শিরোনাম
◈ করফাঁকির কারণে ২০২৩ সালে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার: সিপিডি ◈ দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম ◈ অবৈধ অভিবাসীদের সহায়তাকারীদের মার্কিন দূতাবাসের হুঁশিয়ারি ◈ সতর্ক সংকেত জারি, আজ বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি খুবই বেশি ◈ পলাতক সাবেক মন্ত্রী-এমপিরা যুক্তরাজ্যে আ.লীগ নেতার ছেলের বিয়েতে  ◈ বিএনপির নতুন রাজনৈতিক মেরুকরণ: বাম দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা ◈ হাথুরুসিংহে ও তার দুই সহকারী ‘নাসুমকে চড় মারা’ প্রসঙ্গে যা বললেন ◈ অ্যাঞ্জেলিনা জোলির সমর্থন গাজার প্রতি, ইসরায়েলি হামলাকে বললেন ‘গণকবরের মতো ধ্বংসযজ্ঞ’ ◈ গুরুতর অসুস্থ ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, হাসপাতালে ভর্তি ◈ প্রাইমএশিয়া শিক্ষার্থী পারভেজ হত্যা: ৩ জন আটক

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৪, ০২:৫৯ দুপুর
আপডেট : ০১ এপ্রিল, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুজান প্রেমিকের ঠোঁটে চুমু খান হৃতিক ও দুই ছেলের সামনেই

হৃতিক-সুজানের বিচ্ছেদের মেয়াদ ৯ বছর হয়ে গেল। তবে বিচ্ছেদ হলেও এই জুটির মধ্যে ছিল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।

সাবেক স্বামী বলিউড অভিনেতা হৃতিক রোশন এবং তাদের দুই ছেলের সামনেই প্রেমিকের ঠোঁটে চুমু খান সুজান। এ সময় হাততালি দিলেন হৃতিক, সাক্ষী তার বর্তমান প্রেমিকা সাবা আজাদও।

হৃতিক-সুজানের বিয়ের মেয়াদ ছিল ১৪ বছর। ১০ বছর আগে আলাদা হন এ তারকা দম্পতি। তবে বন্ধুত্বের নতুন সংজ্ঞা তৈরি করেছেন এ সাবেক দম্পতি। এই মর্ডান ডে ফ্রেন্ডশিপ থেকে অবশ্য অনেকেই হিঁচকি তোলেন। সাবেক বউ আর বর্তমান প্রেমিকাকে নিয়ে একসঙ্গে পার্টি করেন হৃতিক। এতটাই 'কুল'  সম্পর্ক হৃতিক-সুজানের।

গতকাল শনিবার (২৬ অক্টোবর) ছিল সুজান খানের ৪৯তম জন্মদিন। আর সেই জন্মদিনের পার্টিতে একফ্রেমে পাওয়া গেল সুজানের প্রেমিক আরসালান গোনি ও হৃতিক রোশনকে। সাবেক স্ত্রীর প্রেমিকের সঙ্গেও দারুণ সখ্যতা বলিউড নায়কের। পরস্পরকে ‘ইয়ারা’ বলে সম্বোধন করেন তারা।

শনিবার বার্থ ডে গার্লের দেখা মিলল কালো রঙা শর্ট পার্টি ড্রেসে। দুই ছেলে রিহান, রিদান, সাবেক স্বামী হৃতিক ও তার প্রেমিকা সাবা আজাদ এবং বয়ফ্রেন্ড আরসালানকে নিয়েই জন্মদিনের কেক কাটলেন সুজান। এ সময় পার্টিতে হাজির ছিলেন তার ভাই জায়েদ খান, দিদি ফারহা, জেঠুর ছেলে ফারদিন খানসহ বলিউডের বহু পরিচিত মুখ।

সোশ্যাল মিডিয়ায় সুজানের জন্মদিনের একটি ছবি ভাইরাল হয়েছে। সেখানে কেক কেটেই আরসালানের ঠোঁটে ঠোঁট মেলাতে দেখা গেল সুজানকে। পেছনে দাঁড়িয়ে হাততালি দিচ্ছেন হৃতিক ও দুই ছেলে— এমন দৃশ্য দেখে হতবাক অনেকেই।

এর আগে ভালোবেসে ২০০০ সালে বিয়ে করেছিলেন হৃতিক-সুজান। এই দম্পতি ডিসেম্বর ২০১৩-তে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন এবং নভেম্বর ২০১৪-তে তাদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়।

ডিভোর্সের বেশ কয়েক বছর পর কাশ্মীরের ছেলে আরসালানের প্রেমে পড়েন সুজান। হৃতিক সিঙ্গল। অন্যদিকে প্রেম নিয়ে কোনো দিনই লুকোচাপা করেননি সুজান-আরসালান।

এদিকে চলতি মাসের শুরুতেই হৃতিক-সাবার সম্পর্কের তৃতীয় বর্ষপূর্তিতে শুভেচ্ছা জানান সুজান। এতটাই মধুর দুই সাবেকের সম্পর্ক। আরসালান পেশায় অভিনেতা তথা আলি গোনির দাদা। বয়সে সুজানের চেয়ে অনেকটাই ছোট তিনি। জানা যায়, ১৯৮৬ সালে জন্ম আরসালানের। ওদিকে সুজান জন্মেছেন ১৯৭৫ সালের ২৬ অক্টোবর। সেই সূত্রে প্রেমিকার চেয়ে ৯ বছরের ছোট আরসালান। তবে বয়সের পার্থক্য কোনো দিনই বাধা হয়নি তার প্রেমে।

সুজান আর আরসালান কি সম্পর্ককে পরের ধাপে নিয়ে যাওয়ার কথা ভাবছেন, বিয়ে নিয়ে কী প্ল্যানিং তাদের? সুজানের মা, জারিন খান মাস কয়েক আগে এক সাক্ষাৎকারে বলেন, তারা দুজনেই 'ক্যারিয়ারে ফোকাসড'। তিনি বলেন, আজ যদি আপনি কারও সঙ্গে সুখ খুঁজে পান, তাহলে আপনি ভাগ্যবান। ভবিষ্যতে কী অপেক্ষা করছে তা কেউ জানে না। সুখী ও স্থায়ী হতে হলে বিয়ে করতে হবে, পুরোনো এ ধারণা এখন আর ঠিক নয়।

নারীরা স্বাধীনচেতা, কর্মজীবনে প্রতিষ্ঠিত, নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিতে চায়। আর বিয়ে এমন একটি বন্ধন, যা সবসময় আপনাকে সারাজীবনের বন্ধনে আবদ্ধ রাখে না। তাই আরসালান ও সুজান একসঙ্গে সুখে আছেন এবং ক্যারিয়ারে মনোনিবেশ করেছেন দেখে আমি খুশি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়