শিরোনাম
◈ খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ৩ ইউপিডিএফ কর্মী নিহত, অবরোধের ডাক ◈ ঠাকুরগাঁওয়ে মন্দিরে ১৪৪ ধারা জারি ◈ গ্রাহকরা টাকা না পেয়ে ন্যাশনাল ব্যাংকে দিলেন তালা  ◈ হাসিনার আমলে বাংলাদেশে ঢুকলে ফিরিয়ে দিত, এই সরকার কঠোর আচরণ করছে : ভারতীয় জেলেদের সংবাদ সম্মেলন ◈ ৩৫ প্রত্যাশীরা ফের আন্দোলনে, পুলিশের লাঠিচার্জ-জলকামানে ছত্রভঙ্গ ◈ দুইটি হজ প্যাকেজের খরচ এর বিষয় যা জানাগেল ◈ রাজনীতিবিদ ছাড়া সংস্কার সফল হতে পারে না : মির্জা ফখরুল ◈ অন্তর্বর্তী সরকারে বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের প্রভাব : ডয়চে ভেলে প্রতিবেদন ◈ প্রধান উপদেষ্টাকে ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগদানের আমন্ত্রণ ◈ ৮ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২৪, ০৫:০৮ বিকাল
আপডেট : ২৮ অক্টোবর, ২০২৪, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভিনেত্রী হিমুর আত্মহত্যা মামলার তদন্ত প্রতিবেদন ৫ সেপ্টেম্বর

এম.এ. লতিফ, আদালত প্রতিবেদক: [২] বৃহস্পতিবার (১ আগস্ট) রাজধানীর উত্তরায় নিজ বাসায় অভিনেত্রী হুমায়রা নুসরাত হিমুর আত্মহত্যার ঘটনায় দায়ের করা মামলার, তদন্ত প্রতিবেদন দাখিলের ধার্য তারিখে তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ সেপ্টেম্বর তারিখ ধার্য করেছেন।

[৩] হিমুর খালা নাহিদ আক্তার ২ নভেম্বর, ২০২৩ রাতে উত্তরা পশ্চিম থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে একটি মামলা করেন। মামলায় হিমুর বয়ফ্রেন্ড জিয়াউদ্দিন রাফিকে আসামি করা হয়।

[৪] মামলায় নাহিদ আক্তার অভিযোগ করেন, জিয়াউদ্দিন রাফি হিমুর বয়ফ্রেন্ড এবং ছয় মাস আগে থেকে তিনি নিয়মিত হিমুর বাসায় যাতায়াত এবং মাঝে মধ্যে রাত্রি যাপন করতেন। গত ১ নভেম্বর, ২০২৩ হিমুর রাফির মোবাইল নম্বর ও ভিগো আইডি ব্লক করা নিয়ে উভয়ের মধ্যে ঝামেলা হয়।

[৫] গত ২ নভেম্বর, ২০২৩ বিকেল ৩টার দিকে রাফি বাসায় এসে কলিংবেল দিলে ওই বাসায় থাকা মেকাপম্যান মিহির দরজা খুলে দেয়। তখন রাফি ভেতরে প্রবেশ করে এবং মিহির তার রুমে চলে যান। ৫টার দিকে রাফি মিহিরের রুমে গিয়ে চিৎকার করতে করতে বলেন, হিমু আত্মহত্যা করেছেন। তখন মিহির তাকে জিজ্ঞাসা করেন,‘আপনিতো রুমেই ছিলেন’। তখন রাফি বাথরুমে ছিলেন বলে জানান।

[৬] মিহির সঙ্গে সঙ্গে হিমুর রুমে গিয়ে তাকে ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে তারা দুজন হিমুকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তখন রাফি হিমুর ব্যবহৃত মোবাইল ফোন দুটি কৌশলে নিয়ে সেখান থেকে চলে যায়। মামলার পর জিয়াউদ্দিন রাফিকে গ্রেফতার করা হয়। সম্পাদনা: কামরুজ্জামান

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়