প্রকাশিত হলো বাংলাদেশের প্রথম পোয়েটিক সিনেমা 'বৃষ্টিতে আর জল নেই' চলচ্চিত্রের ট্রেলার। এপি প্রোডাকশন বাংলাদেশের ব্যানারে, পাভেল আল মামুনের চিত্রনাট্যে, আমির পারভেজের পরিচালনায় চলচ্চিত্রটির ট্রেলার আজ মুক্তি পেয়েছে ড্রামা টিউব এর ইউটিউব চ্যানেলে।
এটি বাংলাদেশের প্রথম পোয়েটিক চলচ্চিত্র। এখানে নান্দনিক সাহিত্য নির্ভরতা আর কাব্যিক চিত্রায়নে উঠে এসেছে এক নতুন ধরনের চলচ্চিত্র ভাষা। পরিচালক আমির পারভেজ দাবি করেন এটি নিঃসন্দেহে একটি নতুন ধরনের চলচ্চিত্রের উপস্থাপন- যার দেখা পাওয়া যাবে চলচ্চিত্রটির ট্রেলারে।
দীর্ঘ পাঁচ বছর ধরে নিরীক্ষা এবং প্রয়োগের ফসল আমাদের এই চলচ্চিত্রটি। সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পাভেল আল মামুন, অরুনা বিশ্বাস, শাহনূর, আমির পারভেজ, জাকিয়া ইমি, সুলতানা মারিয়াম টুকটুক ।