শিরোনাম
◈ রাজধানীর শ্যামপুর থানা ছাত্রলীগের সভাপতি রনি গ্রেফতার ◈ টাকা না পেয়ে ন্যাশনাল ব্যাংকে তালা দিলেন গ্রাহকরা ◈ দেখে মনে হয় স্কুল পড়ুয়া কিশোর, বয়স ২২, করেন মাদক ব্যবসা ◈ ৭ কলেজ শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে যা বললেন শিক্ষা উপদেষ্টা ◈ চার ঘণ্টা করে ট্রাফিকের দায়িত্বে থাকবে ৭০০ যুবক: উপদেষ্টা আসিফ (ভিডিও) ◈ ‘তোমরা রাস্তা বন্ধ করবা, আমরা কি আঙ্গুল চুষবো’ সাধারণ মানুষের আবেগেরই বহিঃপ্রকাশ (ভিডিও) ◈ শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনূস ◈ অলিম্পিক ক্রিকেট সরে যাচ্ছে নিউ ইয়র্কে ◈ শান্তকে টেস্ট ও ওয়ানডেতে রেখে টি-টোয়েন্টিতে সোহানকে অধিনায়ক করা য়ায়: আশরাফুল ◈ বিদ্যুৎ, পানি এবং অন্যান্য অবকাঠামো প্রকল্পের ক্ষেত্রে দিল্লির সমর্থনের অভাব রয়েছে : ড. ইউনূস

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৪, ১০:৪৬ রাত
আপডেট : ২২ অক্টোবর, ২০২৪, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে মাত্র একটি হলে চলছে ‘তুফান’

শিমুল চৌধুরী ধ্রুব: [২] দেশের প্রেক্ষাগৃহে তাণ্ডব চালানো শাকিব খানের ‘তুফান’ একটা বড়সড় ধাক্কা খেলো আরেক বাংলা সিনেমার শহরে। গত ৫ই জুলাই ভারতে মুক্তি পায় ‘তুফান’। সেখানে প্রেক্ষাগৃহে ঝড় তুলতে পারেনি ছবিটি। ফলে দর্শকশূণ্যতায় এখন ছবিটির পর্দা নামিয়ে ফেলেছেন কলকাতার হল মালিকেরা।

[৩] শুরু থেকেই ঢাকার হলগুলোর তুলনায় কলকাতায় পুরো উল্টো চিত্র দেখা যায় বলে জানায় ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার। সারা পশ্চিম বাংলায় শুধুমাত্র একটি প্রেক্ষাগৃহে চলছে ছবিটি। ‘তুফান’ ছবি এক সপ্তাহের বেশি হলে চালানো সম্ভব না জানিয়ে কলকাতার হল মালিকরা বলছেন, বাংলাদেশে শাকিব খান জনপ্রিয়তার শিখরে থাকলেও কলকাতায় তার ভক্তের সংখ্যা নগণ্য। যেখানে প্রসেনজিৎ, দেব, জিতের ছবিই দর্শক ধরতে পারে না, সেখানে শাকিব অনেক দূরের কথা।

[৪] এসভিএফ প্রযোজনা সংস্থা ভারতের ৪৫টিরও বেশি সিনেমা হলে মুক্তি দেয় সিনেমাটি। এই মুহূর্তে শুধু দক্ষিণ ২৪ পরগনার একটি হলে চলছে ছবিটি; বাকি প্রেক্ষাগৃহগুলোতে নামিয়ে ফেলা হয়েছে।

[৫] এর আগে, স্যাকনিল্ক-এর রিপোর্টে বলা হয়েছিল, ভারতে প্রথম পাঁচ দিনে এই ছবির ব্যবসা দাঁড়িয়েছিল মাত্র ৭ লাখ টাকা। কিন্তু বাকি দুইদিনে এমন দর্শকখরায় ১০ লাখের গণ্ডি পার করতে পেরেছে কী না, তা এখন বোঝা দায়।

[৬] তবে ভারতের হিসাব বাদ রাখলে দুবাই, বাহরাইন, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, সিঙ্গাপুরসহ বেশকিছু দেশে তুফান দারুণ সাড়া পেয়েছে। এছাড়াও পরিচালক রায়হান রাফী এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, বড় বাজেটের এই ছবিটি বাংলাদেশে ১০-১৫ দিনের মধ্যেই টাকা উঠিয়ে নিয়েছে।

এসসিডি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়