শিরোনাম
◈ রোববার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ◈ পিনাকী ভট্টাচার্যের ‘দখলের’ ঘোষণায় রাজধানীর পল্টনে সিপিবি কার্যালয়ের সামনে সতর্ক পুলিশ ◈ পাতি নেতায় অস্বস্তিতে বিএনপি! ◈ বাংলাদেশে কি উগ্রবাদী শক্তি প্রশ্রয় পাচ্ছে? ◈ ব্রজিল দলে ডাক পেয়েও আবার ইনজুরিতে পড়ে মাঠের বাইরে নেইমার ◈ চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় রোহিঙ্গাদের যে বার্তা দিলেন ড. ইউনূস (ভিডিও) ◈ সেভেন সিস্টার্সের বন্দর নাই, তাই কক্সবাজারের গুরুত্ব অনেক বেশি: প্রধান উপদেষ্টা (ভিডিও) ◈ শেখ হাসিনাকে ফেরাতে সারা দেশে ওয়ার্ড পর্যায়ে অরাজকতা তৈরির বিষয়ে দিয়েছেন গোপন নির্দেশনা! ◈ টকশোতে উত্তপ্ত বাক-বিতণ্ডায় জড়ালেন নুর-হান্নান মাসউদ! (ভিডিও) ◈ ৪৩টি দেশের নাগরিকদের ভ্রমণ নিষেধাজ্ঞা দিতে যাচ্ছেন ট্রাম্প!

প্রকাশিত : ২৩ মে, ২০২৪, ০৮:০৫ রাত
আপডেট : ২৪ মে, ২০২৪, ০৩:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিল্পীদের গরুর হাটে চাকরি দেবেন ডিপজল

শিমুল চৌধুরী ধ্রুব: [২] বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটিতে এসেছে মিশা-ডিপজল পরিষদ। মধ্যে তাদের প্রতিদ্বন্দ্বী প্যানেলের প্রার্থী নিপুণ আক্তারের রিটে ডিপজলের সাধারণ সম্পাদক পদে স্থগিতাদেশ জারি করেছেন হাইকোর্ট। এ নিয়ে উত্তপ্ত চলচ্চিত্রাঙ্গন। এফডিসিতে মাঝেমধ্যেই বৈঠকে বসছেন সংশ্লিষ্টরা।

[৩] সম্প্রতি তেমনই এক আয়োজনে শিল্পীদের গাবতলী গরুর হাটে চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছেন নবনির্বাচিত সভাপতি মিশা সওদাগর।      

[৪] আসন্ন ঈদুল আজহায় গাবতলী গরুর হাটের ইজারা পেয়েছেন ডিপজল। বিষয়টি জানিয়ে মিশা বলেন, ‘আপনারা শুনে খুশি হবেন যে, আমাদের ডিপজল সাহেব এবার একা নিয়েছেন গাবতলী হাট। আমি বলে রাখছি- ভাই আমার অনেক ছেলে-মেয়ে, কাজ লাগবে। আপনারা যারা যারা কাজ করতে চান, এই যেমন চুন্নু মামাকে (নৃত্য পরিচালক) বলব, নাচের ডিরেক্টরদের বলব- তোমার ক’জন লাগবে দাও। এত বড় হাট গাবতলী! ভাই বলছেন, তুই আমারে তালিকা দে একটা, যারা কাজ করতে আগ্রহী।’

[৫] এসেছে মিরপুরে বোটানিক্যাল গার্ডেনে কর্মসংস্থানের প্রসঙ্গও। মিশা বলেন, বোটানিক্যাল গার্ডেনেও লোক লাগবে। শুটিংয়ের পাশাপাশি এই কাজগুলোও ভাই নিজের থেকেই দেবেন। এ ছাড়া আমরা একটা তালিকা পরিচালক সমিতিসহ বিভিন্ন সংগঠনে দিয়ে দেব। পারিশ্রমিক যদি একটু কমানো যায়, তবে তারা আমাদের পুরোনো আর্টিস্টদের নিয়ে কাজ করবেন।

[৬] এর আগে শিল্পীদের গার্মেন্টসে কাজের সুযোগ দেবেন বলে আশ্বাস দিয়েছিলেন হেলেনা জাহাঙ্গীর। বলেছিলেন, আমার গার্মেন্টস কারখানা আছে। সংস্কৃতি অঙ্গনের যাদের চাকরি লাগবে তাদের আমি চাকরি দিতে পারব।

[৭] এমন মন্তব্যে বেশ সমালোচনার মুখেও পড়েছিলেন হেলেনা জাহাঙ্গীর। এবারও ব্যতিক্রম নয়; শিল্পীদের গাবতলীর গরুর হাটে চাকরি দেবেন এমনটা বলায় সামাজিকমাধ্যমে অনেকেই মিশা সওদাগরের সমালোচনা করছেন।

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়