বলিউড ভাইজান সালমান খান। বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ আছেন। এমন খবর বলিউডের একাধিক গণমাধ্যমে এসেছে। এবার জানা গেল তার অসুস্থতার কারণ। তার পাঁজরের হাড় ভেঙে গেছে। বিষয়টি সালমান নিজেই ভারতীয় গণমাধ্যমে নিশ্চিত করেছেন।
এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, অসুস্থ থাকলেও ‘বিগ বস ১৮’-এর অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সালমান খান। সেখানে সালমান খান বলেন— ‘আমার পাঁজরের দুটো হাড় ভেঙে গেছে।’
সালমান বর্তমানে তার নতুন সিনেমা ‘সিকান্দার’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এনডিটিভির তথ্য অনুযায়ী, এই সিনেমার শুটিং করতে যেয়েই আঘাত পান বলিউডের ভাইজান। এরপরই আসলো তার পাঁজর ভাঙার খবর।
বর্তমানে মুম্বাইয়ে সিনেমার শুটিং চলছে। ‘সিকান্দার’ পরিচালনা করছেন এ আর মুরুগাদোস। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করছেন সালমান খান। আর তার বিপরীতে অভিনয় করছেন রাশমিকা মান্দানা। এটি প্রযোজনা করবেন সাজিদ নাদিয়াদওয়ালা।
আপনার মতামত লিখুন :