শিরোনাম
◈ মাসে অতিরিক্ত ২৫০ মিলিয়ন ডলার গুনতে হবে মার্কিন শুল্ক থাকলে  ◈ ভারতের সঙ্গে কাশ্মীর নিয়ে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান ◈ মেরে না ফেলা পর্যন্ত ভারত, ‘র’ আর আ.লীগের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে: হাসনাত আবদুল্লাহ ◈ ‘চীন সরকারের হাসপাতাল নীলফামারীতে হবে’ ◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা ◈ বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ নিয়ে তিতাসের সতর্কবার্তা ◈ দেশের বাজারে আবার বাড়লো স্বর্ণের দাম, দেশের ইতিহাসে সর্বোচ্চ ◈ প্রশাসন কার পক্ষে,পাল্টাপাল্টি অভিযোগে এনসিপি - বিএনপি ◈ প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতনস্কেলের প্রস্তাব বাস্তবায়নে কাজ চলছে: গণশিক্ষা উপদেষ্টা ◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২৪, ০৪:৪১ দুপুর
আপডেট : ২৯ মার্চ, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন উর্বশী

শিমুল চৌধুরী ধ্রুব: [২] কিছুদিন আগে সামাজিকমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় স্নানঘরে পোশাক বদলাচ্ছেন অভিনেত্রী উর্বশী রাউতেলা। এই ভিডিও কীভাবে নেটপাড়ায় ছড়িয়ে পড়ল, তা নিয়েও বেশ চর্চাও হয়।

[৩] নেটাগরিকের একাংশের দাবি করেছিলেন, ডিপফেকের মাধ্যমে নাকি এই ভিডিও তৈরি করা হয়েছে। এবার সেই ভিডিও নিয়ে উর্বশী নিজেই মুখ খুললেন।

[৪] সম্প্রতি এক গণমাধ্যমে তিনি বলেন, ‘গোসলের ভিডিওতে তিনিই ছিলেন। তবে সেই দৃশ্য তার আসন্ন সিনেমা ‘ঘুসপেঠিয়ে’র। যদিও, কীভাবে নির্দিষ্ট ওই দৃশ্য সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ল, তা নিয়ে উর্বশীর নাকি কোনও ধারণা নেই। তাই বিষয়টি নিয়ে বেশ বিরক্ত অভিনেত্রী।’ সূত্র: তামিল এক্সপ্রেস

[৫] উর্বশী বলেন, ‘যে দিন ভিডিওটি ভাইরাল হয়, আমি খুবই বিরক্ত হয়েছিলাম। যদিও এটা আমার ব্যক্তিগত জীবনের কোনও দৃশ্য নয়। ভিডিওটাও আমার ব্যক্তিগত নয়। এই দৃশ্য আমার সিনেমা ‘ঘুসপেঠিয়ে’র।’

[৬] ব্যক্তিগত ভিডিও ফাঁস হলে কী করতেন, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘না আমি চাই না, কোনও নারী এমন পরিস্থিতির সম্মুখীন হোন।’ সূত্র: বলিউড হাঙ্গামা

[৭] উর্বশীর এই ভিডিও ছড়িয়ে পড়ার পরে ম্যানেজারের সঙ্গে তার ফোনালাপও ভাইরাল হয়। সেই রেকর্ডিংয়ে উর্বশীকে বলতে শোনা যায়, ‘তুমি কি ভিডিওটা দেখেছ? আমি বুঝতে পারছি না, এগুলো বাইরে ছড়িয়ে পড়ছে কীভাবে। ওদের সঙ্গে আমায় এখনই কথা বলতে হবে।’ এর উত্তরে উর্বশীর ম্যানেজার জানান, তিনি চেষ্টা করছেন যাতে ওই ভিডিও সামাজিকমাধ্যম থেকে দ্রুত মুছে ফেলা যায়।

এসসিডি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়