শিরোনাম
◈ যৌথবাহিনীর অভিযান: ফেনীতে অস্ত্রসহ আটক ৪ ◈ আমেরিকায় একান্ত বৈঠক হবে না মোদী-ইউনূসের : আনন্দবাজার পত্রিকা অনলাই ◈ ওয়াকি–টকি বিস্ফোরণে লেবাননে এবার নিহত ১৪, আহত ৪৫০ ◈ কমিশন থেকে সরে গেলেও যুক্ত থাকবেন শাহদীন মালিক ! ◈ শেখ হাসিনা সরকার রেখে গেছে ১০ লাখ কোটি টাকার বিদেশি ঋণ : কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন ◈ কী হয়েছিল এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজায়? যা জানা গেল ভাইরাল সেই ভিডিওটির সম্পর্কে (ভিডিও) ◈ বিকেলে গণপিটুনি, রাতে জাবির সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু  ◈ আন্দোলনে নিহতদের পরিবার পাবে ৫ লাখ, আহতরা ১ লাখ ◈ প্রধান বিচারপতি যে ১২ নির্দেশনা দিলেন ◈ সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে দূরে থেকে বাদাম বেঁচে খেলেও ভালো করতাম : রিমান্ডে যুবলীগ নেতা

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২৪, ০৪:২৫ দুপুর
আপডেট : ২৬ জুলাই, ২০২৪, ০৫:৩৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কনসার্টে ভক্তকে জড়িয়ে ধরে মারা গেলেন গায়ক

শিমুল চৌধুরী ধ্রুব: [২] হোটেলে লাইভ কনসার্টে পারফর্ম করার সময় একজন গা ভেজা ভক্তকে জড়িয়ে ধরার পরই মারা গেলেন গায়ক। নিহত গায়কের নাম আয়রেস সাসাকি। ব্রাজিলিয়ান রকস্টার ছিলেন তিনি। সূত্র: ডেকান হেরাল্ড

[৩] গত ১৩ জুলাই ব্রাজিলের স্যালিনোপলিসে সোলার নামক এক হোটেলের মঞ্চে গান গাওয়ার সময় ঘটনাটি ঘটে। লাইভ কনসার্টে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই গায়ক মারা গেছেন বলে প্রাথমিক তদন্তে জানানো হয়েছে। এ ঘটনায় আয়োজকদের গাফিলতির অভিযোগ উঠেছে।  

[৪] জানা গেছে, ‘গান গাওয়ার সময় হঠাৎ পানিতে ভেজা একজন ভক্ত এগিয়ে এলে তাকে জড়িয়ে ধরেন আয়রেস সাসাকি। তারপর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়ে যান। এরপর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার মৃত্যুর পর প্রশ্ন উঠেছে ভক্তের শরীর কেন ভেজা ছিল? এর পেছনে অন্য কোনো ষড়যন্ত্র রয়েছে কি না? সূত্র: দ্য মিরর

[৫] ব্রাজিলিয়ান এই রকস্টারের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। তদন্তে পুলিশকে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে সোলার হোটেল।

[৬] হোটেল কর্তৃপক্ষ বলছে, ‘আমরা তার (গায়কের) পরিবারকে সহায়তা প্রদান করব এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আমরা (এ মৃত্যুর) সঠিক ব্যাখ্যার জন্য তদন্ত কর্তৃপক্ষকে সম্পূর্ণ সহযোগিতা করতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি। এই কঠিন সময়ে আয়রেস সাসাকির পরিবার এবং বন্ধুদের পাশে রয়েছি আমরা।’

[৭] নিহত গায়কের খালা রিটা মাতোস গণমাধ্যমকে বলেন, ‘মঞ্চে পারফর্মের সময় ভক্তের শরীর কেন ভেজা ছিল তা অজানা। আমরা যা জানি তা হলো, আয়রেসের শো যে সময়ে হওয়ার কথা ছিল তা অজানা কারণেই পরিবর্তন করা হয়েছিল। তবে আমরা এই মুহূর্তে ওই অনুষ্ঠানে থাকা লোকেদের সঙ্গে যোগাযোগ করছি কীভাবে ঘটনাটি ঘটল তা পরিষ্কার হতে। সব তথ্য সংগ্রহ করে আমরা একটি বিবৃতিতে যা আমরা প্রকাশ করব।’ সূত্র: ব্রাজিলিয়ান টাইমস

[৮] আয়রেস সাসাকি ব্রাজিলের উত্তরাঞ্চলীয় শহর বেলেমে দুর্দান্ত গিটার বাজানো ও তার অতুলনীয় গানের জন্য বেশ পরিচিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়