনম বিশ্বাস।  বেশ আশাবাদী তার নির্মিত নতুন এই সিরিজটি নিয়ে।

 তিনি বলেন, ‘আশা করছি ট্রেইলারটি দর্শক পছন্দ করবে। সিরিজটির প্রতিটা পর্বই দর্শককে স্ক্রিনে ধরে রাখার মতো করে নির্মাণ করা হয়েছে। অভিনয়শিল্পী থেকে শুরু করে প্রত্যেক কলাকুশলী-সহ আমরা পুরো টিম সর্বোচ্চ দিয়ে কাজটা করেছি। বাকিটা সৃষ্টিকর্তার ইচ্ছা।

পরী মণি শুরু থেকেই তার এই কাজটি নিয়ে বেশ এক্সসাইটেড। তিনি বলেন, ‘রঙিলা কিতাব আমার প্রথম ওয়েব সিরিজ, যে কারণে শুরু থেকেই কাজটা নিয়ে আমি দারুণ এক্সসাইটেড ছিলাম। এমন একটা চরিত্রে কাজ করতে পেরে আমার সত্যিই খুব ভালো লেগেছে। এই গল্পের একদিকে আছে ভালোবাসা অন্যদিকে বিপদের মাঝে বেঁচে থাকার লড়াই। আশা করছি, দর্শক আমাদের কাজটা পছন্দ করবে। ভালোবাসবে। আজকে ট্রেইলার মুক্তি পেলো, এখন ফিডব্যাকের জন্য অপেক্ষা। আগামী ৮ নভেম্বর হইচইতে স্ট্রিম করবে আমাদের সিরিজটি।

শ্যুটিং ব্যস্ততার কারণে অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান ট্রেইলার মুক্তির অনুষ্ঠানে উপস্থিত না থাকতে পারলেও তিনি ট্রেইলার দেখে বেশ আনন্দিত। 

তিনি জানান, এই সিরিজে সবার প্রচেষ্টা ছিল এক বিশেষ বার্তা তুলে ধরার। তিনিও আশা করছেন, দর্শকরা এই গল্পের সাথে যুক্ত হতে পারবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়