শিরোনাম
◈ ব্রাহ্মণবাড়িয়ায় শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা ◈ রাজধানীর শ্যামপুর থানা ছাত্রলীগের সভাপতি রনি গ্রেফতার ◈ টাকা না পেয়ে ন্যাশনাল ব্যাংকে তালা দিলেন গ্রাহকরা ◈ দেখে মনে হয় স্কুল পড়ুয়া কিশোর, বয়স ২২, করেন মাদক ব্যবসা ◈ ৭ কলেজ শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে যা বললেন শিক্ষা উপদেষ্টা ◈ চার ঘণ্টা করে ট্রাফিকের দায়িত্বে থাকবে ৭০০ যুবক: উপদেষ্টা আসিফ (ভিডিও) ◈ ‘তোমরা রাস্তা বন্ধ করবা, আমরা কি আঙ্গুল চুষবো’ সাধারণ মানুষের আবেগেরই বহিঃপ্রকাশ (ভিডিও) ◈ শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনূস ◈ অলিম্পিক ক্রিকেট সরে যাচ্ছে নিউ ইয়র্কে ◈ শান্তকে টেস্ট ও ওয়ানডেতে রেখে টি-টোয়েন্টিতে সোহানকে অধিনায়ক করা য়ায়: আশরাফুল

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২৪, ০৭:২৬ বিকাল
আপডেট : ২৭ অক্টোবর, ২০২৪, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এখনও কানে বাজে, কারও পানি লাগবে: সিয়াম আহমেদ

শিমুল চৌধুরী ধ্রুব: [২] কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের ৯ দফা দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে বিক্ষোভ ও সমাবেশ করেছে ‘দৃশ্যমাধ্যম শিল্পীসমাজ’। বৃহস্পতিবার (১ আগস্ট) ফার্মগেট এলাকায় বৃষ্টি উপেক্ষা করে শিল্পী থেকে শুরু করে নির্মাতারা জড়ো হতে থাকেন।

[৩] ‘ভয়হীন ন্যায্য মানবিক মর্যাদার বাংলাদেশ চাই’, ‘সব হত্যাকাণ্ডের বিচার করো’, ‘হত্যা, সহিংসতা, গণগ্রেপ্তার, হয়রানি বন্ধ করো’ এরকম স্লোগানে প্রতিবাদের আওয়াজ তুলেন দেশের চলমান অরাজকতা, হত্যা, গুম, পুলিশের আটক অভিযানের বিরুদ্ধে।

[৪] এ সময় চিত্রনায়ক সিয়াম আহমেদ বলেন, ‘আপনি যদি সুস্থ স্বাভাবিক মানুষ হন, এই যে আমাদের ছোট ভাই-বোনগুলো মারা গেল এগুলা দেখে রাতে ঘুমাতে পারবেন না। আমার তো রাতে ঘুম হয় না। এখনও কানে বাজে ‘কারও পানি লাগবে? এটা যতদিন মাথায় থাকবে ততদিন আমরা শান্তিতে থাকতে পারব না।’

[৫] তিনি বলেন, ‘এই বাচ্চাগুলো তো কোনো অনৈতিক দাবি রাখেনি, যে তাদেরকে এভাবে প্রাণ হারাতে হবে। এর বিচার যতদিন না হবে বাংলাদেশের কোনো মানুষ শান্তি পাবে না। আমরা যারা বিনোদন জগতে কাজ করি তারা তো কোনো ইনডিভিজ্যুয়াল কাউকে দেখানোর জন্য কাজ করি না, দেশের মানুষের জন্য কাজ করি। এই যে ছাত্ররা যারা আমাদের প্রধান দর্শক, যাদেরকে আমাদের প্রয়োজন তাদের সঙ্গে যদি না দাঁড়াতে পারি তাহলে কেন কাজ করলাম! এর থেকে কাজ না করা ভালো, অন্য কোনো কিছু করা বেটার।’  

[৬] এ সময় আরও উপস্থিত ছিলেন- মামুনুর রশিদ, আকরাম খান, নূরুল আলম আতিক, আজাদ আবুল কালাম, হাসান, আজমেরী হক বাঁধন, পিপলু আর খান, অমিতাভ রেজা চৌধুরী, মুনেম ওয়াসিফ, ঋতু সাত্তার, তাসলিমা আকতার লিমা, তানিম নূর, সৈয়দ আহমেদ শাওকি, ওয়াহিদ তারেক, রেদওয়ান রনি, আমিরুল রাজিব, নুসরাত ইমরোজ তিশা, মোশাররফ করিম, আশফাক নিপুণ, রাফিয়াথ রশিদ মিথিলা, তানজিম ওয়াহাব, জাহিন ফারুক আমিন, তানভীর আহসান, ইয়াছির আল হক, শঙ্খ দাশগুপ্ত, সাবিলা নূর, নাসিফ আমিন, তাসনিয়া ফারিণ, হুমাইরা বিলকিস, শিবু কুমার শীলসহ অনেকে সংহতি প্রকাশ করে।

[৭] বৃহত্তর চলচ্চিত্র, আলোকচিত্র, থিয়েটার, গণমাধ্যমসহ দৃশ্যমাধ্যমের নানা শাখার কর্মীরা ‘দৃশ্যমাধ্যম শিল্পীসমাজ’ ব্যানারে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে হত্যা, সহিংসতা, গণগ্রেপ্তার হয়রানির প্রতিবাদ করা হয়েছে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়