শিরোনাম
◈ শূন্য সম্পদ কেন্দ্রীকরণ, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নির্গমনের ওপর জোর দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার ◈ হাসিনাসহ শেখ পরিবারের ১০ সদস্যের ‘এনআইডি লক’ ◈ মারা গেলেন পোপ ফ্রান্সিস ◈ বাংলাদেশের নতুন বাঁধ নিয়ে ভারতের উদ্বেগ, সীমান্তে প্রতিনিধিদল (ভিডিও) ◈ আগামী নির্বাচনে অংশ নিতে চান শাজাহান খান ◈ চাঁনখারপুল গণহত্যা : সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে পূর্ণাঙ্গ প্রতিবেদন ◈ এবার ব্যাংক হিসাব তলব মডেল মেঘনা আলমের ◈ করফাঁকির কারণে ২০২৩ সালে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার: সিপিডি ◈ দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম ◈ অবৈধ অভিবাসীদের সহায়তাকারীদের মার্কিন দূতাবাসের হুঁশিয়ারি

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২৪, ০৪:৩৫ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডাকাতি করতে এসে অভিনেতার স্ত্রীর ওপর হামলা

অভিনেতা-নির্মাতা সাজু মেহেদীর টাঙ্গাইলের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতের নৃশংস আক্রমণে তাঁর স্ত্রী নাদিয়া আক্তার নদীর গলার শ্বাসনালী কেটে গেছে। বর্তমানে তিনি রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এ ছাড়া বাসা থেকে নগদ ১ লাখ ৬০ হাজার টাকা, ব্যাংকের ক্রেডিট কার্ড ও অন্যান্য কাগজপত্র নিয়ে গেছে ওই ডাকাত। শনিবার (১৯ অক্টোবর) টাঙ্গাইলের সাবালিয়া বটতলা এলাকায় বেলা ১টার ‍দিকে এ ঘটনা ঘটে।

সাজু জানান, জরুরি অপারেশনের পর এখন নদী শঙ্কামুক্ত এবং হাসপাতালে চিকিৎসাধীন।

অভিনেতা-নির্মাতার দাবি, তাঁর স্ত্রীকে হত্যা করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে ডাকাত সেজে বাসায় গিয়ে এমন নৃশংস আক্রমণ করেছে।

ঘটনার বিবরণ জানিয়ে তিনি বলেন, ‘ক’দিন আগেই কুরতুবী মাদ্রাসা মোড়ে আমরা একটা কসমেটিক্সের দোকান দিয়েছি। তো একজন লোক শাড়ি-কাপড় সাপ্লাই দেওয়ার কথা বলে আমার স্ত্রীকে। ওই লোককে শাড়ি-কাপড় দোকানে পৌঁছে দেওয়ার কথা বললে আমার স্ত্রীর কাছে সে জানতে চায়, এখন কোথায় আছেন? আমার স্ত্রী জানান, দোকান থেকে বাসায় ফিরছে। এর একটু পরই বাসায় গেলে আমার স্ত্রীর গলায় ছুরি দিয়ে আক্রমণ করে একজন। ওর শ্বাসনালী কেটে ফিনকি দিয়ে রক্ত পড়তে শুরু করে। তখন ওই ডাকাত আমার স্ত্রীকে এ অবস্থায় বাথরুমে ঠেলে দিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। সে তখন চিৎকার করতেও পারছিল না। অবশেষে ডাকাত পালিয়ে গেলে, বাথরুমের ভেতর থেকে একটা ব্রাশের হাতল দিয়ে চেষ্টা করে বেরিয়ে আসতে সক্ষম হয়। তখন বাসায় আমরা কেউ ছিলাম না। আমার ছেলে ছিল দোকানে।’

যোগ করে সাজু আরও বলেন, ‘আমার স্ত্রীকে হত্যার উদ্দেশেই এমন আক্রমণ হয়েছে। আগে থেকেই হয়তো ডাকাতরা তাকে ফলো করছিল। ডাকাত একজনই ঘরে ঢুকেছিল, আমরা তাকে চিনতে পেরেছি। তার মোবাইল নাম্বার পেয়েছি। অতি দ্রুত মামলা করব।’

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই টেলিভিশন নাটকে কাজ করছেন সাজু মেহেদী। নির্মাণের পাশাপাশি তাঁকে অভিনয়েও দেখা গেছে। উৎস: ইনডিপেনডেন্ট 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়