শিরোনাম
◈ চাঁনখারপুল গণহত্যা : সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে পূর্ণাঙ্গ প্রতিবেদন ◈ এবার ব্যাংক হিসাব তলব মডেল মেঘনা আলমের ◈ করফাঁকির কারণে ২০২৩ সালে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার: সিপিডি ◈ দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম ◈ অবৈধ অভিবাসীদের সহায়তাকারীদের মার্কিন দূতাবাসের হুঁশিয়ারি ◈ সতর্ক সংকেত জারি, আজ বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি খুবই বেশি ◈ পলাতক সাবেক মন্ত্রী-এমপিরা যুক্তরাজ্যে আ.লীগ নেতার ছেলের বিয়েতে  ◈ বিএনপির নতুন রাজনৈতিক মেরুকরণ: বাম দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা ◈ হাথুরুসিংহে ও তার দুই সহকারী ‘নাসুমকে চড় মারা’ প্রসঙ্গে যা বললেন ◈ অ্যাঞ্জেলিনা জোলির সমর্থন গাজার প্রতি, ইসরায়েলি হামলাকে বললেন ‘গণকবরের মতো ধ্বংসযজ্ঞ’

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৪, ১২:৪১ রাত
আপডেট : ২৯ মার্চ, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভিনেত্রীকে আপত্তিকর স্পর্শের পর রাজপালকে থাপ্পড়, অতঃপর...

প্রায় সময়েই ভারতে অভিনেত্রীদের হেনস্তার খবর সংবাদের পাতায় উঠে আসে। এই হেনস্থা থেকে হলিউড, বলিউড কিংবা টলিউড কোনো ইন্ডাস্ট্রিই ছাড় পায়নি। গত কয়েক বছরে সে সব অভিজ্ঞতা নিয়ে একের পর এক অনেকেই মুখ খুলেছেন। এবার নিজের সঙ্গে ঘটে যাওয়া এমন এক অভিজ্ঞতাই জানালেন ওপার বাংলার অভিনেত্রী মেঘনা হালদার।

মুম্বাইয়ে এক ছবির শ্যুটিং করতে গিয়েছিলেন মেঘনা, পরনে ছিল স্কার্ট। শট চলার সময়ই তার ঊরুতে হাত দিতে শুরু করেন সহ-অভিনেতা রাজপাল যাদব। সঙ্গে সঙ্গেই প্রতিক্রিয়া জানান অভিনেত্রী। রাগের মাথায় থাপ্পড় মেরে বসেন রাজপালকে।

তারপর সেদিন আর শ্যুটিং করেননি মেঘনা। অভিনেত্রীর কথায়, “পরের দিন যখন ফ্লোরে যাই তখন ভয়ঙ্কর অভিজ্ঞতা। একটি দৃশ্যে আমার গলাবন্ধ ধরে টানার কথা ছিল রাজপালের। সে দৃশ্যে রাজপাল এত জোরে টানেন যে প্রায় গলা টান লাগতে শুরু করে। তিনি দাবি করেন, রসিকতা করেই নাকি ঊরুতে হাত দিয়েছিলেন। কিন্তু সত্যিই কি রসিকতা করে এমন করে কেউ!’

শুধু বলিউডে নয়, টালিডের এক অভিনেতাকে থাপ্পড় দেন মেঘনা। ঘটনাটা গোপন রাখলেও মেঘনা জানান, ‘তিথির অতিথি’ ধারাবাহিকের শ্যুটিং ফ্লোরে অনভিপ্রেত ঘটনাটি ঘটে। সহ-অভিনেতাকে চড় মারেন তিনি।

প্রসেনজিতের ‘শাপমোচন’ থেকে জিতের ‘সাথীহারা’, কিংবা দেবের প্রথম ছবি ‘অগ্নিশপথ’, টালিউডের শীর্ষ নায়কদের সঙ্গে কাজ করেছেন মেঘনা।

মেঘনার ক্যারিয়ারের বয়স প্রায় দু’দশক। প্রায় ছোটবেলা থেকেই অভিনয়ের সঙ্গে আছেন তিনি। বাংলা ধারাবাহিক হোক বা ছবি, কিংবা বিজ্ঞাপন- প্রায় সব মাধ্যমেই দেখা গেছে এই অভিনেত্রীকে। সূূত্র : ঢাকাপোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়