শিরোনাম
◈ আমরা আমাদের তরুণদের চীনে পড়াশোনা ও ভাষা শেখায় উৎসাহিত করব : প্রধান উপদেষ্টা ◈ শূন্য সম্পদ কেন্দ্রীকরণ, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নির্গমনের ওপর জোর দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার ◈ হাসিনাসহ শেখ পরিবারের ১০ সদস্যের ‘এনআইডি লক’ ◈ মারা গেলেন পোপ ফ্রান্সিস ◈ বাংলাদেশের নতুন বাঁধ নিয়ে ভারতের উদ্বেগ, সীমান্তে প্রতিনিধিদল (ভিডিও) ◈ আগামী নির্বাচনে অংশ নিতে চান শাজাহান খান ◈ চাঁনখারপুল গণহত্যা : সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে পূর্ণাঙ্গ প্রতিবেদন ◈ এবার ব্যাংক হিসাব তলব মডেল মেঘনা আলমের ◈ করফাঁকির কারণে ২০২৩ সালে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার: সিপিডি ◈ দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২৪, ০২:৪৭ দুপুর
আপডেট : ১১ এপ্রিল, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

'টাকার জন্য আর কত নিচে নামবেন' অভিনেত্রী নিয়া শর্মারকে নেটিজেনরা

মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা ভারতে টেলিভিশন অভিনেত্রী নিয়া শর্মার ক্যারিয়ারের পথ অবশ্য খুব একটা সহজ ছিল না। তবে টাকার জন্য এবার এমন একটি বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি; যার জন্য রীতিমতো নেটিজেনদের তোপের মুখে পড়েছেন তিনি।

নিয়া শর্মা সোমবার সোশ্যাল মিডিয়ায় নারীদের একটি হেলথ সাপ্লিমেন্টের বিজ্ঞাপন পোস্ট করেন। বলাই বাহুল্য তিনি তাতে কাজ করেছেন, তাই সেটার প্রচার করছেন। আর সেই বিজ্ঞাপনে জানানো হয়েছে এই ওষুধের সাহায্যে যোনিপথ টাইট করা যাবে। এমন একটি পোস্ট করতেই তাকে রীতিমত তুলোধনা করেছেন নেটিজেনরা। এভাবে ভুয়ো তথ্য এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জিনিস প্রচারের জন্যও তাকে কটাক্ষ শুনতে হয়।

নিয়া সোমবার ইন্সটাগ্রামে এই বিজ্ঞাপন পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'কখনও কখনও কীভাবে একদম পারফেক্ট হওয়া যায় জীবন সেটাকেই খুঁজে চলে। সে আপনার পছন্দের জামা হোক বা অন্তরঙ্গ কিছু। পারফেক্ট টাইট অনুভব করুন।' 

তার পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে নিয়া যা কিছু ঢিলেঢালা জামা হোক বা বোতলের ঢাকনা সব নিয়েই সমস্যায় পড়েছেন। এরপরই তাকে একটা একদম পারফেক্ট সাইজের ড্রেসে দেখা যায়। এবং বলতে শোনা যায়, 'ঠিকভাবে করুন এবং টাইট রাখুন।'

তরে এই প্রোস্টের কমেন্টে এক ব্যক্তি লেখেন, 'পাবলিক ফিগার হিসেবে ভক্তদের প্রতি তো আপনার কিছু দায়বদ্ধতা আছে নাকি? অনেকেই তারকাদের কথা শুনে ছিলেন। আজ কেউ যদি ওর কথা শুনে এই প্রোডাক্ট ব্যবহার করেন, তখন? বডি পজিটিভিটি ছড়ানোর বদলে ভুলভাল জিনিস ছড়াচ্ছেন।' 

দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'এভাবে কিছু হয়? ভুল তথ্য দিচ্ছেন কেন?' তৃতীয় ব্যক্তি লেখেন, 'অসহ্য! এটা ২০২৪ সাল নাকি অন্য কিছু? এখনও লোকজন এতটা অবৈজ্ঞানিক ভাবনা চিন্তা কীভাবে রাখতে পারে?' চতুর্থ ব্যক্তি লেখেন, 'বাহ ভালোই চালাচ্ছেন আপনারা! টাকার জন্য আর কত নিচে নামবেন?'

  • সর্বশেষ
  • জনপ্রিয়