শিরোনাম
◈ কেন ব্যর্থ হলো নরেন্দ্র মোদির ‘সবার আগে প্রতিবেশী’ নীতি  ◈ জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টা কক্সবাজার, ইফতার শেষ ঢাকা ফিরবেন ◈ সংকটে থাকা দুই ব্যাংককে টাকা ছাপিয়ে আরও ২,৫০০ কোটি টাকা সহায়তা দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক ◈ ‘জান্নাতে কোনো ধর্ষক নেই, আছিয়ার ঘুমে কেউ ব্যাঘাত ঘটাবে না’ ◈ তাপপ্রবাহ ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া দফতরের ◈ ঢাবিতে শিবিরের ইফতারির পাশাপাশি ৫০০ টাকা করে পেলেন শিক্ষার্থীরা ◈ বাংলাদেশের বর্তমান সংস্কার ও পরিবর্তনে জাতিসংঘ সবসময় পাশে থাকবে: গুতেরেস ◈ ফের ভারতের মিডিয়ায় বাংলাদেশ নিয়ে অপপ্রচার, ভিত্তিহীন এসব খবরে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ◈ জুমার দিনে যে পাঁচ ভুল কোনোভাবেই কাম্য নয় ◈ ৩ সংবাদমাধ্যমসহ জেমকন গ্রুপের ৩৬ প্রতিষ্ঠানের শেয়ার জব্দ

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৩, ০৯:৩২ রাত
আপডেট : ১২ ডিসেম্বর, ২০২৩, ০২:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাদিক আবদুল্লাহ’র যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও সম্পদের তথ্য দিতে মন্ত্রণালয়কে ইসির নির্দেশ

এম এম লিংকন: [২] সেই সঙ্গে তার স্ত্রীরও যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও সম্পদের তথ্য দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সহায়তাও নিতে বলেছে কমিশন।

[৩] বৃহস্পতিবারের মধ্যে এই তথ্য সংগ্রহ করে কমিশনে পাঠানোর কথা বলা হয়েছে। শুক্রবার সাদিক আবদুল্লাহা’র প্রার্থীতার বিষয়ে সিদ্ধান্ত দিবে ইসি।  

[৪] সোমবার (১১ ডিসেম্বর) এ সংক্রান্ত নির্দেশনাটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে ইসির আইন-শাখার দায়িত্বশীল কর্মকর্তারা পাঠিয়েছেন বলে ইসি সূত্রে জানা যায়।

[৫] নির্দেশনায় বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ সংসদীয়ন আসনে স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ হলফনামায় নিজের ও স্ত্রীর দ্বৈত নাগরিকত্ব এবং যুক্তরাষ্ট্রে সম্পদ সম্পর্কে তথ্য গোপন করেছেন, এই মর্মে তার প্রার্থিতা বাতিল চেয়ে ওই আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহিদ ফারুক নির্বাচন কমিশনে আপিল দায়ের করেন।

[৬] নির্বাচন কমিশন রোববার আপিল শুনানিকালে সাদিক আবদুল্লাহ ও তার স্ত্রী সম্পর্কে এইসব তথ্য সংগ্রহের জন্য মন্ত্রনালয়কে নির্দেশনা দেয়।

[৭] ৬ ডিসেম্বর সাদিক আবদুল্লাহ’র মনোনয়ন পত্র বৈধতার বিরুদ্ধে আপিল করেন জাহিদ ফারুক।

[৮] অপরদিকে, জাহিদ ফারুকের প্রার্থিতা বাতিলের জন্য আপিল করেছেন সাদিক আব্দুল্লাহ। তিনি জাহিদ ফারুকের বিরুদ্ধে হলফনামায় মামলার তথ্য গোপন করার অভিযোগ আনেন। তার ওই আবেদনের শুনানি হবে ১৫ ডিসেম্বর। সম্পাদনা: তারিক আল বান্না

এমএমএল/টিএবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়