শিরোনাম
◈ বিসিবি ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বাড়াচ্ছে ◈ খালেদা জিয়া আগের যে কোনও সময়ের চেয়ে অনেক ভালো আছেন : ডা. জাহিদ হোসেন ◈ নির্বাচনের মাঠে কোন দল কী অবস্থানে ◈ শাপলা চত্বর ও গণজাগরণ মঞ্চ নিয়ে প্রেস সচিব শফিকুল আলমের স্ট্যাটাস ◈ তৃতীয় ধাপে প্রাথমিকে নির্বাচিত ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা ◈ সংশোধিত এডিপি অনুমোদন, ব্যয় কমল ৪৯ হাজার কোটি টাকা ◈ বাংলাদেশে প্রতিশোধমূলক সহিংসতা তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জাতিসংঘের প্রতিবেদন: ফলকার টুর্ক ◈ রমজানের শুভেচ্ছা বার্তায় যা বললেন ট্রাম্প ◈ সাংবাদিক জিল্লুর রহমানের অভিযোগের জবাব দিলেন হাসনাত আব্দুল্লাহ ◈ নুরুল হক নুরের নতুন দলে যোগ দেওয়া প্রসঙ্গ, যা বলল গণ অধিকার পরিষদ

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৪, ০৬:১৬ বিকাল
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোটা আন্দোলন নিয়ে সরব কলকাতার স্বস্তিকা

শিমুল চৌধুরী ধ্রুব: [২] কোটা সংস্কারের দাবি নিয়ে সারাদেশে বেশ কিছুদিন ধরেই টানা আন্দোলন চলছে। ইতোমধ্যে আন্দোলনরতদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন চলচ্চিত্রশিল্পী, অভিনেতা-অভিনেত্রীসহ সর্বস্তরের মানুষ। একাত্মতা পোষণ করছেন দেশের বাইরের তারকারাও।

[৩] এবার কোটা আন্দোলন নিয়ে ফেসবুকে দীর্ঘ লেখা পোস্ট করেছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী। সঙ্গে একটি ফটোকার্ড পোস্ট করেছেন তিনি।

[৪] বৃহস্পতিবার (১৮ জুলাই) আবেগঘন এক পোস্টে স্বস্তিকা লেখেন, ‘প্রায় এক মাস হলো আমি নিজের দেশে নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের খবরের চ্যানেলে তৃতীয় বিশ্বের কোনো খবরই তেমন একটা চলে না। আর আমি খুব একটা ফোনের পোকা নই তাই এত খারাপ একটা খবর কানে আসতে দেরি হলো।’

[৫] চলতি বছরেই ঢাকায় এসেছিলেন স্বস্তিকা। সেই স্মৃতি হাতড়ে তিনি বর্তমান সময় নিয়ে লেখেন, ‘এই তো কয়েক মাস আগে বাংলাদেশ গেলাম, খুব ইচ্ছে ছিলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যাওয়ার। চারুকলা যাওয়ার সৌভাগ্য হয়েছিল, জীবনের একটা স্মরণীয় দিন হয়ে থাকবে। প্রতিবার আসি, ব্যস্ততায় যাওয়া হয়না, মা’ও খুব যেতে চাইতেন বাংলাদেশ, নিয়ে যাওয়া হয়নি, কিন্তু আজ একটা ভিডিও দেখলাম, গুলির ধোঁয়া। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা আক্রান্ত। ছাত্র বয়স গেছে সেই কবে, তবে জাহাঙ্গীরনগর আর আমার যাদবপুর খুব কাছাকাছি। কাঠগোলাপের গাছ গুলিও কেমন এক রকম। এক রকম আকাশের মেঘ, গুলিও। কেবল আজ ওখানে বারুদের গন্ধ।’

[৬] নিজের অস্থিরতা প্রকাশ করে এই অভিনেত্রী আরও লেখেন, ‘আজ, অস্থির লাগছে। আমিও তো সন্তানের জননী। আশা করব বাংলাদেশ শান্ত হবে। অনেকটা দূরে আছি, এই প্রার্থনা টুকুই করতে পারি। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো-সেই আমাদের আলো, আলো হোক, ভাল হোক সকলে।’

এসসিডি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়