শিরোনাম
◈ গণহত্যা মামলা: কারাগারে পুলিশ কর্মকর্তা জসিম ◈ খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ৩ ইউপিডিএফ কর্মী নিহত, অবরোধের ডাক ◈ ঠাকুরগাঁওয়ে মন্দিরে ১৪৪ ধারা জারি ◈ গ্রাহকরা টাকা না পেয়ে ন্যাশনাল ব্যাংকে দিলেন তালা  ◈ হাসিনার আমলে বাংলাদেশে ঢুকলে ফিরিয়ে দিত, এই সরকার কঠোর আচরণ করছে : ভারতীয় জেলেদের সংবাদ সম্মেলন ◈ ৩৫ প্রত্যাশীরা ফের আন্দোলনে, পুলিশের লাঠিচার্জ-জলকামানে ছত্রভঙ্গ ◈ দুইটি হজ প্যাকেজের খরচ এর বিষয় যা জানাগেল ◈ রাজনীতিবিদ ছাড়া সংস্কার সফল হতে পারে না : মির্জা ফখরুল ◈ অন্তর্বর্তী সরকারে বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের প্রভাব : ডয়চে ভেলে প্রতিবেদন ◈ প্রধান উপদেষ্টাকে ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগদানের আমন্ত্রণ

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৪, ০৮:০৫ রাত
আপডেট : ২৯ অক্টোবর, ২০২৪, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোংরা রাজনীতির নামে রক্তপাত বন্ধ হোক: চঞ্চল চৌধুরী

শিমুল চৌধুরী ধ্রুব: [২] কোটা সংস্কার আন্দোলনে উত্তাল সারাদেশ। ঢাকাসহ সারাদেশের বিভিন্ন জেলায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত সোমবার থেকে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত-জখম হয়েছে অনেকে; মঙ্গলবার রাত পর্যন্ত কয়েকজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। যার ছবি-ভিডিও মুহূর্তের মধ্যেই ঝড় তোলে ইন্টারনেট দুনিয়ায়। এতে নিন্দা জানাচ্ছেন সাধারণ মানুষ।

[৩] সামাজিক মাধ্যমে আন্দোলনকারীদের শরীর থেকে রক্ত ঝরতে দেখে অন্য সবার মতই বিষাদের দাগ লাগে তারকাদের মনেও। তাই তো সহিংসতার পথ পরিহারের আহ্বান জানিয়েছেন শিল্পীরা। ইতোমধ্যে এ বিষয়ে কথা বলেছেন বিভিন্ন চলচ্চিত্রশিল্পী, অভিনেতা-অভিনেত্রী, ইউটিউবার ইনফ্লুয়েন্সারসহ সংগীত শিল্পীরাও। এবার বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করলেন অভিনেতা চঞ্চল চৌধুরী।

[৪] সমসাময়িক এই উত্তেজনা দেখে শোকাহত চঞ্চল চৌধুরী। হামলার প্রতিবাদ জানিয়ে সামাজিক মাধ্যমে কালো প্রতিকী ছবি যোগ করেন। সেখানে চঞ্চল লেখেন, ‘পেশাগত কাজে প্রায় বিশ দিন আমেরিকা থাকার পর গতকাল রাতে ঢাকায় ফিরেছি। সেখানে বসে এই কয়দিন নিউজগুলো দেখে হতবাক হয়েছি... হয়েছি শোকাহত!’

[৫] সেই পোস্টে কিছু প্রশ্নও ছোঁড়েন চঞ্চল। লেখেন, ‘সমাধানের অন্য কোন পথ কি খোলা ছিলো না? গুলি কেন করতে হলো? বুকের রক্ত না ঝড়িয়ে সুষ্ঠু সমাধান করা যেতো না?’

[৬] রাজনীতির নামে রক্তপাত বন্ধের আহ্বান জানিয়ে চঞ্চল চৌধুরী আরও লেখেন, ‘যা ঘটে গেলো এটা যেমন মোটেও কাক্সিক্ষত নয়, বিষয়টা তেমনি হৃদয়বিদারক, মর্মান্তিক এবং সভ্যতা বর্হিভূত! আমি খুব সাধারণ একজন মানুষ এবং অভিভাবক হিসেবে রাজনীতির এত এত কঠিন কৌশল বুঝিনা! শুধু একটা প্রশ্ন বুঝি, তরুণ তাজা যে প্রাণগুলো অকালে ঝড়ে গেল, তার দায় কে নেবে? যে মায়ের বুক খালি হলো, তার আর্তনাদ কি কোনো জনমে শেষ হবে? হায়রে দুর্ভাগা দেশ! নোংরা রাজনীতির নামে এই রক্তপাত বন্ধ হোক!’

[৭] বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কথা বলেছেন চিত্রনায়িকা পরীমণি, শাকিব খান, বুবলি, অপু বিশ্বাস, পূজা চেরি, মোস্তফা সরওয়ার ফারুকী, জিয়াউল হক অপূর্ব, নিলয় আলমগীর, সাবিলা নূর, সাদিয়া আয়মান, সুমন আনোয়ার, আশফাক নিপুণ, ইউটিউবার ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদির, অভিনেত্রী রুকাইয়া জাহান চমক, ও কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরী, সংগীতশিল্পী তাসরিফ আহমেদ, ইফতেখার রাফসানসহ অনেকে।

এসসিডি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়