শিরোনাম
◈ আদালতে  শাজাহান খানের নালিশ ◈ সংবিধানবিরোধী আইন বাতিলের দাবি: উত্তাল ভারত, ওয়াকফ সংশোধন নিয়ে ভারতের মুসলিমদের দেশজুড়ে বিক্ষোভ ◈ ঘোমটা তুলতেই দেখা গেল বদলে গেছে কনে, মেয়ের বদলে মায়ের সঙ্গে বিয়ে! ◈ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ফের বৈঠকে বসেছে বিএনপি, আলোচনায় নির্বাচন ও সংস্কার ইস্যু ◈ হিন্দু নেতার মৃত্যুকে নিপীড়নের অংশ বলা ভারতের দাবি প্রত্যাখ্যান করল বাংলাদেশ ◈ সুবিধা না পেলেও বিচারকের দায়িত্ব পালন করতে হবে: আইন উপদেষ্টা আসিফ নজরুল ◈ সারা দেশে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঢল, গ্রেপ্তার অভিযানে কড়া নজরে পুলিশ ◈ ছাব্বিশের এপ্রিলে নির্বাচন হতে পারে! ◈ গাজায় ইসরায়েলি হামলায় মাইক্রোসফটের ভূমিকা নিয়ে কর্মীদের তীব্র প্রতিবাদ, বরখাস্ত ও পদত্যাগে উত্তাল পরিবেশ ◈ লা লিগায় ‌তিন গো‌লে পি‌ছি‌য়ে থাকা বা‌র্সেলোনা জিত‌লো ৪-৩ গো‌লে 

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৪, ০৯:৪৮ রাত
আপডেট : ২৯ মার্চ, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কলকাতার উৎসবে ‘দ্যা লক্ষণ দাস সার্কাস’

শিমুল চৌধুরী ধ্রুব: [২] সরকারি অনুদানে নির্মিত দেশের প্রামাণ্যচিত্র ‘দ্যা লক্ষণ দাস সার্কাস’। ভারতের কলকাতায় অনুষ্ঠিতব্য ১৩তম ইন্টারন্যাশনাল কলকাতা শর্টফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হবে এটি। রোববার (৪ আগস্ট) দেখা যাবে ঝুমুর আসমা জুঁই পরিচালিত এই প্রামাণ্যচিত্র। 

[৩] জানা যায়, বিলুপ্তপ্রায় সার্কাস শিল্পকে বাঁচিয়ে রাখার প্রয়াসে নির্মিত হয়েছে দ্য লক্ষণ দাস সার্কাস। ১৯৪৭ সালের দিকে একটি সার্কাসের দল গঠন করেন শ্রী লক্ষণ দাস, যা ‘দ্য রয়েল পাকিস্তান সার্কাস’ নামে পরিচিতি পায়। তিনি যখন খেলা দেখাতেন, তখন দূর-দূরান্ত থেকে মানুষ তা দেখতে আসতেন। একাত্তরে স্বাধীনতা সংগ্রাম শুরু হলে মুক্তিযোদ্ধাদের সাহায্য-সহযোগিতা করতেন লক্ষণ দাস। এক পর্যায়ে পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে নিহত তিনি। সমাপ্ত হয় এক মহান সার্কাস শিল্পীর জীবন। এমনকি তার আদরের হাতিটাকেও পাঁচটা গুলি করে পাকসেনা।

[৪] দেশ স্বাধীনের পর লক্ষণ দাসের দুই ছেলে শ্রী অরুণ দাস ও শ্রী বীরেন দাস আবারও দল গঠন করেন। যার নাম দেয়া হয় ‘দ্য রয়েল বেঙ্গল সার্কাস’ ও ‘দ্যা লক্ষণ দাস সার্কাস’। গত ৬০ বছর ধরে কোনো প্রাপ্তির আশা না করে, দেশের বিভিন্ন প্রান্তে মানুষকে বিনোদন দিয়ে আসছেন তারা। সার্কাসের ছেলে-মেয়েদের সঙ্গে নিয়ে চালিয়ে যাচ্ছেন কঠিন সংগ্রাম। 

[৫] জানা যায়, এই দলের ছিল তিনটি নৌকা। একসময় প্রতিটি নৌকায় ৭০ থেকে ৮০ জন শিল্পী অবস্থান করতেন। বিভিন্ন গ্রামে গ্রামে হত সার্কাস প্রদর্শনী। কিন্তু বর্তমানে সার্কাসের কোনো শো নেই বললেই চলে।

[৬] অরুণ দাস বলেন, ‘সমস্যা হচ্ছে সার্কাসের জন্য অনুমতি পাওয়া। আর এত বড় আয়োজন অনুমতি ছাড়া করা সম্ভব না। সার্কাস শিল্পকে বাঁচিয়ে রাখতে আজীবন সংগ্রাম করে যাওয়া মানুষগুলোর পাশে থাকাই এই প্রামাণ্য চলচ্চিত্রটির মূল উদ্দেশ্য।’

[৭] তিনি আরও বলেন, ‘বিলুপ্তপ্রায় এই শিল্পটিকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাঁচিয়ে রাখা খুব জরুরি। এই শিল্পকে সংরক্ষণ করতে দ্য লক্ষণ দাস সার্কাসের মতো আরও প্রামাণ্যচিত্র নির্মাণ এখন সময়ের দাবি।’

[৮] এর আগে দিল্লির ১৪তম দাদা সাহেব ফালকে চলচ্চিত্র উৎসবে বিশেষ সম্মাননা অর্জন করেছিল দ্য লক্ষণ দাস সার্কাস চলচ্চিত্রটি। সম্পাদনা: কামরুজ্জামান

এসসিডি/কে/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়