শিরোনাম
◈ কবে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান? (ভিডিও) ◈ যুবককে কুপিয়ে হত্যা, কেটে নিয়ে গেল হাত (ভিডিও) ◈ বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ◈ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হলেন তাজুল ইসলাম ◈ ‘দেহ ব্যবসা’র ভিডিও প্রতিবেদন ইস্যুতে সোহানা সাবার হুঁশিয়ারি ◈ বাংলাদেশিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ইতালির মোনফ্যালকনে ◈ নিউইয়র্কে ইউনূস-মোদি সাক্ষাতে ঢাকার অনুরোধ, এখনো চুপ দিল্লি ◈ হদিস মিলছে না পলকের দুটি আগ্নেয়াস্ত্রের ◈ অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত যৌক্তিক ও সময়োপযোগী: ফখরুল ◈ ট্রাক থামিয়ে চাঁদাবাজি, যুবদল নেতাকে পুলিশে দিলো সেনাবাহিনী

প্রকাশিত : ১৫ মে, ২০২৪, ০৮:০৭ রাত
আপডেট : ১৫ মে, ২০২৪, ০৮:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৭৭তম কান চলচ্চিত্র উৎসব:

স্বর্ণপাম পেলেন মেরিল স্ট্রিপ, লাল গালিচায় কুকুর মেসি

শিমুল চৌধুরী ধ্রুব: [২] মঙ্গলবার ভূমধ্যসাগরের তীরে ফরাসির শহর কানে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে পর্দা উঠেছে কান চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসরের। এবারের আয়োজনের উদ্বোধন করেন তিনবার অস্কারজয়ী আমেরিকান অভিনেত্রী মেরিল স্ট্রিপ। এ অনুষ্ঠানে তাকে দেওয়া হয়েছে সম্মানসূচক স্বর্ণপাম। উৎসবটিতে এ নিয়ে মাত্র দুইবার দেখা দিলেন মেরিল স্ট্রিপ। এর মাধ্যমে ৩৫ বছর পর কানসৈকতে ফেরা হলো তার। সূত্র: পেজ সিক্স

[৩] উদ্বোধনী অনুষ্ঠানের আগে মাইকেল করস ব্র্যান্ডের সাদা ব্লেজার ও ট্রাউজার পরে লাল গালিচায় হাজির হন মেরিল। বুধবার দুপুরে বিশেষ আড্ডায় নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারের অভিজ্ঞতা ভাগাভাগি করেছেন ৭৪ বছর বয়সী এই অভিনেত্রী।

[৪] লালগালিচায় অবশ্য মেরিল স্ট্রিপের পাশাপাশি আলোচিত হয়েছে একটি কুকুর। যে কিনা গত বছর কানে স্বর্ণপাম জয় করা ‘অ্যানাটমি অব অ্যা ফল’ ছবিতে কাজ করেছে। ‘মেসি’ নামেই বিশ্বব্যাপি পরিচিত এই কুকুর।

[৫] উদ্বোধনী দিনে এই উৎসবে হাজির হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। কোনো চলচ্চিত্রের ব্যানারে নয়, বরং নিজ উদ্যোগেই কান উৎসবে গিয়েছেন তিনি। আর সেখানে বিশ্বখ্যাত তারকাদের মাঝে নজরও কেড়েছেন অভিনেত্রী। পোশাক ও চোখ ধাঁধানো অভিনব লুকে নিজেকে উপস্থাপন করেছেন তিনি। কানে তোলা বেশ কিছু ছবি নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেছেন ভাবনা।

[৬] ফরাসি কমেডিয়ান-অভিনেত্রী ক্যামিল কোতাঁনের সঞ্চালনায় উদ্বোধনী মঞ্চে হাজির হন মূল প্রতিযোগিতা বিভাগের বিচারকদের প্রধান ‘বার্বি’র পরিচালক গ্রেটা গারউইগ। তার আগে একে একে এসেছেন বাকি ৮ বিচারক আমেরিকান অভিনেত্রী লিলি গ্ল্যাডস্টোন, ফরাসি অভিনেত্রী এভা গ্রিন, লেবানিজ পরিচালক ও চিত্রনাট্যকার নাদিন লাবাকি, তুর্কি চিত্রনাট্যকার ও আলোকচিত্রী এব্রু জেলান, জাপানিজ পরিচালক হিরোকাজু কোরি-এদা, ইতালিয়ান অভিনেতা পিয়ারফ্রান্সেসকো ফাভিনো, স্প্যানিশ পরিচালক ও চিত্রনাট্যকার হুয়ান আন্তোনিও বায়োনা, ফরাসি অভিনেতা-প্রযোজক ওমর সি। সূত্র: ভ্যারাইটি

[৭] উদ্বোধনী অনুষ্ঠানের পর গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে ফ্রান্সের কোয়ান্তাঁ দ্যুপিয়ো পরিচালিত ‘দ্য সেকেন্ড অ্যাক্ট’ ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে। এতে অভিনয় করা ফরাসি তিন তারকা লেয়া সেদ্যু, ভাসোঁ লান্দোঁ ও লুই গারেল লালগালিচায় পরিচালকের সঙ্গে হাজির হয়েছেন। এদিন দুপুরে কান ক্ল্যাসিকস বিভাগে পালে দে ফেস্টিভ্যাল ভবনের দ্যুবুসি থিয়েটারে দেখানো হয় সম্রাট নেপোলিয়নের উত্থানকে কেন্দ্র করে নির্মিত ‘নেপোলিয়ন’ (১৯২৭)। এছাড়া রাতে দেখানো হয় ১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত ড্যানি বয়েলের ‘ট্রেইন স্পটিং’। সূত্র: নিউ ইয়র্ক টাইমস। সম্পাদনা: সমর চক্রবর্তী

এসসিডি/এসসি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়