শিরোনাম
◈ বাংলাদেশে আওয়ামী লীগের ভবিষ্যৎ কী? যা বললেন ব্যারিস্টার পার্থ ◈ সাড়ে ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার ◈ কারাগারে সাবেক মন্ত্রী-এমপিদের বিশেষ সুবিধা প্রদানের অভিযোগ, যা বলছেন ডিআইজি প্রিজন্স ◈ ভ্যাট কমলেও দাম কমা নিয়ে সংশয় ভোক্তাদের ◈ প্রাইম ব্যাংকের অধিনায়ক ইরফানকে ৫০ হাজার টাকা জরিমানাসহ ১ ম্যাচ নিষিদ্ধ ◈ বিসিবি থেকে বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব! ◈ ম্যানচেস্টার ইউনাইটেডে চালু হলো নামাজের কক্ষ ◈ রাতে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ মুখোমুখি ◈ আবারও বাড়ছে উপদেষ্টা পরিষদের আকার, আগামীকাল সকাল ১১টায় শপথ  ◈ সৌদি আরবে ভারী বৃষ্টির পূর্বাভাস

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২৪, ০৮:১৩ রাত
আপডেট : ০৪ মার্চ, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘রয়া স্বামী’কে জেলে পাঠানোর দাবি জানালেন মেহজাবীন

মনিরুল ইসলাম  ঃ  সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময় সরব থাকেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এবার হঠাৎ নেটদুনিয়ায় খেপেছেন অভিনেত্রী।

মেহজাবীন তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। এমনকি সেই পোস্টটি ঢাকা মেট্রোপলিটন পুলিশকেও ট্যাগ করেছেন তিনি।

বিষয়টি তার ব্যক্তিগত না হলেও তিনি পুলিশকে তদন্তের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত সময়ের মধ্যে জেলে পাঠানোর দাবি জানান।

ঘটনার সূত্রপাত, রয়া তাসনিম নামের এক অপরিচিতার ফেসবুক পোস্ট দেখেই খেপেছেন এ অভিনেত্রী। পোস্টে নির্যাতিতা রয়া জানান, তার স্বামী মারাত্মকভাবে তাকে আহত করেছেন এবং মেরে ফেলার চেষ্টাও করছেন এখন। পাশপাশি ওই পোস্টের সঙ্গে প্রমাণস্বরূপ কিছু ছবিও প্রকাশ করেছেন রয়া। যেখানে দেখা যাচ্ছে ভয়ংকর আহত অবস্থায় হাসপাতালে পড়ে আছেন তিনি।

রয়ার দাবি, তার স্বামী ক্ষমতাধর বলে পুলিশের কাছে গিয়েও কোনো বিচার পাননি তিনি। ঘটনাটি গত ১০ এপ্রিলের। তবে এখন নতুন বাংলাদেশের পুলিশ প্রশাসনই শেষ ভরসা তার। প্রত্যাশা করছেন এবার হয়তো বিচার পাবেন তিনি, নিশ্চিত করতে পারবেন তার স্বাভাবিক জীবন।

মূলত এই পোস্টটি নিজের ফেসবুকে শেয়ার করে মেহজাবীন লিখেছেন, এই অভিযোগটি অবশ্যই তদন্ত করা উচিত যত দ্রুত সম্ভব। এখনই অভিযুক্ত স্বামীকে জেলে পাঠানো উচিত।

ঢাকা মেট্রোপলিটন পুলিশকে ট্যাগ করে মেহজাবীন আরও লেছেন, আমি আশা করছি এই প্রতিক্রিয়াটি দেখবেন তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়