শিরোনাম
◈ ইতিহাস গড়ে কোপার সেমিফাইনালে কানাডা ◈ বেড়েই চলেছে যমুনার পানি, ৫ হাজার মানুষ পানিবন্দি ◈ ইরানের নতুন প্রেসিডেন্ট হলেন মধ্যপন্থী মাসুদ পেজেশকিয়ান ◈ কেবল ঈশ্বরের আদেশ পেলেই আমি নির্বাচন থেকে সরবো: বাইডেন ◈ রাজধানীর বিমানবন্দর এলাকায় ট্রেনে কাটা পরে এক ব্যক্তির মৃত্যু ◈ স্বাগতিক জার্মানিকে হারিয়ে সেমিফাইনালে স্পেন ◈ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানোর জন্য এই অনুষ্ঠান: শেখ হাসিনা ◈ কেজিতে ১৫ থেকে ২০ টাকা দাম বাড়ল সবজির, পেঁয়াজ ১১০, কাঁচামরিচের ত্রিপল সেঞ্চুরি ◈ দাবার আসরেই মারা গেলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ◈ নোবেলবিজয়ী কেনো এমডি পদের জন্য লালায়িত, বুঝলাম না: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৯ জুন, ২০২৪, ০৭:২২ বিকাল
আপডেট : ২৯ জুন, ২০২৪, ০৭:২২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথম দিনে রেকর্ড, দ্বিতীয় দিনেই আয় অর্ধেক কমলো কল্কির

শিমুল চৌধুরী ধ্রুব: [২] গত বৃহস্পতিবার (২৭ জুন) মুক্তি পায় বলিউড সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’। সায়েন্স ফিকশন সিনেমাটি মুক্তির প্রথম দিনেই রেকর্ড গড়ে। এদিন প্রায় ১০০ কোটি রুপি আয় করে ভারতীয় বক্স অফিসে। আর দ্বিতীয় দিনেই খেল ধাক্কা। সূত্র: বলিউড হাঙ্গামা

[৩] এক ধাক্কায় আয় কমে প্রায় ৪৪ শতাংশ নেমে আসে। দুই দিনে প্রভাসের সিনেমাটির আয়  প্রায় ১৫০ কোটি রুপির কাছাকাছি।  

[৪] প্রথম দিনে ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমাটি ভারতীয় বক্স অফিসে ৯৫ কোটি রুপি আয় করেছে। এর মধ্যে ৬৪ কোটি ৫০ লাখ রুপি আয় করেছে কেবল তেলুগু ভার্সন থেকেই। হিন্দি ভার্সনে ২৪ কোটি রুপি আয় করেছে। দ্বিতীয় দিনে অর্থাৎ শুক্রবার বক্স অফিসে সিনেমাটি মোট ৫৪ কোটি রুপির ব্যবসা করেছে। এর মধ্যে ২৫ কোটি ৬৫ লাখ রুপির ব্যবসা দিয়েছে তেলুগু ভার্সন। হিন্দিতে ২২ কোটি ৫০ লাখ। ফলে বর্তমানে দুই দিনে ভারতীয় বক্স অফিসে সিনেমাটির মূল আয় গিয়ে দাঁড়িয়েছে ১৪৯ কোটি ৩০ লাখ রুপি। সূত্র: স্যাকনিল্ক

[৫] বৃহস্পতিবার পর্যন্ত ‘কল্কি ২৮৯৮ এডি’র ১৯ লাখ টিকিট ভারতজুড়ে বিক্রি হয়েছে। তেলুগু ভাষাতেই কেবল ১৫ লাখ টিকিট বিক্রি গেছে। অ্যাডভান্স বুকিংয়ের মাধ্যমে সিনেমাটি ৫০ কোটি টাকা আয় করে ফেলেছে বলেই জানা গেছে। সূত্র: হিন্দুস্তান টাইমস

[৬] কল্কি ২৮৯৮ এডি ছবিটির পরিচালনা করেছেন নাগ অশ্বিন। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে প্রভাস, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন, কমল হাসান, শ্বাশত চ্যাটার্জি, দিশা পাটানি প্রমুখকে। এটি একটি সায়েন্স ফিকশন থ্রিলার।

[৭] ‘কল্কি ২৮৯৮ এডি’-র মধ্য দিয়ে ভারতীয় সিনেমার ৫০ বছর উদযাপন চলছে। সিনেমা বোদ্ধারা বলছেন, ২০২৪ সালের এ সিনেমার আয় ভাঙতে চলেছে ভারতীয় সিনেমার আয়ের পুরোনো সব রেকর্ড। যদিও দ্বিতীয় দিনের আয়ে তেমনটা আর ভাবা যাচ্ছে না।

এসসিডি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়