শিরোনাম
◈ লক্ষ্মীপুরে আ স ম রবকে সহযোগিতার নির্দেশ, বিএনপির তৃণমূলে ক্ষোভ ◈ বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা ও সমাবেশের অধিকার থাকা উচিত : ছাত্রলীগ নেতা–কর্মীদের গ্রেপ্তার নিয়ে প্রশ্নে যুক্তরাষ্ট্র ◈ কুমিল্লায়  সরকারি জমি, কবরস্থান দখল করে সাবেক পিপি ও আ’লীগ নেতার এতিমখানা নির্মাণ! ◈ পত্রিকা পড়ে তো আমি শান্তর ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবো না: বিসিবি সভাপতি ◈ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে মিজানুর রহমান আজহারীর স্ট্যাটাস ◈ গণহত্যা মামলা: কারাগারে পুলিশ কর্মকর্তা জসিম ◈ খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ৩ ইউপিডিএফ কর্মী নিহত, অবরোধের ডাক ◈ ঠাকুরগাঁওয়ে মন্দিরে ১৪৪ ধারা জারি ◈ হাসিনার আমলে বাংলাদেশে ঢুকলে ফিরিয়ে দিত, এই সরকার কঠোর আচরণ করছে : ভারতীয় জেলেদের সংবাদ সম্মেলন ◈ ৩৫ প্রত্যাশীরা ফের আন্দোলনে, পুলিশের লাঠিচার্জ-জলকামানে ছত্রভঙ্গ

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৪, ১০:৪৬ রাত
আপডেট : ২২ অক্টোবর, ২০২৪, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে মাত্র একটি হলে চলছে ‘তুফান’

শিমুল চৌধুরী ধ্রুব: [২] দেশের প্রেক্ষাগৃহে তাণ্ডব চালানো শাকিব খানের ‘তুফান’ একটা বড়সড় ধাক্কা খেলো আরেক বাংলা সিনেমার শহরে। গত ৫ই জুলাই ভারতে মুক্তি পায় ‘তুফান’। সেখানে প্রেক্ষাগৃহে ঝড় তুলতে পারেনি ছবিটি। ফলে দর্শকশূণ্যতায় এখন ছবিটির পর্দা নামিয়ে ফেলেছেন কলকাতার হল মালিকেরা।

[৩] শুরু থেকেই ঢাকার হলগুলোর তুলনায় কলকাতায় পুরো উল্টো চিত্র দেখা যায় বলে জানায় ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার। সারা পশ্চিম বাংলায় শুধুমাত্র একটি প্রেক্ষাগৃহে চলছে ছবিটি। ‘তুফান’ ছবি এক সপ্তাহের বেশি হলে চালানো সম্ভব না জানিয়ে কলকাতার হল মালিকরা বলছেন, বাংলাদেশে শাকিব খান জনপ্রিয়তার শিখরে থাকলেও কলকাতায় তার ভক্তের সংখ্যা নগণ্য। যেখানে প্রসেনজিৎ, দেব, জিতের ছবিই দর্শক ধরতে পারে না, সেখানে শাকিব অনেক দূরের কথা।

[৪] এসভিএফ প্রযোজনা সংস্থা ভারতের ৪৫টিরও বেশি সিনেমা হলে মুক্তি দেয় সিনেমাটি। এই মুহূর্তে শুধু দক্ষিণ ২৪ পরগনার একটি হলে চলছে ছবিটি; বাকি প্রেক্ষাগৃহগুলোতে নামিয়ে ফেলা হয়েছে।

[৫] এর আগে, স্যাকনিল্ক-এর রিপোর্টে বলা হয়েছিল, ভারতে প্রথম পাঁচ দিনে এই ছবির ব্যবসা দাঁড়িয়েছিল মাত্র ৭ লাখ টাকা। কিন্তু বাকি দুইদিনে এমন দর্শকখরায় ১০ লাখের গণ্ডি পার করতে পেরেছে কী না, তা এখন বোঝা দায়।

[৬] তবে ভারতের হিসাব বাদ রাখলে দুবাই, বাহরাইন, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, সিঙ্গাপুরসহ বেশকিছু দেশে তুফান দারুণ সাড়া পেয়েছে। এছাড়াও পরিচালক রায়হান রাফী এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, বড় বাজেটের এই ছবিটি বাংলাদেশে ১০-১৫ দিনের মধ্যেই টাকা উঠিয়ে নিয়েছে।

এসসিডি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়