শিরোনাম
◈ আলজেরিয়ার সঙ্গে জ্বালানি সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ ◈ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে : হাসনাত আব্দুল্লাহ ◈ বাধ্যতামূলক অবসরের বিধান বাতিলের সুপারিশ ◈ গেট ভেঙে ধানমন্ডি-৩২ নম্বরে ঢুকে ভাঙচুর চালাচ্ছেন শিক্ষার্থীরা (ভিডিও) ◈ ধানমন্ডিতে বাসায় কাজের বুয়ার পরিচয়ে চাকরি নিয়ে দুর্ধর্ষ চুরি ◈ রোজায় নয়, গ্রীষ্মে লোডশেডিং হতে পারে : বিদ্যুৎ উপদেষ্টা ◈ পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনাকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে : তারেক রহমান  ◈ আগরতলায় ভিসা কার্যক্রম শুরুর প্রথম দিন জমা পড়ল ১২০ আবেদন ◈ প্রধান বিচারপতি নিয়োগে রাষ্ট্রপতির ক্ষমতা সীমিত করতে সংবিধান সংশোধনের সুপারিশ ◈ বিপিএলে ফাইনালের টিকিট কে পাবে? খুলনা না চিটাগং, জানা যাবে আজ রাতে

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৩, ০১:৫৪ দুপুর
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২৩, ০২:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুনঃতফসিল দিলো না ইসি, সংসদ ভোটে অংশ নিচ্ছে ৩০ দল

৩০০ আসনে মনোনয়নপত্র জমা ২৭৪১

এম এম লিংকন: [২] দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমার সময় শেষ হল বৃহস্পতিবার। জাতীয় পার্টিসহ কয়েকটি দল তফসিল পেছাতে আবেদন করেছিল। বৃহস্পতিবার নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুন:তফসিল না হওয়ার ঘোষণা দেন ইসি সচিব জাহাংগীর আলম। 

[৩] বিএনপি ছাড়াই কি নির্বাচন হচ্ছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, এটা আপনারা বুঝে নেন।

[৪] দলগুলো প্রসঙ্গে অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, ইতোমধ্যে নির্বাচনে অংশ গ্রহণ করতে চাওয়া দলগুলোর পক্ষ থেকে জোটভুক্ত হওয়ার বিষয়ে কিংবা দলের মনোনয়নকারীর নাম ও নমুনা স্বাক্ষর দিয়ে ইসিতে চিঠি দিয়েছে।  

[৫] দলীয় প্রার্থীর সঙ্গে পাল্লা দিয়ে স্বতন্ত্র প্রার্থীদের সংখ্যা এবার কেমন দাঁড়ায় দেখার অপেক্ষা। 

[৬] নির্বাচনে আসা দলগুলোর মধ্যে রয়েছে: জাতীয় পার্টি-জেপি, কৃষক শ্রমিক জনতা লীগ, আওয়ামী লীগ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, জাকের পার্টি, বাংলাদেশ তরিকত ফেডারেশন, বাংলাদেশ মুসলীম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি, গণফোরাম, গণফ্রন্ট, বাংলাদেশ ন্যাপ, বাংলাদেশ জাতীয় পার্টি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ মুসলীম লীগ-বিএমএল, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ, বাংলাদেশ কংগ্রেস, তৃণমূল বিএনপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম, সাম্যবাদী দল, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ সুপ্রিম পার্টি-বিএসপি।

[৭] ঢাকার ২০টি আসনে মোট ২৬৫টি মনোনয়ন বিতরণ করেছেন রিটার্নিং ও সহকারি রিটার্নিং অফিসাররা। আর ঢাকা-১৪ সংসদীয় আসনে সর্বোচ্চ ৩২টি মনোনয়ন বিতরণ করা হয়। বুধবার পযন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন ৩৯ জন প্রার্থী। সম্পাদনা: ইকবাল খান

এমএমএল/আইকে/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়