মনিরুল ইসলাম : মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের গল্প 'রঙিলা কিতাব'। একটি ওয়েব সিরিজ। এতে অভিনয় করেছেন সন্তানসম্ভবা মায়ের চরিত্রে ঢাকাই চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের আলোচিত নায়িকা পরীমনি। যার একটি ছবি প্রকাশ পেয়েছে। এক অন্য লুক। সন্তানসম্ভবা মা।
তবে বর্তমানে 'সিঙ্গেল মাদার’ হিসেবেই দুই সন্তানকে নিয়েই পাড় করছেন ব্যস্ত সময়। মা হওয়ায় মাতৃত্বে রূপদান ছিলো সাবলীল ।
পরীমনি একজন ভালো অভিনেত্রী। তার স্বাক্ষর রেখেছেন তার প্রতিটি মুক্তিপ্রাপ্ত সিনেমার নানান চরিত্রে। এই ওয়েব সিরিজেও বাদ যায়নি তার অনবদ্যতা। তাই জানা গেলো নির্মাতা সূত্রে।
এই ওয়েব সিরিজটি ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে আগামী ৮ নভেম্বর মুক্তি পাবে। যার নির্মাতা অনম বিশ্বাস। সিরিজে মূল চরিত্রে অভিনয় করেছেন পরীমণি ও মোস্তাফিজুর নূর ইমরান।কিঙ্কর আহসানের লেখা ‘রঙিলা কিতাব’ উপন্যাসের ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে ওয়েব সিরিজটি।
আপনার মতামত লিখুন :