শিরোনাম
◈ নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশ কোরআন-হাদিসের লঙ্ঘন, বললেন জামায়াতে ইসলামীর আমির ◈ রামপালের চেয়ে ৬০% কম: মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৮.৪৫ টাকা ◈ সোনার খোঁজে নেপাল যা‌চ্ছে বাংলাদেশ টেবিল টেনিস দল ◈ সংসদীয় সংস্কারে রাষ্ট্রপতির স্বাধীন সিদ্ধান্তের পক্ষে বিএনপি, ২২ এপ্রিল তৃতীয় দফা বৈঠক ◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭ ◈ সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ চায় বিএনপি: চারটি বিষয়ে ব্যতিক্রম প্রস্তাব ◈ যাত্রাবাড়ী ও শাহবাগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫ ◈ রিজার্ভ বেড়ে পৌনে ২৭ বিলিয়ন ডলার ◈ বেড়ে দেড় লাখ টাকার মাইলফলকে পৌঁছাল স্মারক স্বর্ণমুদ্রার দাম

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২৪, ১১:৫৭ রাত
আপডেট : ২৯ মার্চ, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাফীর নতুন ওয়েব সিরিজ 'ব্ল্যাক মানি'তে নায়িকা পূজা চেরি ও নায়ক রুবেল

মনিরুল ইসলাম  রায়হান রাফী পরিচালিত নতুন ওয়েব সিরিজ 'ব্ল্যাক মানি'তে নায়িকা হিসেবে থাকছেন পূজা চেরি। রায়হান রাফী পরিচালিত হিট সিনেমা "পোড়ামন-২" এ অভিনয় করেছিলো পূজা চেরি। অনেক বছর পর আবার ব্যাটে- বলে মিল হওয়ায়  এবার তার পরিচালিত কোনো ওয়েব সিরিজে প্রথম অভিনয় করবেন পূজা চেরি।

এদিকে, এক সময়ের সুপার হিট লড়াকু নায়ক রুবেলও  প্রথমবার কোনো ওয়েব সিরিজে অভিনয় করছেন। আর এই সিরিজে অভিনয়ের মাধ্যমে   প্রথমবার কোনো ওয়েবে অভিনয় করছেন চিত্রনায়ক রুবেল। কাল ৬ অক্টোবর থেকে শুরু হবে ওয়েব সিরিজের শুটিং। অনইয়ারে যাবে আগামী নভেম্বর থেকে জানান রায়হান রাফী।

আজ শনিবার ৫ অক্টোবর বিকেলে ঢাকার একটিপাঁচতারা  হোটেলে অনুষ্ঠিত হলো ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গর নতুন থ্রিলার ওয়েব সিরিজ 'ব্ল্যাক মানি'র সংবাদ সম্মেলন। এখানে জানা গেলো এই তথ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রযোজক মুশফিকুর রহমান মঞ্জু (বঙ্গ), পরিচালক রায়হান রাফী, চিত্রনায়ক রুবেল, পূজা চেরি, সালাউদ্দিন লাভলু, সুমন আনোয়ার প্রমুখ।

জানা যায়, 'ব্ল্যাক মানি' ওয়েব সিরিজর গল্পে দেখা যাবে, এক হাজার কোটি টাকা নিয়ে ধুন্ধুমার লেগে যায় একটা শহরে। এই টাকার নিয়ন্ত্রণ নেওয়ার জন্যে খুন হয় শহরের প্রভাবশালী মাফিয়া থেকে শুরু করে রাজনীতিবিদ, শীর্ষ সন্ত্রাসী, ব্যবসায়ীসহ অনেকেই। বয়ে যায় রক্তের বন্যা। এভাবেই গল্প এগিয়ে যাবে। তবে মুখ খুলে কিছু বলেননি নির্মাতা। বললেন বলে দিলে মজা হারিয়ে যাবে। 

এদিকে, সংবাদ সম্মেলনে চিত্রনায়ক রুবেল   বলেন, প্রথমবার কোনো ওয়েব সিরিজে কাজ করছি। এখানে কিছুদিন থাকতে চাই। আশাকরি এখানে সুনামের সঙ্গে কাজ করতে পারব। অনেক হিট সিনেমা যেমন দিয়েছি, এখানেও সেটা দিতে পারব। রাফী এই সময়ের সবচেয়ে আলোচিত পরিচালক। আশা করছি দারুণ একটা কিছু নির্মাণ করবেন। 

চিত্রনায়িকা পূজা চেরি  বলেন,  দীর্ঘদিন পর পরিচালক রাফীর কাজের মাধ্যমে ফিরছি। একটু ভয় পাচ্ছি কী হয়।  তার পরিচালিত হিট সিনেমা "পোড়ামন-২" এ অভিনয় করেছি। এবার তার পরিচালিত কোনো ওয়েব সিরিজে প্রথম অভিনয় করব। সেই কারণে এই ভয়টা পাচ্ছি। চিত্রনায়ক রুবেলসহ অনেকের সঙ্গে প্রথম অভিনয় করব। আশা করছি এটি দর্শকদের কাছে প্রশংসিত হবে। অনেকদিন পর রাফীর সাথে কাজ। বকা খাই কি না জানি না। এখন সে তুফানি পরিচালক। তাই ভয়।

পরিচালক রায়হান রাফী বলেন, এই ওয়েব সিরিজে একইসঙ্গে ড্রামা, অ্যাকশন ও কমেডি থাকবে, যা দর্শকদের জন্য এক নতুন অভিজ্ঞতা হবে বলে আশা করছি। শেষ পর্যন্ত দর্শকদের আগ্রহ ধরে রাখবে। এই সিরিজ দিয়ে দীর্ঘদিন পর আমার কোনো প্রজেক্টে ফিরছে পূজা চেরি। আমার জন্য তিনি লাকি একজন নায়িকা। তার কারণ আমার প্রথম হিট সিনেমা "পোড়ামন-২"।   আর রুবেল  ভাই এই সিরিজ দিয়ে প্রথম অভিনয় করছেন। আমি সবসময় চেষ্টা করি যারা এক সময় জনপ্রিয় ছিলেন, কিন্তু দীর্ঘদিন অভিনয় থেকে দূরে আছেন, তাদের নিতে। রুবেলকে সেই কারণে এই প্রজেক্টে যুক্ত করেছি। আশা করছি নতুন কিছু পাবে দর্শক। আমি অভিনয় শিল্পীদের নিয়ে কাজ করতেই ভালোবাসি।

সংবাদ সম্মেলনে কথা বলেন অভিনেতা- পরিচালক সালাউদ্দিন লাভলু ও সুমন আনোয়ার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়