শিরোনাম
◈ আলোচিত পরিকল্পনাগুলো বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়াই এখন অগ্রাধিকার: চীনের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন সতর্কতা নিয়ে ‘ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর' ◈ স্ক্যানিং ছাড়াই চলছে বেনাপোল বন্দর দিয়ে পণ্য প্রবেশ, ঝুঁকিতে নিরাপদ বাণিজ্য! ◈ বিশ্ববিদ্যালয় ছাত্র খুন: প্রেমিকাকেও দেখা গেল সিসিটিভিতে, মামলায় নেই তার অস্তিত্ব ◈ দেশি-বিদেশি মাস্টারপ্ল্যান আওয়ামী লীগকে মাঠে নামানোর পেছনে ◈ পারভেজ হত্যাকাণ্ড: ছাত্রদল বিভ্রান্তিকর প্রচারণা শুরু করেছে: উমামা ফাতেমা (ভিডিও) ◈ নাটোরে ছাত্রলীগ কর্মীকে রিকশায় পিঠে পা চেপে ঘোরানো, ভিডিও ছড়িয়ে পড়ায় তোলপাড় ◈ ‘আমরা একটি কঠিন কিন্তু অপরিহার্য পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি’  ◈ বাংলাদেশ থেকে যাওয়ার সময় জীবননাশের শঙ্কায় ছিলাম: দাবি হাথুরুসিংহের ◈ জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবিটি ঘরে বসেই বদলাবেন যেভাবে

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২৪, ১২:২৫ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হোটেলের ভবন থেকে পড়ে সংগীতশিল্পী লিয়াম পেইনের করুণ মৃত্যু

বিনোদন ডেস্ক : একটি হোটেলের ভবন থেকে পড়ে বিখ্যাত ব্যান্ড ওয়ান ডিরেকশন এর সদস্য লিয়াম পেইনের করুণ মৃত্যু হয়েছে। মাত্র ৩১ বছর বয়সে প্রাণ হারালেন বৃটিশ এই সংগীতশিল্পী। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন। 

এতে বলা হয়, বুধবার আর্জেন্টিনার বুয়েনস আয়ারসের একটি হোটেলের তৃতীয় তলা থেকে পড়ে মারা গেছেন লিয়াম পেইন। গণমাধ্যমকে পুলিশ এ বিষয়টি নিশ্চিত করেছে। তাদের বিবৃতি অনুযায়ী, পালেরমো নামক এলাকার কোস্টারিকা স্ট্রিটের একটি হোটেলে পেনের মৃত্যু হয়। পুলিশের ধারণা তিনি মদ্যপ ছিলেন। তবে এ বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য দেয়নি পুলিশ।
 
৯১১ নাম্বারে এক ব্যক্তির ফোন পেয়ে পুলিশ ঘটনা স্থলে পৌঁছান। পরে তারা পেইনকে মৃত অবস্থায় উদ্ধার করেন। পেইন ওয়ান ডিরেকশন ব্যান্ডের কম্পোজার ও গিটারিস্ট ছিলেন। ২০১৬ সালে ব্যান্ডটি ভেঙে যায়। এর পর থেকে এই ব্যান্ডের শিল্পীরা এককভাবে কাজ করছেন। জরুরি স্বাস্থ্যসেবা সংস্থার প্রধান অ্যালবার্টো ক্রেসসেন্টি স্থানীয় টিভিকে বলেছেন, পেইনের শরীরে গুরুতর আঘাতের চিহ্ন আছে। পেইনের এই অকাল মৃত্যুতে গভীর শোকাহত হয়েছেন তার ভক্তরা। মৃত্যুর খবর পেয়ে হোটেল প্রাঙ্গণে জড়ো হওয়া পেইনের এক ভক্ত বলেন, এই মৃত্যুসংবাদে তিনি শোকাহত। 

পেইনের সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া পোস্ট থেকে জানা যায়, তিনি সাবেক ব্যান্ডমেট নিয়াল হোরানের কনসার্টে অংশ নিতে আর্জেন্টিনায় গিয়েছিলেন। লিয়াম পেইন যুক্তরাজ্যের ওয়েস্ট মিডল্যান্ডের উলভারহ্যাম্পটনে জন্মগ্রহণ করেন। তিন ভাই-বোনের মধ্যে তিনি সর্বকনিষ্ঠ। তিনি সিটি অব উলভারহ্যাম্পটন কলেজের একজন সাবেক ছাত্র, যেখানে তিনি সঙ্গীত নিয়ে অধ্যয়ন করেছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়