শিরোনাম
◈ রাজধানীর শ্যামপুর থানা ছাত্রলীগের সভাপতি রনি গ্রেফতার ◈ টাকা না পেয়ে ন্যাশনাল ব্যাংকে তালা দিলেন গ্রাহকরা ◈ দেখে মনে হয় স্কুল পড়ুয়া কিশোর, বয়স ২২, করেন মাদক ব্যবসা ◈ ৭ কলেজ শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে যা বললেন শিক্ষা উপদেষ্টা ◈ চার ঘণ্টা করে ট্রাফিকের দায়িত্বে থাকবে ৭০০ যুবক: উপদেষ্টা আসিফ (ভিডিও) ◈ ‘তোমরা রাস্তা বন্ধ করবা, আমরা কি আঙ্গুল চুষবো’ সাধারণ মানুষের আবেগেরই বহিঃপ্রকাশ (ভিডিও) ◈ শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনূস ◈ অলিম্পিক ক্রিকেট সরে যাচ্ছে নিউ ইয়র্কে ◈ শান্তকে টেস্ট ও ওয়ানডেতে রেখে টি-টোয়েন্টিতে সোহানকে অধিনায়ক করা য়ায়: আশরাফুল ◈ বিদ্যুৎ, পানি এবং অন্যান্য অবকাঠামো প্রকল্পের ক্ষেত্রে দিল্লির সমর্থনের অভাব রয়েছে : ড. ইউনূস

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৪, ০৮:১৯ রাত
আপডেট : ২৯ অক্টোবর, ২০২৪, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তমাকে কবে বিয়ে করছেন রাফি?

শিমুল চৌধুরী ধ্রুব: [২] পরিচালক রায়হান রাফি ও তমা মির্জার প্রেমের গুঞ্জন বেশ কিছুদিন ধরে। তাদের ফেসবুক পোস্ট থেকে শুরু করে নানা মন্তব্যে সেই আলামতই মেলে। তবে বিষয়টি নিয়ে দুজনের কেউই অফিশিয়ালি মন্তব্য করেননি। আবার নেটিজেনদের একাংশ মনে করছে, তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক। আবার কেউ বলছে, বন্ধুত্বের থেকেও বেশি কিছু তাদের মধ্যে!

[৩] প্রেমের সম্পর্ক রয়েছে কি না- এ বিষয়ে গত আগস্টে পরিচালক রায়হান রাফি জানিয়েছিলেন, সাধারণত নায়ক-নায়িকা জুটি হয়। সেদিক থেকে পরিচালক-নায়িকার জুটি হওয়াও ভালো। এতে বরং ভালো ভালো কাজ হবে। আমরা তো ভালো বন্ধু।

[৪] ওই দিন পাশে থাকা অভিনেত্রী তমা মির্জা ‘প্রেমের গুঞ্জন’ নিয়ে কথা বলেন। বলেন, ‘রাফি আমার অনেক ভালো বন্ধু। আমার খারাপ সময়ে পাশে ছিল সে। আবার ভালো সময়েও পাশে থাকে। বন্ধুত্ব কখনো শেষ হয় না, সারা জীবন থাকে।’

[৫] তবে এর মধ্যে খবর বেড়িয়েছে দুজন বিয়েও করতে যাচ্ছেন। আসলেই কি তাই? ভারতের পশ্চিমবঙ্গে তার পরিচালিত ছবি ‘তুফান’ মুক্তি পেয়েছে। সেখানকার গণমাধ্যমে ‘তুফান’ নিয়ে কথা বলার পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়েও কথা বলেছেন। শেষমেশ তাকে প্রশ্ন করা হয়েছিল বিয়ে প্রসঙ্গে।

[৬] জানতে চাওয়া হয়, ‘আপনি নাকি অভিনেত্রী তমা মির্জাকে চলতি বছরে বিয়ে করছেন? জবাবে রায়হান রাফি বলেন, ‘এখনো এ রকম কোনো পরিকল্পনা নেই। আরো কয়েকটা হিট ছবি পরিচালনা করি। তারপর বিয়ে নিয়ে ভাবা যাবে (হাসি)।’

[৭] উল্লেখ্য, গেল ঈদে মুক্তি পেয়েছে রায়হান রাফি পরিচালিত সিনেমা ‘তুফান’। সেটি দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের নানা দেশে ব্যবসা করছে। পাশাপাশি মুক্তি পেয়েছে ভারতের পশ্চিমবঙ্গেও। ছবিটির প্রচারণা করতে গিয়েই মূলত গণমাধ্যমের মুখোমুখি হন এই পরিচালক।

এসসিডি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়