শিরোনাম
◈ ইন্টারপোলের রেড নোটিশে কী হয় ◈ বাংলাদেশে ট্রাম্পের সমর্থকদের গ্রেফতার-দমনের ঘটনা ঘটেনি ◈ সদ্য শপথ গ্রহণ করা উপদেষ্টা ফারুকীকে অপসারণের দাবিতে জাবিতে বিক্ষোভ ◈ এটা কোনো মামলা না, এটা আইসিসির প্রসিকিউশন অফিসকে একটা পিটিশন : আসিফ নজরুল ◈ শুধু একটি বিভাগ থেকে ১৩ জন উপদেষ্টা, শেখ হাসিনার তেলবাজরাও উপদেষ্টা হচ্ছে : সার্জিস আলম ◈ ঘুষের ‘টাকা গুনে নেওয়া সুন্নত’ বলা সেই এসআই ক্লোজড (ভিডিও) ◈ জয় বাংলা স্লোগান দেয়ায় গুলিস্তানে এক নারীকে মারধর, উদ্ধার করল পুলিশ (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন খোদাবক্স চৌধুরী ◈ হাসিনার অডিও ক্লিপের নির্দেশনা বাস্তবায়নকারী ৫০ জন গ্রেপ্তার ◈ ৫ বছর বয়সী শিশু মুনতাহা হত্যাকাণ্ড: নেপথ্যে গৃহশিক্ষিকা নাকি অন্য কোনো কারণ?

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২৪, ০৮:৫৪ রাত
আপডেট : ১৪ এপ্রিল, ২০২৪, ০৮:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইন্ডাস্ট্রি কারো বাবার নয়: বিদ্যা বালান

শিমুল চৌধুরী ধ্রুব: [২] বলিউড এবং নেপোটিজম বিতর্ক একে অন্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই বিতর্ক যেন কখনো থামবেই না! একাধিক তারকা নেপোটিজম প্রসঙ্গে প্রায়ই নিজের মুখ খুলেছেন, জানিয়েছেন অভিযোগ। অভিনেত্রী বিদ্যা বালানও রয়েছেন সেই দলে। এর আগেও একাধিকবার নেপোটিজম প্রসঙ্গে কথা বলেছিলেন অভিনেত্রী। সম্প্রতি আবারও জানালেন নেপোটিজম নিয়ে নিজের মন্তব্য। সূত্র: হিন্দুস্থান টাইমস

[৩] নিজের আসন্ন সিনেমার প্রচারে গণমাধ্যমের সঙ্গে কথোপকথনে যোগ দিয়েছিলেন বিদ্যা বালান। সেখানেই স্বজনপোষণ নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে অভিনেত্রী বলেন, ‘নেপোটিজম থাক বা না থাক, আমি তো আছি এখানে। ইন্ডাস্ট্রি কারো বাবার নয়, তেমন হলে তো সব বাবার ছেলে আর সব বাবার মেয়েই সফল হয়ে যেত।’

[৪] সাক্ষাৎকারে বলিউডের নায়কদের নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেন বিদ্যা। অভিনেত্রী বলেন, ‘আমার তো মনে হয় না তারা (নায়করা) বিদ্যা বালানের সিনেমা বা কোনও নারীপ্রধান সিনেমায় অভিনয় করতে চাইবেন। সত্যি কথা বলতে কি এটা তাদের ক্ষতি কারণ ওদের থেকে আমাদের সিনেমা বেশি ভালো হয়। ওরা তো সব ফর্মুলা নির্ভর সিনেমা করছে। নারীদের সিনেমা তার থেকে অনেক বেশি এক্সাইটিং হয়। অবশ্য, মানুষজন প্রশংসা করেন। কিন্তু পুরুষ অভিনেতারা নারীকেন্দ্রিক সিনেমা নিয়ে অস্বস্তিতে থাকেন। আমার মনে হয় না তারা চাইবেন যে কেউ তাদের জায়গাটা নিয়ে নিক। কিন্তু এতে আমার খারাপ লাগে না। যদি ওরা এমন মনে করে আমি কীইবা করতে পারি?’ সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

[৫] সামনে প্রতীক গান্ধীর সঙ্গে ‘দো অউর দো পেয়ার’ সিনেমায় দেখা যাবে বিদ্যাকে। সহ-অভিনেতার সঙ্গেই এই কথোপকথনে এসেছিলেন বিদ্যা। এদিন প্রতীকও নিজের স্ট্রাগল নিয়ে কথা বলেন। জানান, টেলিভিশনের অডিশনে তাকে বারবার রিজেক্ট করা হয়েছিল। কারণ হিসেবে জানানো হয়েছিল, টিভি তারকাদের একটা নির্দিষ্ট লুক থাকা প্রয়োজন যা প্রতীকের নেই। তবে সিনেমায় এখন প্রতীক বেশ চর্চিত নাম। আগামী ১৯ এপ্রিল মুক্তি পাবে বিদ্যা-প্রতীকের ‘দো অউর দো পেয়ার।’ সূত্র: বলিউড হাঙ্গামা

এসসিডি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়
-- End Load More Article - // Open popup after a delay }, 2000); // 2-second delay // Close popup function