শিরোনাম
◈ কবে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান? (ভিডিও) ◈ যুবককে কুপিয়ে হত্যা, কেটে নিয়ে গেল হাত (ভিডিও) ◈ বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ◈ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হলেন তাজুল ইসলাম ◈ ‘দেহ ব্যবসা’র ভিডিও প্রতিবেদন ইস্যুতে সোহানা সাবার হুঁশিয়ারি ◈ বাংলাদেশিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ইতালির মোনফ্যালকনে ◈ নিউইয়র্কে ইউনূস-মোদি সাক্ষাতে ঢাকার অনুরোধ, এখনো চুপ দিল্লি ◈ হদিস মিলছে না পলকের দুটি আগ্নেয়াস্ত্রের ◈ অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত যৌক্তিক ও সময়োপযোগী: ফখরুল ◈ ট্রাক থামিয়ে চাঁদাবাজি, যুবদল নেতাকে পুলিশে দিলো সেনাবাহিনী

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৪, ০১:৪৬ দুপুর
আপডেট : ০৩ এপ্রিল, ২০২৪, ১১:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদে মুক্তির জন্য প্রস্তুত হয়ে আছে ১২টি ছবি

ইমরুল শাহেদ : ঈদ এলেই ছবি মুক্তির হিড়িক পড়ে যায়। এবারের ঈদও তার ব্যত্যয় ঘটছে না। চলচ্চিত্রশিল্পের কি হবে, এই শিল্প আবার ঘুরে দাঁড়াবে কিনা -  এমন দোদুল্যমানতা নিয়ে যারা এখনো আশায় বুক বেধে আছেন, তারা ঈদ এলেই দেখতে পান মুক্তি প্রতীক্ষায় রয়েছে অনেক ছবি। তারা কিছুটা আশ্বস্ত হন যে এই বুঝি চলচ্চিত্রের সুদিন ফিরে এলো। কিন্তু চলচ্চিত্রের পাদপীঠ হিসেবে সুপরিচিত এফডিসিতে ছবির সুটিং তেমন একটা চোখে পড়ে না। তাহলে কি হবে, ঈদের ছবিরতো কমতি নেই। কোথায় এবং কিভাবে এসব ছবি নির্মিত হয়। সেন্সর বোর্ডের সঙ্গে যোগাযোগ করলে দেখা যায়, সেখানে নতুন ছবির এতোই ভীড় যে নতুন ছবি সেন্সর করার শিডিউল নেই। অর্থাৎ তাৎক্ষণিকভাবে ছবিগুলো সেন্সর করার কোনো সুযোগ নেই। এর মানে চলচ্চিত্রশিল্প থমকে নেই, থমকে আছে এফডিসি। 

এবার ঈদুল ফিতরে মুক্তির জন্য প্রস্তুত আছে ১৪টি ছবি। এটা শুধু সংখ্যায় পাওয়া যাচ্ছে। কিন্তু সেগুলোর মধ্যে ১২টির নাম এখন পর্যন্ত প্রকাশ পেয়েছে গণমাধ্যমে। এর মধ্যে রয়েছে রাজকুমার, মেঘনা কন্যা, সোনার চর, পটু, জ্বীন-২, ওমর, দেয়ালের দেশ, কাজলরেখা, মায়া, আহারে জীবন, ডেডবডি ও লিপস্টিক। এর মধ্যে কোনো কোনো ছবি এখনো সেন্সরও হয়নি। তবে তাদের কেউ কেউ ঈদ বুকিংয়ের কাজও শুরু করেছে। কিন্তু এতো ছবি সংকুলান হবে কোথায়? সিঙ্গেল স্ক্রিনের প্রদর্শকরা প্রস্তুত হয়ে আছেন শাকিব খানের ছবি প্রদর্শনের জন্য। অন্য ছবি তারা বিবেচনায় আনবেন পরে। 

প্রদর্শক সমিতি সূত্রে জানা গেছে, দেশে সিনেমা হলের সংখ্যা সিনেপ্লেক্স সহ ১৭৫টি। এর মধ্যে ১৩৫টি হলো সিঙ্গেল স্ক্রিনের সিনেমা হল। ঈদ এলে আরো কিছু চলচ্চিত্র প্রদর্শন ক্ষেত্র প্রস্তুত হয়। সেগুলো হলো বিভিন্ন অডিটোরিয়াম, কমিউনিটি সেন্টার এবং এ ধরনের আরো কিছু স্থান। সব মিলিয়ে হয়তো চলচ্চিত্র প্রদর্শন ক্ষেত্র তৈরি হবে দুই থেকে আড়াইশো। তাতেও এতোগুলো চলচ্চিত্র সংকুলান করা যাবে কিনা বলা যাচ্ছে না। শ্রীনগরের একজন প্রদর্শক বলেন, ‘ঈদ এলে অনেকে ছবি মুক্তির বগি আওয়াজ দেন। এই দীর্ঘ তালিকা থেকে হয়তো চার থেকে পাঁচটি ছবি বাণিজ্যিকভাবে বেশি সিনেমা হল নিয়ে মুক্তি পাবে।’ শুধু মুক্তির জন্য যারা মুক্তি দেবেন তাদের কথা আলাদা। তারা মুক্তি দিতে পারেন দু’একটি সিনেমা হলে, যাকে গ্রান্ড রিলিজ বলা যায় না।  

আইএস/ এমটি

  • সর্বশেষ
  • জনপ্রিয়