শিরোনাম
◈ মধ্যরাতে গুলশানে এইচ টি ইমামের ছেলের বাসায় তল্লাশি (ভিডিও) ◈ দুঃখ প্রকাশ করে জেলেনস্কির টুইট, যা বললেন তিনি ◈ ক্ষমতায় আসা এত সহজ না: নাগরিক পার্টিকে মির্জা আব্বাস ◈ ঈদের আগে প্রণোদনার ৭ হাজার কোটি টাকা চায় বিকেএমইএ ◈ যুক্তরাষ্ট্রে ‘বিজনেস এলিট ফোরটি আন্ডার ফোরটি’ পেলেন বাংলাদেশি কাদের ◈ আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি : ডিবি প্রধান ◈ ট্রাম্পের বক্তব্যের পাল্টা বিবৃতি: যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার কোনো কারণ দেখছে না সরকার ◈ পুলিশে ফের রদবদল, সিআইডি প্রধানসহ ১৮ কর্মকর্তা বদলি ◈ অস্ট্রেলিয়াকে বিদায় করে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারত ◈ পুতুলের সূচনা ফাউন্ডেশনের ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:৩৩ বিকাল
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঐশ্বরিয়া রাই ফাঁস করলেন ‘গোপন রহস্য’  

বলিউডের অন্যতম স্টাইল আইকন ঐশ্বরিয়া রাই বচ্চন। যিনি কান চলচ্চিত্র উৎসবের নিয়মিত অংশগ্রহণকারী এবং প্যারিস ফ্যাশন উইকেরও অন্যতম প্রধান মুখ। এই বচ্চনবধূ সম্প্রতি তার ব্যক্তিগত ‘গোপন রহস্য’ শেয়ার করেছেন সবার সঙ্গে। 

IANS-এর সঙ্গে এক সাক্ষাৎকারে, ঐশ্বরিয়াকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, তিনি তার ফ্যাশন সচেতনতাকে কীভাবে সংজ্ঞায়িত করবেন? জবাবে তিনি বলেন, ‘এ বিষয়টা স্বতঃস্ফূর্ত হওয়া খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি, স্বতঃস্ফূর্ত, আরামদায়ক এবং বাস্তবসম্মত রাখা আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ’।

সাবেক এই মিস ওয়ার্ল্ড আরও বলেন, ‘ফ্যাশনকে আমি শিল্প হিসেবে দেখি। এটা এমন একটি শিল্প যা উপভোগ করার মতো এবং এটা বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া জাগাতে পারে। আর এটাই ফ্যাশনের আসল সৌন্দর্য। এটি সম্পূর্ণ ডিজাইনারদের সৃষ্টি। যাদের সঙ্গে আমি কাজ করেছি, আর তাদের বেশিরভাগই আমার বন্ধু’।

ঐশ্বরিয়া আরও যোগ করেন যে, তার ফ্যাশন মন্ত্র হলো- ‘সময়ের সঙ্গে চলা’। বচ্চনবধূ বলেন, ‘আমার ফ্যাশনে মাঝে মাঝে আমি স্পষ্টভাবে ধরা পড়ি, যা সারা বিশ্ব দেখতে পায়। আবার কখনও কখনও এটি পুরোপুরি ডিজাইনারদের সৃষ্টিশীলতার বহিঃপ্রকাশ ঘটায়। আমি সবসময়ই স্বাচ্ছন্দ্যের মধ্যে থাকি এবং এটাকে বাস্তব সম্মত রাখি’।

সম্প্রতি প্যারিস ফ্যাশন উইকে ঐশ্বরিয়া রাই বচ্চনের ক্যাটওয়াকের ঝলক নিয়ে দর্শকদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস তৈরি হয়।

১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ড খেতাবজয়ী ঐশ্বরিয়া রাই বচ্চনের চলচ্চিত্র জগতে অসাধারণ অবদান রয়েছে। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে দেবদাস, হাম দিল দে চুকে সনম, ইরুভার, গুরু, গুজারিশ, যোধা আকবর, তাল, রেইনকোট, জিন্স, ব্রাইড অ্যান্ড প্রেজুডিস এবং মহব্বতে। 

তিনি আন্তর্জাতিকভাবে পরিচিত এবং কান চলচ্চিত্র উৎসব, প্যারিস ফ্যাশন উইকসহ বিভিন্ন আন্তর্জাতিক ইভেন্টে নিয়মিত অংশগ্রহণ করেন। সূত্র: এনডিটিভি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়