শিরোনাম
◈ ‘রাইজ ইন রেড’ কর্মসূচি নিয়ে আবারও রাস্তায় পলিটেকনিক শিক্ষার্থীরা ◈ ‘করোনাভাইরাস চীনের ল্যাবে তৈরি’ বলছে হোয়াইট হাউসের নতুন ওয়েবসাইট  ◈ বাংলাদেশ থেকে চলতি বছর হজে যাবেন ৮৭ হাজার জন, নেওয়া হচ্ছে যেসব ব্যবস্থা ◈ একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসাতে গণ-অভ্যুত্থান হয়নি: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ দেশের ৯ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝোড়ো বৃষ্টি হতে পারে ◈ ঢাকা বায়ুদূষণের শীর্ষে, যেসব পরামর্শ বিশেষজ্ঞদের ◈ ইন্টারপোলে হাসিনা-কাদেরসহ ১২ জনের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারির আবেদন ◈ রাখাইনের গেরিলা কমান্ডার থেকে আঞ্চলিক শক্তি: তোয়ান মারত নাইংয়ের উত্থানের গল্প ◈ ইউক্রেন শান্তিচুক্তি নিয়ে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের: ‘অগ্রগতি না হলে সরে আসবে যুক্তরাষ্ট্র’ ◈ ১৪ ঘণ্টা পর ড্রেনে পড়ে যাওয়া নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২৪, ০৭:৪৭ বিকাল
আপডেট : ০৯ এপ্রিল, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৪ বছর পর ঈদের বাইরে মুক্তি পাচ্ছে শাকিব খানের ছবি

শিমুল চৌধুরী ধ্রুব: [২] পর পর তিন ঈদে ‘প্রিয়তমা’, ‘রাজকুমার’, ‘তুফান’র মতো হিট ছবি উপহার দিয়েছেন দেশেল শীর্ষ নায়ক শাকিব খান। ঈদের মাঝেও এই ছবিগুলো ঘিরে যেন দেশজুড়ে আলাদা উৎসবের আমেজ ছিলো। বিগত চার বছরে ঈদের বাইরে কোনো ছবি মুক্তি পায়নি তার। তবে এবার দীর্ঘ সময় পর ঈদ বা উৎসবের বাইরে মুক্তি পাচ্ছে শাকিব খানের ছবি ‘দরদ’। 

[৩] এর আগে ঈদ-উৎসবের বাইরে ২০২০ সালে শাকিব খানের সর্বশেষ মুক্তি পাওয়া ছবি ‘নবাব এল এল বি’। যা দর্শকপ্রিয়তার বিচারে বেশ অসফল। এই ছবির নির্মাতা অনন্য মামুনই নির্মাণ করেছেন ‘দরদ’। 

[৪] এদিকে ‘তুফান’ সিনেমার প্রচারণার অংশ হিসেবে ভারতে অবস্থান করছেন শাকিব খান। রবিবার (৭ জুলাই) সকালে কলকাতার হোটেলে নায়কের সঙ্গে দেখা করেন অনন্য মামুন। এরপরই শাকিবের সঙ্গে একটি ছবি পোস্ট করে ফেসবুকে জানান, ‘দরদ’ মুক্তি পাচ্ছে এই সেপ্টেম্বরে। ১৫ জুলাই থেকে প্রচারণা শুরু করবেন। বাংলাদেশের পাশাপাশি বিশ্ব বাজারে ভালো কিছু করাই ‘দরদ’ সংশ্লিষ্টদের পরিকল্পনা। মধ্যপ্রাচ্যে বড় অংশ জুড়ে বাঙালিরা থাকেন। সেই দর্শক ধরা ‘দরদ’ টিমের অন্যতম লক্ষ্য।

[৫] অনন্য মামুন বলেন, ‘মুক্তির আগে দুই মাস আমাদের প্রচারণায় চমক থাকবে। শাকিবিয়ানদের নিয়ে প্রথম কোনও বড় আয়োজন হবে। সেখানে জানানো হবে সেপ্টেম্বর মাসের কোন তারিখ ‘দরদ’ প্যান ইন্ডিয়ান ছবি হিসেবে একযোগে মুক্তি পাবে।’

[৬] এর আগে ঈদের দিন প্রকাশ পেয়েছিল ‘দরদ’-এর টিজার। যেখানে বহুরূপী শাকিব খানকেই দেখা গেছে! কখনও তিনি একেবারে ছাপোষা মানুষ, আবার কখনও ভয়ংকর! টিজার বলছে, সাইকো থ্রিলার ঘরানার ছবি হচ্ছে ‘দরদ’। শাকিবের সঙ্গে এই ছবিতে থাকছেন বলিউড নায়িকা সোনাল চৌহান।

[৭] বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় ‘দরদ’কে বলা হচ্ছে প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা। যার ফলে বাংলার পাশাপাশি ছবিটি মুক্তি পাবে হিন্দি, তামিল, তেলুগু, মালায়লাম ও কন্নড় ভাষায়। এই ছবিতে আরও আছেন পায়েল সরকার, রাজেশ শর্মা, রাহুল দেব, অলোক জৈন, সাফা মারুয়া, এলিনা শাম্মী।

একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়