শিরোনাম
◈ সাকিব-তামিম চাইলে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পারবেন: বিসিবি সভাপতি ◈ নারী এশিয়া কাপের ফাইনালে রোববার ভারত ও বাংলাদেশ মুখোমুখি ◈ ঢাকা মেট্রোকে হারিয়ে এনসিএল ক্রিকেটের ফাইনালে রংপুর বিভাগ ◈ আইসিসির কাছে বিশপের সুপারিশ, শামীম-জাকেরকে ‘স্পিরিট অব ক্রিকেট’ পুরস্কার দেয়া হোক  ◈ ‘জনশক্তি’ নামে কোনো রাজনৈতিক দল গঠনের আলোচনা হয়নি, জানালো জাতীয় নাগরিক কমিটি ◈ সাড়ে চার মাসে সাবেক সচিব, অতিরিক্ত সচিব, উপসচিবসহ ১২ জন গ্রেপ্তার ◈ হাসিনার ফেরিওয়ালা যখন প্রিয়াঙ্কা ◈ সমাজের উচ্চ পর্যায়ের যারা দুর্ঘটনা ঘটায় তাদের বিচার হয় না: উপদেষ্টা নাহিদ ইসলাম ◈ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ ◈ সন্দেহজনকভাবে অবসরপ্রাপ্ত সচিব ইসমাইল বিমানবন্দরে গ্রেপ্তার

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৪১ দুপুর
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০২৪, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে কারণে সন্তান নিতে ভয় পাচ্ছেন তামান্না

অভিনেত্রী তামান্না ভাটিয়ার সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবি “স্ত্রী-২” তার ক্যারিয়ারের মাইলফলক হতে হচ্ছে। আলোচনার ঝড় তুলেছে এ ছবিটি। এ সিনেমায় তামান্না কেবলই এক আইটেম গার্ল। “আজ কি রাত” গানটির সঙ্গে দলীয় নৃত্যে নেচেছেন তিনি। অনেকে বলছেন, কৌশিকের “স্ত্রী-২” সিনেমার এই গানই অমর করে রাখবে তামান্নাকে। 

সম্প্রতি নিজের ব্যক্তিজীবন নিয়ে এক গণমাধ্যমকর্মীর সঙ্গে কথা বলেছেন তামান্না। তিনি সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে জানিয়েছেন, কেন তিনি সন্তান নিতে ভয় পান। সেই ব্যাখ্যা দিয়ে তিনি জানান, মা না হলেও তিনি বুঝতে পারেন, একটি শিশুকে লালন-পালন করতে কত কষ্ট করতে হয়। সন্তানকে যে কতটা স্নেহ-ভালোবাসা দিতে হয়, তা পরিমাপযোগ্য নয়।

তামান্না আরো বলেন, “আমার বাবা-মা আমাকে এতটাই আদর-যত্ন করেছেন যে, তা আমি আমার সন্তানদের করতে পারব না। এটা আমার জন্য অসম্ভব। একজন মা হতে যে ত্যাগ স্বীকার করতে হয়, তা আমার পক্ষে করা সম্ভব নয়। সন্তান জন্ম দেওয়া থেকে শুরু করে তাকে বড় করা পর্যন্ত, পুরো প্রক্রিয়ার কথা ভাবলে আমি শিউরে উঠি।”

গত বছর বলিউড অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে দক্ষিণ ভারতীয় অভিনেত্রী তামান্না ভাটিয়ার প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। বিমানবন্দর থেকে শুরু করে পুরস্কার অনুষ্ঠানের লালগালিচা— সব জায়গায় দুজনকে একসঙ্গে দেখা গেছে। বর্ষবরণের ছুটি কাটাতে গোয়ায় গিয়ে তামান্না-বিজয়ের প্রেমের সূত্রপাত বলে খবর প্রকাশ করেছিল ভারতীয় একটি গণমাধ্যম। এরপর থেকে এদের নিয়ে নানান গুঞ্জন শোনা যায়।

এদিকে “স্ত্রী-২” সিনেমার “আজ কি রাত” গানের সাফল্য সম্পর্কে তিনি বলেন, “জেলার” সিনেমার “কাভালা”, “আরানমানাই-৪” সিনেমার “আচাচো” গানের সাফল্যের পর “স্ত্রী-২” সিনেমার এ গানটি করেছেন তিনি। ভীষণ চিন্তায় ছিলেন, “স্ত্রী-২” সিনেমার গানটি ভক্তদের মন জয় করতে পারবে তো?

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়