শিরোনাম
◈ বেড়েই চলেছে যমুনার পানি, ৫ হাজার মানুষ পানিবন্দি ◈ ইরানের নতুন প্রেসিডেন্ট হলেন মধ্যপন্থী মাসুদ পেজেশকিয়ান ◈ কেবল ঈশ্বরের আদেশ পেলেই আমি নির্বাচন থেকে সরবো: বাইডেন ◈ রাজধানীর বিমানবন্দর এলাকায় ট্রেনে কাটা পরে এক ব্যক্তির মৃত্যু ◈ স্বাগতিক জার্মানিকে হারিয়ে সেমিফাইনালে স্পেন ◈ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানোর জন্য এই অনুষ্ঠান: শেখ হাসিনা ◈ কেজিতে ১৫ থেকে ২০ টাকা দাম বাড়ল সবজির, পেঁয়াজ ১১০, কাঁচামরিচের ত্রিপল সেঞ্চুরি ◈ দাবার আসরেই মারা গেলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ◈ নোবেলবিজয়ী কেনো এমডি পদের জন্য লালায়িত, বুঝলাম না: প্রধানমন্ত্রী ◈ পরিবর্তন এখন থেকেই শুরু হলো, প্রধানমন্ত্রী হিসাবে প্রথম ভাষণে কিয়ার স্টারমার

প্রকাশিত : ০১ জুলাই, ২০২৪, ০৮:৫৪ রাত
আপডেট : ০১ জুলাই, ২০২৪, ০৮:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কপি নয়, জেনুইন গল্পে কাজ করছি: শিশির সরদার

শিমুল চৌধুরী ধ্রুব: [২] ঈদুল আজহায় পরিবারের সঙ্গে দারুণ সময় কাটিয়ে কাজে ফিরেছেন অভিনেতা শিশির সরদার। তার ‘জলরঙ’ ও ‘মধ্যবিত্ত’ সিনেমা দুটি রয়েছে মুক্তির অপেক্ষায়। এ ছাড়া ‘মুক্তি ১৯’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়বেন শিগগিরই। 

[৩] এরই মধ্যে এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, ঈদ নারায়ণগঞ্জে কাটিয়েছেন তিনি। ঈদ শেষে ঢাকায় ফিরে ২৫ জুন একটি ওয়েব সিরিজের শুটিংয়ে অংশ নিয়েছেন। দুই-এক মাসের মধ্যেই ‘মৃত্যু ১৯’ সিনেমার শুটিং শুরু হবে। এতে তার নায়িকা থাকছেন রাজ রিপা। 

[৪] শিশির বলেন, আমার পরের সিনেমা মৃত্যু ১৯। দুই-এক মাসের মধ্যেই এর শুটিং শুরু হবে। সবকিছু রেডি আছে। রাজ রিপা কিছুটা অসুস্থ। তিনি সুস্থ হলে সিনেমাটির কাজ শুরু করে দেব। ‘মৃত্যু ১৯’ সিনেমার প্রধান পরিচালক তানভীর হাসান।’

[৫] শিশির বলেন, এটা আমাদের একটি বড় স্বপ্ন। আশা করি ভালো কিছু হবে। সেভাবেই প্রস্তুতি নিচ্ছি আমরা। আমাদের প্রধান পরিচালকই বাংলাদেশি। কিছু সিক্যুয়েন্সের জন্য আমরা ভারত থেকে পরিচালক নিয়ে আসছি। একজনই থাকবেন ভারতীয়, বাকিরা বাংলাদেশি। তিনি আরও বলেন, অক্টোবরের ১০ তারিখ থেকে শুটিং শুরুর ইচ্ছা ছিল। তবে এখন এর আগেই শুটিং শুরুর সিদ্ধান্ত হয়েছে।’

[৬] ‘মৃত্যু ১৯’ সামনের বছরের ঈদে মুক্তি প্রসঙ্গে তিনি বলেন, আমাদের দেশের সিনেমা হলে যা হচ্ছে, সেখানে ঈদে রিলিজ দেওয়া অনেক কঠিন হয়ে দাঁড়ায়। তবে আমরা পুরোপুরিভাবে চেষ্টা করছি ঈদে মুক্তি দেওয়ার। দেখা যাক কী হয়। আগে সিনেমাটা শেষ করি।

[৭] মুক্তির অপেক্ষায় থাকা নিজের দুটি সিনেমার বিষয়ে শিশির বলেন, ‘জলরঙ’-এর সেন্সর কমপ্লিট। সেটা এক-দেড় মাসের মধ্যেই রিলিজ হবে। ‘মধ্যবিত্ত’র সেন্সরে একটু ঝামেলা হচ্ছে নাম নিয়ে। সেন্সর হয়ে গেলে আমরা চেষ্টা করব ওটা জলরঙের আগেই রিলিজ দিতে।

[৮] ‘মৃত্যু ১৯’ নিয়ে শিশির আরও বলেন, ‘অনেক বড় বাজেটের ফিল্ম এটি। এ প্রতিযোগিতার সময়ে সিনেমাটি যদি সেই পর্যায়ের না হয়, তাহলে আমাদের কষ্ট বৃথা যাবে। তাই আমরা সেভাবেই পরিকল্পনা করছি যাতে ৮-১০টি সিনেমার সঙ্গে টক্কর দেওয়া যায়। আমাদের সিনেমার সবচেয়ে শক্ত বিষয় হচ্ছে, আমাদের গল্প একদম জেনুইন। এটি কোনো গল্প থেকে রিমেক করা নয়, কোনো গল্প থেকে ইন্সপায়ার্ড নয়। কোনো গল্পকে কপি করা হয়নি। একদম জেনুইন গল্পে আমরা কাজ করছি, আমাদের গল্পটা ইউনিক। কারও কাছ থেকে নেওয়া নয়।’

এসসিডি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়