শিরোনাম
◈ শূন্য সম্পদ কেন্দ্রীকরণ, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নির্গমনের ওপর জোর দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার ◈ হাসিনাসহ শেখ পরিবারের ১০ সদস্যের ‘এনআইডি লক’ ◈ মারা গেলেন পোপ ফ্রান্সিস ◈ বাংলাদেশের নতুন বাঁধ নিয়ে ভারতের উদ্বেগ, সীমান্তে প্রতিনিধিদল (ভিডিও) ◈ আগামী নির্বাচনে অংশ নিতে চান শাজাহান খান ◈ চাঁনখারপুল গণহত্যা : সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে পূর্ণাঙ্গ প্রতিবেদন ◈ এবার ব্যাংক হিসাব তলব মডেল মেঘনা আলমের ◈ করফাঁকির কারণে ২০২৩ সালে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার: সিপিডি ◈ দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম ◈ অবৈধ অভিবাসীদের সহায়তাকারীদের মার্কিন দূতাবাসের হুঁশিয়ারি

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৪, ০৭:৪৬ বিকাল
আপডেট : ০৬ এপ্রিল, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফোনে হাসিনার হুমকি প্রসঙ্গে যা বললেন ফারুকী

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা জানিয়েছিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সরব ছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আন্দোলন থেকে শুরু করে অন্তর্বর্তী সরকার- সব বিষয় নিয়েই কথা বলেছেন এই নির্মাতা। এবার আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করলেন ফারুকী।

তার মতে, হাসিনা ফোনে হুমকি-ধমকি দিয়ে নিজের খুনি ইমেজ প্রমাণ করে যাচ্ছেন। 

সম্প্রতি শেখ হাসিনার কয়েকটি কল রেকর্ড ফাঁস হয়েছে, যা বেশ আলোচনার সৃষ্টি করেছে। অডিও রেকর্ডে তার দেশে ফেরার কথাও শোনা গেছে। কখনো আবার অন্তর্বর্তী সরকার, বিএনপি-জামায়াত নিয়েও মন্তব্য করেছেন তিনি।

মূলত সেসবের জবাবেই ফোনে হুমকি-ধমকির প্রসঙ্গ নিজের ফেসবুক স্ট্যাটাসে তুলে এনেছেন ফারুকী।

রবিবার (২৮ অক্টোবর) রাতে ফেসবুক ভেরিফায়েড প্রোফাইলে এক স্ট্যাটাসে ফারুকী লেখেন, ‘জামায়াতকে যে রকম ৭১ (১৯৭১ সালে মুক্তিযুদ্ধ প্রসঙ্গ) প্রশ্ন ডিল করতে হয়েছিল, এমনকি এখনো হচ্ছে। আওয়ামী লীগকেও ২০২৪ এবং তার আগের ১৬ বছর নিয়ে প্রশ্ন ডিল করতে হবে। এই সত্যটা আওয়ামী লীগ যত দ্রুত বুঝবে ততই তাদের এবং দেশের মঙ্গল।

এরপর আওয়ামী সরকারের বিভিন্ন অন্যায়-অনিয়ম ও অনৈতিক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে তিনি লিখেছেন, ‘আপনি ভাব করবেন জুলাইয়ে ঝাঁকে ঝাঁকে মানুষ মারেন নাই, ১৬ বছর ধরে গুমের সংস্কৃতি কায়েম করেন নাই, নিজের ক্যাশিয়ার দিয়ে ব্যাংক লুটপাট করেন নাই, বিচার-নির্বাহী-পুলিশ বাহিনী ধ্বংস করে দেন নাই, এমনকি সেনাবাহিনীর ভেতর জিয়াউল আহসানের মতো নির্যাতনের টুল বানান নাই, সেটা হবে না। এত এত প্রমাণের যুগে অস্বীকার করাটা ব্র্যান্ড ইমেজ রক্ষা করার কোনো উপায় না।’

পোস্টের সবশেষে শেখ হাসিনাকে উদ্দেশ করে ফারুকী লিখেছেন, ‘আর ফোনে এসব হুমকি-ধমকি যে তার খুনি ইমেজটাই বড় করে তুলতেছে, এইটা বলার মতো লোকও পাশে নাই দেখে বুঝলাম, কিভাবে সে মনস্টার হয়ে উঠল।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়