শিরোনাম
◈ বাংলা একাডেমি অবশেষে মেলায় বই বিক্রির হিসাব জানালো ◈ সংগীতশিল্পী মমতাজ বেগম কোথায় আছেন? এই বিষয় যা জানাগেল ◈ ক্রিকেটার রোহিত শর্মাকে কুকুর বলেছিলেন কঙ্গনা, বললেন কংগ্রেসের মুখপাত্র ◈ বাংলাদেশে আওয়ামী লীগের ভবিষ্যৎ কী? যা বললেন ব্যারিস্টার পার্থ ◈ সাড়ে ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার ◈ কারাগারে সাবেক মন্ত্রী-এমপিদের বিশেষ সুবিধা প্রদানের অভিযোগ, যা বলছেন ডিআইজি প্রিজন্স ◈ ভ্যাট কমলেও দাম কমা নিয়ে সংশয় ভোক্তাদের ◈ প্রাইম ব্যাংকের অধিনায়ক ইরফানকে ৫০ হাজার টাকা জরিমানাসহ ১ ম্যাচ নিষিদ্ধ ◈ বিসিবি থেকে বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব! ◈ ম্যানচেস্টার ইউনাইটেডে চালু হলো নামাজের কক্ষ

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২৪, ১২:৫৭ রাত
আপডেট : ০৪ মার্চ, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনন্য মামুনকে এলিনা : আরও অনেক ‘স্ক্রিনশট’ আছে

অভিনেত্রী এলিনা শাম্মী অভিযোগ এনেছেন নির্মাতা অনন্য মামুনের বিরুদ্ধে। তবে এলিনার অভিযোগের পরে মুখ খুলেছেন নির্মাতাও। তাদের পাল্টাপাল্টি অভিযোগে দেশের মিডিয়াপাড়া সরব হয়ে উঠেছে।

প্রথমে এলিনা শাম্মী দাবি করেন, ভারতে ‘দরদ’ সিনেমায় ১৯ দিন শুটিং করিয়ে অনন্য মামুন তাকে মাত্র ১৬ হাজার টাকা দিয়েছেন। চুক্তি অনুযায়ী বাকি টাকা এখনও দেননি। নির্মাতর কাছ থেকেও কোনো সহযোগীতাও পাননি তিনি।

এই অভিযোগের পর ফেসবুকে অনন্য মামুন লিখেছেন, ‘এলিনা প্রতিদিন ১০ হাজার টাকা করে নেয়ার চুক্তি করেন। কিন্তু একপর্যায়ে অভিনেত্রী তার কাছে দাবি করেন, সম্ভব হলে তিনি যতটুকু পারেন, মামুন যেন তাকে সেই পারিশ্রমিক দেন।’

মামুন আরও জানায়, ‘কালও যখন আমার সাথে কথা হল, তখনও বলল আপনারা ইচ্ছামতো দিয়েন। আমি সেটার ছবিসহ প্রমাণ দিলাম।’

এদিকে এলিনার দাবি করেছিলেন যে তিনি ১৯ দিন ‘দরদ’এ কাজ করেছিলেন। সে ব্যাখ্যায় মামুন উল্লেখ করেন, ‘উনি ৫ দিন কাজ করেছেন। যেহেতু শুটিং ভারতে হয়েছে আমি উনাকে বলি আপনার শুটিং কিন্তু ৫ দিন। তখন উনি বলেন, না মামুন ভাই পুরো শুটিংয়ে আমি থাকতে চাই। নতুন কিছু শিখব। এক শিল্পীকে হোটেল ভাড়া দিয়ে ১৯ দিন রাখতে কত টাকা খরচ হয় সেটা আপনারা জানেন।’

অভিনেত্রী এলিনাকে সিনেমায় টাকা দেয়া হয়নি, এমন অভিযোগের ব্যাখ্যায় মামুন লেখেন, ‘উনার কাছে কি কোন চুক্তিপত্র আছে যে উনি আমার কাছে টাকা পাবেন। আর টাকা পেলেও সেটা প্রোডাকশন হাউজের কাছে পাবে। পরিচালকও শিল্পীদের মতো চুক্তিবদ্ধ কারিগর।’

সবশেষ এলিনার উদ্দেশ্যে এই নির্মাতা বলেন, ‘বলতে চাই আপনার যদি এতই অভিযোগ থাকে তাহলে সেটা ২০২৩ নভেম্বরের শুটিং শেষ হওয়ার পর বলা উচিত ছিল। এত দিন পরে কেন? উত্তরটা হল এখন সবাইকে জানাতে হবে আপনি ‘দরদ’ সিনেমায় কাজ করেছেন। এবার চরম সত্য একটা কথা বলি এর আগেও আপনি একজন পরিচালকের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, আর তখন আমরা মিডিয়ার মানুষ জানতে পারি এলিনা শাম্মী বলে আমাদের একজন শিল্পী আছে। আমার শিক্ষা হল আমি অনুরোধে কোন শিল্পীকে আর কাজে নিব না। চুক্তিপত্র ছাড়া কোন কাজ করব না। জানি, এই লেখার পরে আপনি হয়তো আরও অনেক অভিযোগ করবেন। আমি আপনাকে সম্মান করে সব অভিযোগ মেনে নিব।’

অনন্য মামুনের এই স্ট্যাটাসের পর পাল্টা মন্তব্য করেন শাম্মী। যেখানে অভিনেত্রী লেখেন, ‘খুব ভালো করেছেন এই পোস্ট দিয়ে। এখানে আমার অন্যায় কোথায়? কি দিয়ে কি ঢাকতে চান? ধন্যবাদ, এটা আরও ভালো হলো। আরও অনেক স্ক্রিনশট আছে যেগুলো আমি দিয়ে দিচ্ছি। হোয়াটসঅ্যাপে আপনার গার্লফ্রেন্ড যেসব কথা আমাকে বলেছিলো, সেগুলো এবার পোস্ট দেয়ার সময় এসেছে। আপনি যেগুলো লিখেছিলেন আর ভারতে শুটিংয়ের সময় কি করেছিলেন সব পোস্ট করার সময় এখনই।

অভিনেত্রীর এই মন্তব্যের জবাবে মামুন লেখেন, ‘জ্বি, সম্মানিত শিল্পী। আপনার তো আমাদের অফিসে এসে ২০ তারিখে কথা বলার কথা। তার আগেই আপনি সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন। তার চাইতে বড় কথা এই অভিযোগগুলো আমাকেও কোনোদিন জানানি। আমার কথায় কি কোন ভুল আছে সম্মানিত শিল্পী?’
 
এই নির্মাতা আরও লেখেন, ‘অবশ্যই আমি সেগুলোর অপেক্ষায় আছি সম্মানিত শিল্পী। সেটা আমি আমার স্ট্যাটাসের শেষ লাইনে লিখেছি। কারণ দশ মেয়েকে দিয়ে এসএমএস করে, সবাইকে আমার প্রেমিকা বানাইতে পারেন। আর দেখলেন তো আপনার আসল চেহারে বেরিয়ে এসেছে।’

প্রসঙ্গত, গত বুধবার রাতে ফেসবুকে নাম প্রকাশ না করে নির্মাতা মামুনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন এলিনা শাম্মী। অভিনেত্রীর সেই অভিযোগের পরই অনন্য মামুন এক স্ট্যাটাসে লেখেন, ‘একজন অদক্ষ অভিনেতা আমার সিনেমায় কাজ না করতে পেরে এখন গভীর ষড়যন্ত্রে লিপ্ত। টিজারে নিজের মুখটা না দেখতে পারাই কি কষ্ট?’ সূত্র : সময়টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়