রাশিদ রিয়াজ : সামিরা করিমি পরিচালিত ইরানি শর্ট ফিল্ম ‘সিসিটিভি’ ইতালিতে ১ থেকে ৬ জুলাই অনুষ্ঠিত ডিসিমিনুটি ফিল্ম ফেস্টিভ্যালে (ডিএফএফ) সেরা চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে।
২০২৩ সালে নির্মিত চলচ্চিত্রটিতে হাই স্কুলের দুই মেয়ের ঘটনা দেখানো হয়েছে। তারা স্কুলের সিসিটিভি ক্যামেরা থেকে ফুটেজ মুছে ফেলার সিদ্ধান্ত নেয় কিন্তু শেষ পর্যন্ত স্কুলে আটকে পড়ে। খবর ইলনার
১০ মিনিটের এই ছবিটিতে অন্যান্যদের মধ্যে অভিনয় করেছেন পার্নিয়া লার্নি, পারিসা হাবিবি, নেগার তাহেরি, মেহরি সাদাত আল আঘা, আভিশান সেদঘি এবং আলিরেজা মাহাবাদী।
পাঁচটি মহাদেশের ৬৪টি দেশ থেকে মোট ৭৭৩টি শর্ট ফিল্ম এবছরের উৎসবে অংশ নেয়।
‘সিসিটিভি’ চিলি, ফ্রান্স, নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া, আইসল্যান্ড, জর্জিয়া, ইতালি, মেক্সিকো, স্পেন, ইউক্রেন, তাইওয়ান এবং তুরস্কের চলচ্চিত্রের সাথে প্রতিযোগিতা করে।
সূত্র: তেহরান টাইমস
আপনার মতামত লিখুন :