শিরোনাম
◈ বাংলা ব্লকেডের সমর্থনে ইবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ ◈ কোটাবিরোধী আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এটা আদালতের বিষয়  ◈ কোটা আদালতের এখতিয়ার, পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সরকার: ওবায়দুল কাদের ◈ আজ সারাদেশে কোটা বাতিলের দাবিতে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি ◈ রথযাত্রা ও কোটা বাতিলের আন্দোলন: সময় নিয়ে বের হতে বললো পুলিশ ◈ ‘পানি বণ্টন চুক্তিতে দেশের মানুষের আস্থা অর্জন করতে হবে’ ◈ চার দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী  ◈ রাজধানীর বিমানবন্দর এলাকায় ট্রেনে কাটা পরে এক ব্যক্তির মৃত্যু ◈ স্বাগতিক জার্মানিকে হারিয়ে সেমিফাইনালে স্পেন ◈ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানোর জন্য এই অনুষ্ঠান: শেখ হাসিনা

প্রকাশিত : ০২ জুলাই, ২০২৪, ০৬:১০ বিকাল
আপডেট : ০২ জুলাই, ২০২৪, ০৬:১০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিয়ে করছেন দীঘি!

শিমুল চৌধুরী ধ্রুব: [২] পেশাগত ও ব্যক্তিগত জীবনের অনেক কিছুই সামাজিক মাধ্যমে প্রকাশ করেন প্রার্থনা ফারদিন দীঘি। অনুসারীরাও লুফে নেন সেসব। প্রিয় তারকার আনন্দে আনন্দিত হন, দুঃখে হন সমব্যথী। এবার নিজের ফেসবুকে বিয়ের কার্ড প্রকাশ করে অনুসারীদের চমকে দিলেন এ অভিনেত্রী। 

[৩] সোমবার নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ছবি প্রকাশ করেন দীঘি। সেখানে দেখা গেছে, একটি বিয়ের কার্ড। যার একাংশে শোভা পাচ্ছে দীঘির একটি ছবি। লেহেঙ্গা পরে হাসছেন অভিনেত্রী। অনামিকায় শোভা পাচ্ছে এনগেজমেন্ট রিং! ক্যাপশনে লিখেছেন, ‘আর অপেক্ষা করতে পারছি না। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।’

[৪] তা দেখে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে নেটাগরিকদের মধ্যে। তবে কি বিয়ে করছেন দীঘি? নিজেদের মধ্যে ফিসফাস করছেন তারা। আবার অনেকের মতে বিষয়টি গভীরভাবে নেওয়ার কিছু নেই। এটি নতুন কোনো কাজের প্রচারণা কৌশল ছাড়া কিছু নয়। 

[৫] তবে দীঘি রয়েছেন নিরুত্তর। কারও মন্তব্যের দেননি উত্তর। তাই বিষয়টি রহস্যমণ্ডিত রয়ে গেছে। তা দেখে কেউ কেউ ভাবছেন, হয়তো এ তারকা নিজেই বিষয়টি খোলাসা করবেন। দীঘির বাবা সুব্রতের কণ্ঠেও সেই সুর। তিনি বলেছেন, ‘বিয়ে, নাকি কোনো কাজের ঘোষণা- তা শিগ্রই জানা যাবে। দীঘি বিষয়টি পরিষ্কার করবে।’

[৬] দীঘিকে সবশেষ দেখা গেছে ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ সিনেমায়। এতে দীঘি ছাড়াও অভিনয় করেছেন গাজী আব্দুন নূর, সুব্রত বড়ুয়া, মিলি বাশার, সাদিয়া শিমুল প্রমুখ। জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ উপন্যাস অবলম্বনে এটি নির্মাণ করেন আব্দুস সামাদ খোকন।

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়