শিরোনাম
◈ লক্ষ্মীপুরে আ স ম রবকে সহযোগিতার নির্দেশ, বিএনপির তৃণমূলে ক্ষোভ ◈ বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা ও সমাবেশের অধিকার থাকা উচিত : ছাত্রলীগ নেতা–কর্মীদের গ্রেপ্তার নিয়ে প্রশ্নে যুক্তরাষ্ট্র ◈ কুমিল্লায়  সরকারি জমি, কবরস্থান দখল করে সাবেক পিপি ও আ’লীগ নেতার এতিমখানা নির্মাণ! ◈ পত্রিকা পড়ে তো আমি শান্তর ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবো না: বিসিবি সভাপতি ◈ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে মিজানুর রহমান আজহারীর স্ট্যাটাস ◈ গণহত্যা মামলা: কারাগারে পুলিশ কর্মকর্তা জসিম ◈ খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ৩ ইউপিডিএফ কর্মী নিহত, অবরোধের ডাক ◈ ঠাকুরগাঁওয়ে মন্দিরে ১৪৪ ধারা জারি ◈ হাসিনার আমলে বাংলাদেশে ঢুকলে ফিরিয়ে দিত, এই সরকার কঠোর আচরণ করছে : ভারতীয় জেলেদের সংবাদ সম্মেলন ◈ ৩৫ প্রত্যাশীরা ফের আন্দোলনে, পুলিশের লাঠিচার্জ-জলকামানে ছত্রভঙ্গ

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৪, ০৬:১৬ বিকাল
আপডেট : ০৬ অক্টোবর, ২০২৪, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোটা আন্দোলন নিয়ে সরব কলকাতার স্বস্তিকা

শিমুল চৌধুরী ধ্রুব: [২] কোটা সংস্কারের দাবি নিয়ে সারাদেশে বেশ কিছুদিন ধরেই টানা আন্দোলন চলছে। ইতোমধ্যে আন্দোলনরতদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন চলচ্চিত্রশিল্পী, অভিনেতা-অভিনেত্রীসহ সর্বস্তরের মানুষ। একাত্মতা পোষণ করছেন দেশের বাইরের তারকারাও।

[৩] এবার কোটা আন্দোলন নিয়ে ফেসবুকে দীর্ঘ লেখা পোস্ট করেছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী। সঙ্গে একটি ফটোকার্ড পোস্ট করেছেন তিনি।

[৪] বৃহস্পতিবার (১৮ জুলাই) আবেগঘন এক পোস্টে স্বস্তিকা লেখেন, ‘প্রায় এক মাস হলো আমি নিজের দেশে নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের খবরের চ্যানেলে তৃতীয় বিশ্বের কোনো খবরই তেমন একটা চলে না। আর আমি খুব একটা ফোনের পোকা নই তাই এত খারাপ একটা খবর কানে আসতে দেরি হলো।’

[৫] চলতি বছরেই ঢাকায় এসেছিলেন স্বস্তিকা। সেই স্মৃতি হাতড়ে তিনি বর্তমান সময় নিয়ে লেখেন, ‘এই তো কয়েক মাস আগে বাংলাদেশ গেলাম, খুব ইচ্ছে ছিলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যাওয়ার। চারুকলা যাওয়ার সৌভাগ্য হয়েছিল, জীবনের একটা স্মরণীয় দিন হয়ে থাকবে। প্রতিবার আসি, ব্যস্ততায় যাওয়া হয়না, মা’ও খুব যেতে চাইতেন বাংলাদেশ, নিয়ে যাওয়া হয়নি, কিন্তু আজ একটা ভিডিও দেখলাম, গুলির ধোঁয়া। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা আক্রান্ত। ছাত্র বয়স গেছে সেই কবে, তবে জাহাঙ্গীরনগর আর আমার যাদবপুর খুব কাছাকাছি। কাঠগোলাপের গাছ গুলিও কেমন এক রকম। এক রকম আকাশের মেঘ, গুলিও। কেবল আজ ওখানে বারুদের গন্ধ।’

[৬] নিজের অস্থিরতা প্রকাশ করে এই অভিনেত্রী আরও লেখেন, ‘আজ, অস্থির লাগছে। আমিও তো সন্তানের জননী। আশা করব বাংলাদেশ শান্ত হবে। অনেকটা দূরে আছি, এই প্রার্থনা টুকুই করতে পারি। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো-সেই আমাদের আলো, আলো হোক, ভাল হোক সকলে।’

এসসিডি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়