শিরোনাম
◈ সংগীতশিল্পী মমতাজ বেগম কোথায় আছেন? এই বিষয় যা জানাগেল ◈ ক্রিকেটার রোহিত শর্মাকে কুকুর বলেছিলেন কঙ্গনা, বললেন কংগ্রেসের মুখপাত্র ◈ বাংলাদেশে আওয়ামী লীগের ভবিষ্যৎ কী? যা বললেন ব্যারিস্টার পার্থ ◈ সাড়ে ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার ◈ কারাগারে সাবেক মন্ত্রী-এমপিদের বিশেষ সুবিধা প্রদানের অভিযোগ, যা বলছেন ডিআইজি প্রিজন্স ◈ ভ্যাট কমলেও দাম কমা নিয়ে সংশয় ভোক্তাদের ◈ প্রাইম ব্যাংকের অধিনায়ক ইরফানকে ৫০ হাজার টাকা জরিমানাসহ ১ ম্যাচ নিষিদ্ধ ◈ বিসিবি থেকে বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব! ◈ ম্যানচেস্টার ইউনাইটেডে চালু হলো নামাজের কক্ষ ◈ রাতে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ মুখোমুখি

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২৪, ১০:১৩ রাত
আপডেট : ০১ মার্চ, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেগম খালেদা জিয়ার বায়োপিক ‘আপসহীন’  মুক্তির  বিষয়টি সম্পূর্ণ  ভিত্তিহীন : হেলাল খান

মনিরুল ইসলাম  ঃ  দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বায়োপিক ‘আপসহীন’ মুক্তি দেওয়া হবে এমন খবরটি কে কোথা থেকে পেলো এ নিয়ে প্রশ্ন তুলেছেন হাসনরাজা খ্যাত অভিনেতা ও জাসাস কেন্দ্রীয় কমিটির আহবায়ক হেলাল খান। তিনি বলেন, এ নিয়ে কোন কথাই হয়নি। আমিও জানি না। কারা অতিউৎসাহী হয়ে এমন নিউজ করালো তাদের উদ্দেশ্য   দুরভিসন্ধিমূলক বলে মনে হচ্ছে। 

হেলাল খান আজ বুধবার রাতে আলাপকালে বলেন, ' আপসহীন '  বায়োপিক নির্মাণ নিয়ে গাজী মাজহারুল আনোয়ার ভাই আর আমি পরিকল্পনা করেছিলাম। এ নিয়ে ম্যাডাম বেগম খালেদা জিয়ার  সাথে আমাদের কথা হয়।  বিষয়টি প্রশংসা করেন। আমরা  কিছু কাজ করার পর ম্যাডামকে দেখাই।  তিনি তা দেখে কিছু কারেকশন দেন। ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়ে আমি গ্রেফতার হই। তাই কারেকশন করার কাজটি থমকে যায়।  তারপর আর কাজটি এগুইনি৷  

জাসাস আহবায়ক হেলাল খান  জানান, চলচ্চিত্রটি  এখনও সমাপ্ত হয়নি। আর মুক্তি দেওয়ার বিষয়টি ভিত্তিহীন। এ নিয়ে কোন সিদ্ধান্ত হয়নি। গাজী মাজহারুল আনোয়ার ভাইয়ের পরিবারের সদস্যরাও এ বিষয়গুলো  অবগত নন। কারা এসব রটাচ্ছেন তা নিয়েই আমার বড় প্রশ্ন। 

তিনি  বলেন, দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একটি বায়োপিক' আপসহীন'  নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিলো। এটি পরিচালনার পরিকল্পনা করেন দেশবরেণ্য নির্মাতা গাজী মাজহারুল আনোয়ার। পরে নানা কারণে এটি আর এগুইনি।  স্বৈরাচারী  আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকা অবস্থায় এই কাজটি করা দুরূহ ছিলো। করাও যায়নি। একসময় দেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমাগত অস্থির হয়ে উঠে।  ২০২২ সালে মারা যান গাজী মাজহারুল আনোয়ার ভাই। 

হেলাল খান  বলেন, বর্তমানে  দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ।   আমি তাঁর রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দেশবাসীর কাছে দোয়া চাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়