শিরোনাম
◈ অবৈধভাবে ভারত থেকে ফেরার চেষ্টা, ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে দুই তরুণী আটক ◈ পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে গুলি, নিহত ৪২ ◈ রাজধানীর তুরাগে মা ও মেয়ের ওপর অ্যাসিড ছুড়লো ছিনতাইকারী ◈ আর্জেন্টিনা ৭-১ গোলে ইকুয়েডরকে, কলম্বিয়া একই ব্যবধানে বলিভিয়াকে হারালো ◈ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু ১ ডিসেম্বর ◈ বাজারে শীতের পর্যপ্ত সবজি, কমেনি দাম, মাছ-মাংসের দামও চড়া ◈ কালীগঞ্জে মাদক ব্যবসায়ীর বাড়িতে যৌথ বাহিনীর অভিযানে ভেজা ইয়াবাসহ ৩ নারী আটক  ◈ দুঃসহ স্মৃতি নিয়ে বাংলাদেশ রাতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে  ◈ সাকিব ভালো বোলিং করলেও হেরেছে তার দল বাংলা টাইগার্স  ◈ পাকিস্তান দলের দরজা সবসময় খোলা ফখর জামানের জন্য

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২৪, ০৩:৫৪ দুপুর
আপডেট : ২১ নভেম্বর, ২০২৪, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিয়ের এক বছর না যেতেই মারা গেছেন মাইক

শিমুল চৌধুরী ধ্রুব: [২] যুক্তরাষ্ট্রের টেলিভিশন সিরিজের অভিনেতা মাইক হেসলিন মাত্র ত্রিশ বছর বয়সে মারা গেছেন।  ২ জুলাই হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ‘লায়োনেস’, ‘দ্য হলিডে প্রপোজাল প্ল্যান’সহ বহু জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছেন তরুণ এই অভিনেতা। সূত্র: নিউ ইয়র্ক টাইমস

[৩] হেসলিনের দাম্পত্যসঙ্গী স্কটি ডায়নামো ইনস্টাগ্রামে এ খবর জানিয়ে লিখেছেন, ‘হেসলিন হৃদরোগে আক্রান্ত হওয়ার পর প্রায় এক সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। অনেক চেষ্টাতেও ফেরানো সম্ভব হয়নি। মরণোত্তর অঙ্গদান করে গেছেন মাইক। তার অঙ্গে জীবন বাঁচবে চারজন ব্যক্তির।’

[৪] ওই পোস্টে মাইকের সঙ্গে কিছু স্থিরচিত্র শেয়ার করেছেন স্কটি। যেখানে দেখা গেছে, গত নভেম্বরে তাদের বিয়ের মুহূর্তও। ডায়নামো বলেন, ‘প্রতিভাবান এবং নিঃস্বার্থ স্বভাবের হেসলিন ছিলেন আমার সবচেয়ে কাছের মানুষ। তবে সে যথেষ্ট সুস্থ সবল একজন মানুষ ছিলেন। হঠাৎ করে কেন এমন হলো সেই ব্যাখ্যা চিকিৎসকরা এখনো দিতে পারেননি।’

[৫] হেসলিন কেবল অভিনেতাই ছিলেন না, পরিচালক, প্রযোজক ও লেখক হিসেবেও পরিচিত ছিলেন। ‘দ্য ইনফ্লুয়েন্সারস’ নামের একটি সিরিজ নির্মাণ করেছেন হেসলিন। এছাড়া প্যারামাউন্ট প্লাসের ‘লায়নেস’ ও লাইফ টাইমের ‘দ্য হলিডে প্রপোজাল প্ল্যান’ সিরিজের অভিনয় করে খ্যাতি পেয়েছেন তিনি। সূত্র: পেজ সিক্স

[৬] ‘ইয়ংগার’, ‘দ্য ইনফ্লুয়েন্সার’, ‘সেভেন ডেডলি সিনস’ এবং ‘ইউ আর নেভার অ্যালোন’র মতো জনপ্রিয় টিভি সিরিজে দেখা গেছে হেসলিনকে। ওই অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে হলিউড অঙ্গনে।

এসসিডি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়