রায়হান রাফীর ওয়েব ফিল্ম ‘মায়া’য় মাদকাসক্ত তরুণ ‘রাহাত’ চরিত্রে অভিনয় করে প্রশংসিত হচ্ছেন চিত্রনায়ক মামনুন ইমন। এবার তাঁকে পাওয়া গেল নতুন ভূমিকায়।
আজ ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে চলমান বিপিএল প্লেয়ার্স ড্রাফটে ঢাকা ক্যাপিটালসের টেবিলে দেখা যায় তাঁকে।
দলটির মালিক ঢাকাই ছবির শীর্ষ তারকা শাকিব খানের মালিকানাধীন প্রতিষ্ঠান রিমার্ক হারল্যান। ইমন রিমার্ক হারল্যানের নির্বাহী পরিচালক।
বিপিএল প্লেয়ার্স ড্রাফটে ঢাকা ক্যাপিটালসের টেবিলে ছিলেন শাকিব খানও।
২০১৬ সালে মুক্তি পাওয়া সাফি উদ্দিন সাফির ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি ২’ সিনেমায় ক্রিকেটারের চরিত্রে অভিনয় করেন শাকিব খান ও ইমন। পর্দায় তাঁদের দেখা যায় আসাদ ও রায়ান চরিত্রে। সিনেমায় তাঁরা খেলেন একই দলের হয়ে।
বিপিএল প্লেয়ার্স ড্রাফটের ফাঁকে সঞ্চালক সেই সিনেমার সূত্র ধরে ইমনকে উদ্দেশ করে বলেন, এবারও একই দলের হয়ে খেলবেন শাকিব ও ইমন। হাসতে হাসতে ইমন বলেন, ‘তখন পর্দায় খেলেছিলাম, এবার খেলব মাঠে।’
কিছুদিন আগে এবারের বিপিএলে শাকিব খানের ঢাকা ক্যাপিটালসে থাকার বিষয়টি নিশ্চিত করা হয় রিমার্ক হারল্যানের পক্ষ থেকে।
চলতি মাসের শুরুতে ‘ঢাকা ক্যাপিটালস’ টিমের মালিক হিসেবে লোগো উন্মোচন করেন শাকিব খান। উৎস: প্রথম আলো।
আপনার মতামত লিখুন :