শিরোনাম
◈ আজ সচিব সভা, এজেন্ডায় রয়েছে শুদ্ধাচার ও সুশাসন ◈ ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার নিহত, পাল্টা আক্রমণ ◈ নিজেদের স্বার্থ রক্ষা করেই ভারতের সঙ্গে ট্রানজিট করেছি: সংসদে প্রধানমন্ত্রী  ◈ পাট ও বৈচিত্র্য পূর্ণ পাটজাত পণ্য রপ্তানিতে ভর্তুকি দেওয়া হবে: বস্ত্রমন্ত্রী ◈ সিলেট-সুনামগঞ্জে বন্যায় সাড়ে ৩ লাখ ডলার সহায়তা দিলো যুক্তরাষ্ট্র ◈ কোটা আন্দোলনের ওপর ভর করেছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ নতুন শিক্ষাক্রমে প্রশ্নফাঁসের সুযোগ নেই: শিক্ষামন্ত্রী ◈ ২০৩৫ সালের মধ্যে দেশে পরীক্ষামূলকভাবে হাইড্রোজেন জ্বালানী ব্যবহার সম্ভব হবে: প্রধানমন্ত্রী  ◈ আবারও আবার বুয়েটের উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার ◈ প্রত্যয় কর্মসূচি: অর্থমন্ত্রীকে আলোচনায় বসার চ্যালেঞ্জ ঢাবি শিক্ষক সমিতির

প্রকাশিত : ২৯ জুন, ২০২৪, ০৯:০৯ রাত
আপডেট : ৩০ জুন, ২০২৪, ০৯:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘তুফান’ নিয়ে বলিউড বিশ্লেষক তরন আদর্শের পোস্ট

শিমুল চৌধুরী ধ্রুব: [২] বলিউডের চলচ্চিত্র বিশ্লেষক তরন আদর্শ। সিনেমা নিয়ে নানা ধরনের বিশ্লেষণ তো করেনই সংবাদমাধ্যমের আগেই ব্রেকিং দেন তিনি। এবার এই বিশ্লেষক সামাজিক মাধ্যম এক্স ও ফেসবুকে পোস্ট করলেন শাকিব খান ও ঢাকার ছবি ‘তুফান’ নিয়ে।

[৩] তিনি জানালেন, তুফান সিনেমার বলিউড আপডেট। তার পোস্টে উল্লেখ করেন সিনেমাটি আগামী ৫ জুলাই ভারতে মুক্তি পাচ্ছে।

[৪] তরন তুফানকে ‘স্ম্যাশ হিট’র সঙ্গে তুলনা করেন। শাকিব-চঞ্চলের নাম উল্লেখ করে লেখেন, স্ম্যাশ হিট বাংলাদেশি তুফান ভারতে মুক্তি পাচ্ছে আগামী ৫ জুলাই। তবে তিনি এতে প্রযোজক হিসেবে শুধু এসভিএফের কথা বলেন।

[৫] জানা গেছে, সিনেমাটি প্রথমে পশ্চিমবঙ্গে মুক্তি পাওয়ার কথা থাকলেও এটি এখন পশ্চিমবঙ্গের বাইরেও মুক্তির পরিকল্পনা করা হয়েছে। বিষয়টি নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি তিন প্রযোজনা প্রতিষ্ঠান আলফা-আই স্টুডিওস লিমিটেড, চরকি ও ভারতের এসভিএফ।

[৬] অন্যদিকে, সিনেমাটি শুক্রবার (২৮ জুন) মুক্তি পায় চার মহাদেশে। একযোগে মুক্তি পেয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, সুইডেন, স্পেন, ফ্রান্স, পর্তুগাল, নেদারল্যান্ডস, ওমান, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও বাহরাইন।

[৭] রায়হান রাফী পরিচালিত ‘তুফান’-এ দ্বৈত চরিত্রে রয়েছেন শাকিব খান। তার বিপরীতে জুটি বেঁধেছেন টলিউডের মিমি চক্রবর্তী ও ঢালিউডের মাসুমা রহমান নাবিলা। আরও অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের রজত গাঙ্গুলি, গাজী রাকায়েত, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর প্রমুখ।

এসসিডি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়