শিরোনাম
◈ চাঁনখারপুল গণহত্যা : সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে পূর্ণাঙ্গ প্রতিবেদন ◈ করফাঁকির কারণে ২০২৩ সালে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার: সিপিডি ◈ দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম ◈ অবৈধ অভিবাসীদের সহায়তাকারীদের মার্কিন দূতাবাসের হুঁশিয়ারি ◈ সতর্ক সংকেত জারি, আজ বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি খুবই বেশি ◈ পলাতক সাবেক মন্ত্রী-এমপিরা যুক্তরাজ্যে আ.লীগ নেতার ছেলের বিয়েতে  ◈ বিএনপির নতুন রাজনৈতিক মেরুকরণ: বাম দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা ◈ হাথুরুসিংহে ও তার দুই সহকারী ‘নাসুমকে চড় মারা’ প্রসঙ্গে যা বললেন ◈ অ্যাঞ্জেলিনা জোলির সমর্থন গাজার প্রতি, ইসরায়েলি হামলাকে বললেন ‘গণকবরের মতো ধ্বংসযজ্ঞ’ ◈ গুরুতর অসুস্থ ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, হাসপাতালে ভর্তি

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২৪, ১২:২৫ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হোটেলের ভবন থেকে পড়ে সংগীতশিল্পী লিয়াম পেইনের করুণ মৃত্যু

বিনোদন ডেস্ক : একটি হোটেলের ভবন থেকে পড়ে বিখ্যাত ব্যান্ড ওয়ান ডিরেকশন এর সদস্য লিয়াম পেইনের করুণ মৃত্যু হয়েছে। মাত্র ৩১ বছর বয়সে প্রাণ হারালেন বৃটিশ এই সংগীতশিল্পী। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন। 

এতে বলা হয়, বুধবার আর্জেন্টিনার বুয়েনস আয়ারসের একটি হোটেলের তৃতীয় তলা থেকে পড়ে মারা গেছেন লিয়াম পেইন। গণমাধ্যমকে পুলিশ এ বিষয়টি নিশ্চিত করেছে। তাদের বিবৃতি অনুযায়ী, পালেরমো নামক এলাকার কোস্টারিকা স্ট্রিটের একটি হোটেলে পেনের মৃত্যু হয়। পুলিশের ধারণা তিনি মদ্যপ ছিলেন। তবে এ বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য দেয়নি পুলিশ।
 
৯১১ নাম্বারে এক ব্যক্তির ফোন পেয়ে পুলিশ ঘটনা স্থলে পৌঁছান। পরে তারা পেইনকে মৃত অবস্থায় উদ্ধার করেন। পেইন ওয়ান ডিরেকশন ব্যান্ডের কম্পোজার ও গিটারিস্ট ছিলেন। ২০১৬ সালে ব্যান্ডটি ভেঙে যায়। এর পর থেকে এই ব্যান্ডের শিল্পীরা এককভাবে কাজ করছেন। জরুরি স্বাস্থ্যসেবা সংস্থার প্রধান অ্যালবার্টো ক্রেসসেন্টি স্থানীয় টিভিকে বলেছেন, পেইনের শরীরে গুরুতর আঘাতের চিহ্ন আছে। পেইনের এই অকাল মৃত্যুতে গভীর শোকাহত হয়েছেন তার ভক্তরা। মৃত্যুর খবর পেয়ে হোটেল প্রাঙ্গণে জড়ো হওয়া পেইনের এক ভক্ত বলেন, এই মৃত্যুসংবাদে তিনি শোকাহত। 

পেইনের সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া পোস্ট থেকে জানা যায়, তিনি সাবেক ব্যান্ডমেট নিয়াল হোরানের কনসার্টে অংশ নিতে আর্জেন্টিনায় গিয়েছিলেন। লিয়াম পেইন যুক্তরাজ্যের ওয়েস্ট মিডল্যান্ডের উলভারহ্যাম্পটনে জন্মগ্রহণ করেন। তিন ভাই-বোনের মধ্যে তিনি সর্বকনিষ্ঠ। তিনি সিটি অব উলভারহ্যাম্পটন কলেজের একজন সাবেক ছাত্র, যেখানে তিনি সঙ্গীত নিয়ে অধ্যয়ন করেছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়