শিরোনাম
◈ ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি পুতিন! ◈ স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনে আগুন ◈ এবার উপদেষ্টা মাহফুজ আলমের বক্তব্য নিয়ে জামাত যে বিবৃতি দিলেন ◈ ঢাবির সাবেক ভিসি ড. আরেফিন সিদ্দিক আর নেই ◈ আছিয়ার মৃত্যুতে কাঁদছে গোটা দেশ, দ্রুত বিচারের আশ্বাস ◈ মাহমুদউল্লাহ রিয়াদের লিগ্যাসি অনুপ্রেরণা হিসেবে থেকে যাবে: বিসিবি সভাপতি ◈ বাংলাদেশ সৌদিতে প্রস্তুতি ম্যাচ খেলেছে, ক্লোজড ডোর হওয়ায় ফলাফল জানাতে পারেনি বাফুফে ◈ একটি বৈধ সংসদে ধর্ষণের বিরুদ্ধে প্রকাশ্য শাস্তির আইন পাশ করতে হবে : মির্জা ফখরুল  ◈ বাংলাদেশের জন্য আইএমএফের অর্থ ছাড়ের দুই কিস্তির প্রস্তাব উঠছে জুনে ◈ ঢাবিতে ধর্ষণ-নিপীড়নের বিচারসহ ৩ দাবিতে ছাত্র-জনতার মশাল মিছিল

প্রকাশিত : ১২ জুন, ২০২৪, ০৫:১১ বিকাল
আপডেট : ১২ জুন, ২০২৪, ০৫:১১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাশিদ পলাশের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন সিমলা

শিমুল চৌধুরী ধ্রুব: [২] নির্মাতা রাশিদ পলাশের বিরুদ্ধে মামলার হুমকি দিয়েছেন নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়িকা সিমলা। দীর্ঘদিন মিডিয়ার আড়ালে ছিলেন অভিনেত্রী। তবে এবার নীরবতা ভেঙে নির্মাতা পলাশের ওপর চটেছেন তিনি।

[৩] জানা গেছে, ঈদে মুক্তি প্রতীক্ষিত ‘ময়ূরাক্ষী’ সিনেমা ঘিরে ক্ষোভ তৈরি হয়েছে সিমলার। কারণ অভিনেত্রীর দাবি, মুক্তি পাওয়া টিজারে ফুটে উঠেছে শিমলার জীবনের ঘটে যাওয়া ঘটনা। শোবিজপাড়ায় এ নিয়ে শুরু হয়েছে তর্ক-বিতর্ক। এ বিষয়ে সিমলা গণমাধ্যমে বলেন, দ্রুত আইনি ব্যবস্থা নেবেন তিনি।

[৪] সিমলার ভাষায়, আমি সিনেমাটির নির্মাতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব। সময় হলেই দেখতে পারবেন আমি কী করতে পারি। সব তথ্য প্রমাণ আমি জোগাড় করে রেখেছি। এদিকে ‘ময়ূরাক্ষী’ সিনেমার নির্মাতা পলাশের দাবি, এ সিনেমাটি সিমলার জীবন ঘিরে নির্মিত নয়।

[৫] এ প্রসঙ্গে পলাশ আমাদের সময় ডট কমকে বলেন, আমি সিমলা আপাকে বলব আসুন আপনি সিনেমাটি দেখুন। এরপর যদি মনে হয় এটি আপনার জীবনের গল্প তাহলে যে কোনো ব্যবস্থা নেবেন- আমরা তার জন্য প্রস্তুত আছি।’

[৬] উল্লেখ্য, ২০১৮ সালের ৩ মার্চ শিমলা প্রবাস ফেরত যুবক পলাশকে বিয়ে করেন। পলাশ আগের বিয়ের খবর গোপন করায় ওই বছরের ৬ নভেম্বর সিমলা তাকে ডিভোর্স দেন। ডিভোর্সের পর ‘হতাশা’ থেকে বিমান এয়ারলাইন্সের বিজি-১৪৭ বিমান ছিনতাইয়ের চেষ্টা করেন পলাশ। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে যাওয়া এমন ঘটনায় পলাশ নিহত হন।

[৭] এদিকে ‘ময়ূরাক্ষী’ সিনেমার টিজারে দেখা গেছে, বিমান ছিনতাই এবং একজন নায়িকার জীবনকে কেন্দ্র করে সিনেমার গল্প তৈরি হয়েছে। তাই সিনেমাটি সিমলার জীবনের গল্প কি না তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।

[৮] রাশিদ পলাশ পরিচালিত ‘ময়ূরাক্ষী’ সিনেমার গল্প, চিত্রনাট্য ও সংলাপ তৈরি করেছেন গোলাম রাব্বানী। সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ইয়ামিন হক ববি ও সুদীপ বিশ্বাস দ্বীপ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, সাবিনা পুঁথি, ফারুক, দীপক সুমন, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চলসহ অনেকে।

এসসিডি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়