শিরোনাম
◈ অবৈধভাবে ভারত থেকে ফেরার চেষ্টা, ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে দুই তরুণী আটক ◈ পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে গুলি, নিহত ৪২ ◈ রাজধানীর তুরাগে মা ও মেয়ের ওপর অ্যাসিড ছুড়লো ছিনতাইকারী ◈ আর্জেন্টিনা ৭-১ গোলে ইকুয়েডরকে, কলম্বিয়া একই ব্যবধানে বলিভিয়াকে হারালো ◈ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু ১ ডিসেম্বর ◈ বাজারে শীতের পর্যপ্ত সবজি, কমেনি দাম, মাছ-মাংসের দামও চড়া ◈ কালীগঞ্জে মাদক ব্যবসায়ীর বাড়িতে যৌথ বাহিনীর অভিযানে ভেজা ইয়াবাসহ ৩ নারী আটক  ◈ দুঃসহ স্মৃতি নিয়ে বাংলাদেশ রাতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে  ◈ সাকিব ভালো বোলিং করলেও হেরেছে তার দল বাংলা টাইগার্স  ◈ পাকিস্তান দলের দরজা সবসময় খোলা ফখর জামানের জন্য

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২৪, ১১:১২ রাত
আপডেট : ১৪ নভেম্বর, ২০২৪, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোটা আন্দোলন নিয়ে দেওয়া পোস্ট সরিয়ে ফেললেন ফারুকী

শিমুল চৌধুরী ধ্রুব: [২] কোটা সংস্কার আন্দোলন নিয়ে যখন উত্তাল সারাদেশ তখন শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন দেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। 

[৩] রোববার (৭ জুলাই) নিজের ফেসবুক অ্যাকাউন্টে কোটা সংস্কার আন্দোলন নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। তবে কিছুক্ষণ পরই ফেসবুক থেকে সেই লেখাটি সরিয়ে নেন এই নির্মাতা। 

[৪] ধারণা করা হচ্ছে, বিতর্ক এড়াতেই পোস্টটি মুছে দিয়েছেন তিনি। তবে ফারুকী স্ট্যাটাসটি ডিলিট করার আগেই ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে নির্মাতার কোটা আন্দোলন নিয়ে মন্তব্য। 

[৫] মুছে ফেলা সেই স্ট্যাটাসে ফারুকী লিখেছেন, ‘ঢালাও কোটার নামে মেধাহীন রাষ্ট্রব্যবস্থাকে উৎসাহ দেওয়া বন্ধ হোক। সমাজের অনগ্রসরদের জন্য ১০ ভাগ কোটা থাকতে পারে। তার জন্য ৫৬ ভাগ?’

[৬] আন্দোলনে সংহতি জানিয়ে এই নির্মাতা আরও লেখেন, ‘এই আন্দোলনে যারা আছো, তাদের সবার জন্য লাল সালাম। নিজের সুস্থতার জন্য অনলাইনে খুব বেশি থাকি না। সকল উত্তেজনা থেকে দূরে থাকার চেষ্টায় আছি। কিন্তু এই কথাগুলা না বললে ইতিহাসের কাছে অপরাধী থেকে যাবো। আমার মেয়েরা যখন বড় হবে, বলবে, বাবা যখন এইরকম একটা ব্যবস্থা করা হয়, তখন তোমরা কী করছিলে?’

[৭] প্রসঙ্গত, সরকারি চাকরিতে ৫৬ শতাংশ কোটা ছিল। এই কোটা সংস্কারের দাবিতে ২০১৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বড় ছাত্র আন্দোলন হয়। সেই আন্দোলনের মুখে ওই বছরের ৪ অক্টোবর সব ধরনের কোটা বাতিল করে পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর ফলে সরকারি চাকরিতে কোটাপদ্ধতি বাতিল হয়ে যায়।

[৮] তবে ২০২১ সালে সেই পরিপত্রের মুক্তিযোদ্ধা কোটা বাতিলের অংশটিকে চ্যালেঞ্জ করে কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তান উচ্চ আদালতে রিট করেন। সেই রিটের শুনানি শেষে গত ৫ জুন পরিপত্রের ওই অংশ অবৈধ ঘোষণা করেন আদালত। ফলে কোটা বহাল হয়ে যায়। এতে ক্ষুব্ধ হন শিক্ষার্থীরা। কোটা বাতিলের দাবিতে আবার রাস্তায় নামেন তারা। বিগত এক সপ্তাহ ধরে সারাদেশেই বিভিন্ন স্থানে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়