আকরাম হোসেন, কাপাসিয়া: [২] গাজীপুরের কাপাসিয়ায় শনিবার বিকালে বারিষাব ইউনিয়নের বেলতলী বাজার-আমরাইদ সড়কের নয়ানগর চৌরাস্তায় ট্রলির ধাক্কায় মোটরসাইকেল চালক সাকিব (১৪) নিহত ও বন্ধু নাহিদ (১৫) গুরুতর আহত হয়েছেন।
[৩] স্থানীয় এলাকা বাসি আবু হানিফ জানান, সাকিব তার বন্ধুকে সাথে নিয়ে মোটরসাইকেলে বাড়ি থেকে আমরাইদ বাজারের দিকে আসছিল। পথিমধ্যে নয়ানগন খান বাড়ি চৌরাস্তায় এলে ট্রলি, নসিমন ও মোটরসাইকেল ত্রিুমুখি সংঘর্ষ হয়। এমসয় ট্রলির ধাক্কাতেই সাকিবের ঘটনাস্থলেই মৃত্যু এবং তার বন্ধু নাহিদ গুরতর আহত হয়।
[৪] সাকিব নয়ানগর গ্রামের কাশেম মুত্তাকিনের পুত্র এবং নয়ানগর মোত্তাকিন আলিম মাদ্রসার নবম শ্রেণীর ছাত্র।
[৫] গুরুতর আহত নাহিদকে গাজীপুর তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সে ওই মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র।
[৬] থানার ওসি আবুবকর মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
প্রতিনিধি/একে
আপনার মতামত লিখুন :