শিরোনাম
◈ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঢাকা সিটি কলেজে, অনিশ্চয়তায় ১১ হাজার শিক্ষার্থী ◈ মহিষের বীর্য বিক্রি করে মাসে আয় ৭ লাখ টাকা! ◈ আজিমপুরে দিনেদুপুরে ডাকাতি করতে ঢুকে মালামালের সঙ্গে শিশুকেও নিয়ে গেল দুর্বৃত্তরা ◈ দুই ম্যাচ হাতে রেখেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জিতলো ইংল্যান্ড ◈ শিল্পাঞ্চলসমূহে সেনাবাহিনীর নাম ব্যবহার করে প্রতারণা ◈ শেখ হাসিনার বক্তব্যে অস্বস্তিতে সরকার ও রাজনৈতিক দলগুলো, জবাব চাওয়া হলে উত্তর মেলেনি ◈ বক্তব্য প্রত্যাহার করেছেন নুরুল হক নুর ◈ ১৫ বছরের শাসনকে কয়েক সপ্তাহে মোকাবিলা করা সহজ নয়: আসিফ নজরুল ◈ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ, কী পদক্ষেপ নিচ্ছে সরকার? ◈ ফেসবুকে ‘হারপিক’ নিয়ে তোলপাড়, জানা গেল কারণ

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২৪, ০৪:৫১ দুপুর
আপডেট : ১০ নভেম্বর, ২০২৪, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জওয়ানের ঘাড়ে নিশ্বাস ফেলছে ‘কল্কি’র রেকর্ড

শিমুল চৌধুরী ধ্রুব: [২] মুক্তির পর দুই সপ্তাহ পেরিয়ে গেলেও ‘কল্কি ২৮৯৮ এডি’র সাফল্যের পতাকা উড়ছেই। বক্স অফিসে প্রভাস-দীপিকা অভিনীত সিনেমাটির ঝড় থামছেই না। মুক্তির ১৫তম দিনে এসে নতুন রেকর্ড গড়েছে সিনেমাটি। সূত্র: হিন্দুস্তান টাইমস

[৩] জানা গেছে, মুক্তির ১৫ দিনে বিশ্বব্যাপী বক্স অফিসে এক হাজার কোটি রুপি আয়ের মাইলফলক গড়েছে ‘কল্কি ২৮৯৮ এডি’। বাণিজ্য বিশ্লেষক রমেশ বালাও সামাজিক মাধ্যম এক্সে এ খবর জানিয়েছেন।

[৪] বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের রিপোর্ট অনুসারে, কল্কি ১৫তম দিনে ভারতে আয় করেছে ৬.৩৫ কোটি রুপি। ১৫ দিনে ভারতে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৫৪৩ কোটি রুপি। যার মধ্যে তেলেগু ভার্সনে ২৫৩ কোটি এবং হিন্দি ভার্সনে ২৩২ কোটি আয় করেছে এটি।

[৫] ইতোমধ্যে ভারতীয় বক্স অফিসে সানি দেওলের ‘গাদার ২’-এর আয় ছাড়িয়েছে এটি এবং শাহরুখ খানের ‘পাঠান’-কে টপকে যাওয়ার দৌড়ে আছে। ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ আয়ের তালিকায় ‘পাঠান’ (৫৪৩ কোটি) ও ‘গাদার ২’ (৫২৫ কোটি) জায়গা করে নিয়েছে গত বছর মুক্তি পেয়ে। কল্কি ‘গাদার ২’-কে টপকে গেছে। এখন সামনে শাহরুখ খানের ‘পাঠান’ ও ‘জওয়ান।’ ইতোমধ্যেই শাহরুখের পাঠানের সমান পর্যায়ে এসে পৌঁছে গেছে প্রভাসের কল্কি। বিশ্লেষকদের মতে, পাঠানকে টপকে শিগগিরই জওয়ানের ঘাড়ে নিশ্বাস ফেলতে যাচ্ছে সিনেমাটি।

[৬] ‘কল্কি’ তেলেগু, তামিল, মালয়ালম, কন্নড় ও হিন্দি ভাষায় মুক্তি পেয়েছে। সিনেমায় প্রভাসকে ভৈরব নামের একটি চরিত্রে অভিনয় করতে দেখা যায় এবং দীপিকাকে ‘এসইউ-এম৮০’ ওরফে সুমতি নামের এক অন্তঃসত্ত্বা নারীর ভূমিকায় দেখা গেছে। অমিতাভ অশ্বত্থামার চরিত্রে ও কমল হাসানকে দেখা গেছে সুপ্রিম ইয়াসকিনের চরিত্রে। এই ছবিতে আরও রয়েছেন দিশা পাটানি ও শাশ্বত চট্টোপাধ্যায়।

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়