শিরোনাম
◈ করফাঁকির কারণে ২০২৩ সালে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার: সিপিডি ◈ দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম ◈ অবৈধ অভিবাসীদের সহায়তাকারীদের মার্কিন দূতাবাসের হুঁশিয়ারি ◈ সতর্ক সংকেত জারি, আজ বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি খুবই বেশি ◈ পলাতক সাবেক মন্ত্রী-এমপিরা যুক্তরাজ্যে আ.লীগ নেতার ছেলের বিয়েতে  ◈ বিএনপির নতুন রাজনৈতিক মেরুকরণ: বাম দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা ◈ হাথুরুসিংহে ও তার দুই সহকারী ‘নাসুমকে চড় মারা’ প্রসঙ্গে যা বললেন ◈ অ্যাঞ্জেলিনা জোলির সমর্থন গাজার প্রতি, ইসরায়েলি হামলাকে বললেন ‘গণকবরের মতো ধ্বংসযজ্ঞ’ ◈ গুরুতর অসুস্থ ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, হাসপাতালে ভর্তি ◈ প্রাইমএশিয়া শিক্ষার্থী পারভেজ হত্যা: ৩ জন আটক

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৪, ১০:২৩ দুপুর
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ভুল ভুলাইয়া ৩’ সিনেমার লড়াই নিয়ে যা বললেন মাধুরী

এবার দেওয়ালি উপলক্ষে আগামী ১ নভেম্বর মুক্তি পাবে আনিস বাজমির ‘ভুল ভুলাইয়া ৩’ ও রোহিত শেঠির ‘সিংহাম এগেইন’। মুক্তির আগে থেকেই এ দুই সিনেমার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের বিষয়টা ভারতের বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে।

‘ভুল ভুলাইয়া’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিকুয়েলে ‘মঞ্জুলিকা’রূপে আসছেন মাধুরী দীক্ষিত। এদিকে ‘ভুল ভুলাইয়া ৩’ মুক্তির পাশাপাশি ‘সিংহাম এগেইন’এরও মুক্তি হতে চলেছে। এ দুই সিনেমার লড়াই নিয়ে এ নায়িকার ভাবনাটা কী আসলে?

এ প্রসঙ্গে ভারতের গণমাধ্যমে মাধুরী দীক্ষিত বলেছেন, ‘এটা অনুমান করা খুব কঠিন যে কোন ছবি ভালো করবে বা কোন ছবি ভালো করবে না। আমরা সবাই কঠোর পরিশ্রম করেছি। আমরা এক বিনোদননির্ভর ছবি বানানোর চেষ্টা করেছি। আমরা এইটুকু বলতে পারি, আমরা খুব ভালো এক প্রকল্প বানিয়েছি। এখন আমাদের একটাই প্রত্যাশা, দর্শক যেন এই সিনেমাটি পছন্দ করেন।’

বলিউড নায়িকা যোগ করেন, ‘এসব কিছু নির্ভর করছে দর্শকের ওপর। কোন ছবি পছন্দ, তা তারাই বেছে নেবেন। কোন ছবি দেখবেন, এ ব্যাপারে তারাই সিদ্ধান্ত নেবেন।’

প্রসঙ্গত, ‘ভুলভুলাইয়া ৩’ সিনেমায় এবার জোড়া ‘মঞ্জুলিকা’কে পর্দায় আনছেন পরিচালক আনিস বাজমি। বিদ্যা বালান ও মাধুরী দীক্ষিত, এ দুই নায়িকা এই ফ্র্যাঞ্চাইজিতে ‘মঞ্জুলিকা’ হতে চলেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়