শিমুল চৌধুরী ধ্রুব: [২] নির্মাতা আশফাক নিপুন বলেছেন, ‘কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় নিহতদের জন্য বড় একটা স্যালুট। যারা মারা গেছেন, তাদের পরিবারের ত্যাগের সঙ্গে আর কারও তুলনায় হয় না।’
[৩] বৃহস্পতিবার (১ আগস্ট) রাজধানীর ফার্মগেট এলাকায় কোটা সংস্কার আন্দোলরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে শিল্পীদের আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। কোটা আন্দোলনকে ঘিরে ‘হত্যা-সহিংসতা-গণগ্রেপ্তার-হয়রানির প্রতিবাদ’-এ সংহতি সমাবেশ করেন শিল্পীরা।
[৪] আন্দোলনকারীরা নতুন করে আগামী দিনের পথ দেখাচ্ছে উল্লেখ করে আশফাক নিপুন বলেন, ‘যার কারণে আজকে আমরা এখানে আসতে পেরেছি। চলচ্চিত্র মিডিয়া ইন্ডাস্ট্রি পিছিয়ে যাওয়ার কোনও ভয় দেখছি না। যে কোনও কিছুর আগে সমাজ ও রাষ্ট্র। সমাজ আর রাষ্ট্র মানবিক হলে, এখন যেখানে আপনাদের মনে হচ্ছে... ব্যবসা-বাণিজ্য ও মিডিয়া ইন্ডাস্ট্রি পিছিয়ে যাচ্ছে, সেটি তখন ৪ গুণ বেশি গতিতে এগিয়ে যাবে।’
[৫] এই সংহতি সমাবেশে অংশ নেওয়ার কারণে কোনও ভয়ে আছেন কি না? এ প্রশ্নের জবাবে আশফাক নিপুন বলেন, ‘আমি সে রকম কিছু মনে করি না...।’
[৬] সমাবেশে আরো উপস্থিত ছিলেন প্রখ্যাত আলোকচিত্রী শহিদুল আলম, চলচ্চিত্রকার আকরাম খান, অভিনেতা সিয়াম আহমেদ, ইরেশ জাকের ও তার স্ত্রী মীম, অভিনেত্রী আজমেরী হক বাঁধন, রাফিয়াথ রশিদ মিথিলা, জাকিয়া বারী মম, সাবিলা নূর, নাজিয়া হক অর্ষা, ঋতু সাত্তার, রাকা নওশিন নওয়ার, নাদিয়া, শাহানা রহমান সুমি, নির্মাতা আশফাক নিপুন, সৈয়দ আহমেদ শাওকি, অমিতাভ রেজা, পিপলু আর খান, রেদওয়ান রনি, আদনান আল রাজিব, ওয়াহিদ তারেক, দীপক সুমন, আরমিন মুসা, প্রবর রিপন ও শঙ্খ দাশগুপ্তসহ আরো অনেকে।
এসসিডি/এনএইচ
আপনার মতামত লিখুন :