শিরোনাম
◈ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডকে হারালো বাংলাদেশের মেয়েরা ◈ পিএসএল বয়কটের ২৪ ঘণ্টার মধ্যেই ক্ষমা চেয়ে ফেরার ঘোষণা ইহসানউল্লাহর ◈ মিস্টার বাংলাদেশ নজরুল মারা গেলেন ◈ দাপট দেখিয়ে জিতলো পুলিশ, অনেক কষ্টে ব্রাদার্স হারালো ফর্টিসকে ◈ উত্তরা পশ্চিম থানা পুলিশ কর্তৃক চাঁদাবাজ গ্রেফতার ◈ প্রজ্ঞাপন জারি সঞ্চয়পত্রের মুনাফার হার বাড়িয়ে ◈ পুলিশের সামনেই বিয়ের ৪ দিন আগে মেয়েকে গুলি করে হত্যা বাবার ◈ বিপিএল ছাড়লেন কর্নওয়াল, বললেন, বিদায় বাংলাদেশ ◈ সীমান্তে কাঁটাতারের বেড়ায় এবার বোতল ঝুলিয়ে দিলো বিএসএফ ◈ অনুশীলন বর্জন তাসকিনদের, জরুরি বৈঠক ডেকেছে বিসিবি

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৩, ০৮:০৮ রাত
আপডেট : ২৫ নভেম্বর, ২০২৩, ০১:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাসদের ১৮১ আসনে চূড়ান্ত প্রার্থী তালিকা

জুবাইদা আহমেদ: [২] দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল।  শুক্রবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাসদ কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করা হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ১৮১ আসনে প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করে জাসদ। আগামী ৩০ নভেম্বরের মধ্যে আরও কিছু আসনের বিপরীতে দলের মনোনীত চূড়ান্ত প্রার্থীদের নাম প্রকাশ করবে বলে সংবাদ সম্মেলন থেকে জানানো হয়। সূত্র: বাংলা নিউজ ২৪, ঢাকা পোস্ট

[৩] চূড়ান্ত তালিকা পাঠ করেন জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন- দলের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার। এ সময় উপস্থিত ছিলেন- জাসদের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, রোকনুজ্জামান রোকন, মোহাম্মদ মহসীন, মির্জা মো. আনোয়ারুল হকসহ দলের কেন্দ্রীয় নেতারা।

[৪] ১৮১টি আসনের বিপরীতে জাসদ মনোনীত চূড়ান্ত প্রার্থী তালিকা:

পঞ্চগড়-১: মো: ফারুক আহম্মদ, পঞ্চগড়-২: এড. তরিকুল ইসলাম, ঠাকুরগাঁও-১: মো: খাদেমুল ইসলাম, ঠাকুরগাঁও-২: অধ্যক্ষ রাজিউর রহমান বাবুল, ঠাকুরগাঁও-৩: মো: সোলায়মন ঢালী, দিনাজপুর-২: এড. ইমামুল ইসলাম, দিনাজপুর-৩: শহীদুল ইসলাম শহীদুল্লাহ, দিনাজপুর-৪: এড. লিয়াকত আলী, দিনাজপুর-৫: অধ্যাপক আতাউর রহমান, দিনাজপুর-৬: শাহ আলম বিশ্বাস, নীলফামারী-১: মো: খায়রুল আলম (আনাম), নীলফামারী-২: জাবির হোসেন প্রামানিক, নীলফামারী-৩: অধ্যাপক আজিজুল ইসলাম, নীলফামারী-৪: মো: আজিজুল হক, লালমনিরহাট-১: ডা. হাবিব মো: ফারুক, রংপুর-২: কুমারেশ রায়, রংপুর-৩: সাহীদুল ইসলাম, কুড়িগ্রাম-২: নুরুল ইসলাম বখশী ঠান্ডা, কুড়িগ্রাম-৪: মো: গোলাম হাবিবুর রহমান বিদ্যুৎ, গাইবান্ধা-১: মো: গোলাম আহসান হাবিব মাসুদ, গাইবান্ধা-২: গোলাম মারুফ মনা, গাইবান্ধা-৩: এস এম খাদেমুল ইসলাম খুদী, গাইবান্ধা-৫: ডা. একরাম হোসেন, জয়পুরহাট-১: আবুল খায়ের মো: শাখাওয়াত হোসেন, জয়পুরহাট-২: আবুল খায়ের মো: শাখাওয়াত হোসেন, বগুড়া-১: এড. হাসান আকবর আফজল হারুন, বগুড়া-৩: আব্দুল মালেক সরকার/ আলহাজ্ব মো: ফেরদৌস স্বাধীন (ফিরোজ), বগুড়া-৪: এ কে এম রেজাউল করিম তানসেন, বগুড়া-৫: রাসেল মাহমুদ, বগুড়া-৬: এড. এমদাদুল হক ইমদাদ, বগুড়া-৭: মো: আব্দুর রাজ্জাক, চাঁপাইনবাবগঞ্জ-১: অধ্যাপক আবু বাক্কার, চাঁপাইনবাবগঞ্জ-২: বীর মুক্তিযোদ্ধা মেহের আলী, চাঁপাইনবাবগঞ্জ-৩: আব্দুল হামিদ রুনু, নওগাঁ-১: বীর মুক্তিযোদ্ধা এড. মো: শাহজাহান, নওগাঁ-২: বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, নওগাঁ-৩: বীর মুক্তিযোদ্ধা মো: ওয়াজেদ আলী, নওগাঁ-৪: এড. মো: রিয়াজ উদ্দিন, নওগাঁ-৫: এস এম আজাদ হোসেন মুরাদ, নওগাঁ-৬: এড. মো: জাহাঙ্গীর হোসেন বুলবুল, 
রাজশাহী-১: প্রদীপ মৃধা, রাজশাহী-২: আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, রাজশাহী-৬: জুলফিকার মান্নান জামী, নাটোর-১: মো: মোয়াজ্জেম হোসেন, নাটোর-৪: এড. বিপ্লব কুমার রাম, সিরাজগঞ্জ-১: আব্দুল হাই তালুকদার, সিরাজগঞ্জ-২: আবু বকর ভূঁইয়া, সিরাজগঞ্জ-৪: মোস্তফা কামাল বকুল, সিরাজগঞ্জ-৫: বীরমুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সিরাজগঞ্জ-৬: মোজাম্মেল হক, পাবনা-১: শেখ আনিসুজ্জামান, পাবনা-২: মোছা: পারভীন খাতুন/শেখ আনিসুজ্জামান, পাবনা-৩: আবুল বাশার শেখ, পাবনা-৪: মো: আব্দুল খালেক, পাবনা-৫: আলহাজ্ব আফজাল হোসেন রাজা, মেহেরপুর-১: মো: মাহাবুবুর রহমান (মাহবুব চান্দু), মেহেরপুর-২: ওমর আলী, কুষ্টিয়া-১: শরিফুল কবির স্বপন, কুষ্টিয়া-২: হাসানুল হক ইনু, কুষ্টিয়া-৩: গোলাম মোহসীন, কুষ্টিয়া-৪: রোকনুজ্জামান রোকন, চুয়াডাঙ্গা-১: বীর মুক্তিযোদ্ধা সবেদ আলী, চুয়াডাঙ্গা-২: জুলফিকার হায়দার/এড. আকসিজুল ইসলাম রতন, ঝিনাইদহ-১: শরাফত ইসলাম, ঝিনাইদহ-২: চন্দন চক্রবর্তী, ঝিনাইদহ-৩: শামীম আকতার বাবু, যশোর-৩: এড. রবিউল আলম, মাগুরা-১: জাহিদুল আলম, মাগুরা-২: জাহিদুল আলম, 
নড়াইল-১: সাইফুজ্জামান বাদশা, বাগেরহাট-৩: শেখ নুরুজ্জামান মাসুম, খুলনা-২: খালিদ হোসেন, খুলনা-৩: শেখ গোলাম মর্তুজা, খুলনা-৫: সুজিত মল্লিক, 
সাতক্ষীরা-১: শেখ মো: ওবায়েদুস সুলতান বাবলু, সাতক্ষীরা-৪: অধ্যক্ষ আশেক-ই-এলাহী, বরগুনা-১: আবু জাফর সূর্য, পটুয়াখালী-১: কে এম আনোয়ারুজ্জামান মিয়া (চুন্নু), পটুয়াখালী-৪: বিশ্বাস শিহাব পারভেজ মিঠু।

[৫] ভোলা-১: বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, বরিশাল-২: সাজ্জাদ হোসেন, বরিশাল-৩: কাজী সিদ্দিকুর রহমান, বরিশাল-৪: এড. আব্দুল হাই মাহবুব, চলমান-২, বরিশাল-৫: কে এম মনিরুল আলম (স্বপন খন্দকার), বরিশাল-৬: মোহাম্মদ মোহসীন, পিরোজপুর-১: সাইদুল ইসলাম ডালিম, পিরোজপুর-২: সিদ্ধার্থ মন্ডল, পিরোজপুর-৩: রণজিৎ কুমার হাওলাদার, টাঙ্গাইল-৪: ড. এস এম আবু মোস্তফা, টাঙ্গাইল-৬: সৈয়দ নাভেদ হোসেন, টাঙ্গাইল-৭: মো: মঞ্জুর রহমান মজনু, টাঙ্গাইল-৮: মো: রফিকুল ইসলাম, জামালপুর-৪: গোলাম মোস্তফা জিন্নাহ, জামালপুর-৫: অধ্যাপক খন্দকার মো: ইতিমুদ্দৌলা, শেরপুর-১: মনিরুল ইসলাম লিটন, শেরপুর-২: লাল মো: শাহজাহান কিবরিয়া, শেরপুর-৩, মিজানুর রহমান মিজান, ময়মনসিংহ-১: আমিনুল ইসলাম আমিন, ময়মনসিংহ-২, এড. শিব্বির আহমেদ লিটন, ময়মনসিংহ-৩: আব্দুল আজিজ, ময়মনসিংহ-৪: এড. নজরুল ইসলাম চুন্নু, ময়মনসিংহ-৬: সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, ময়মনসিংহ-৭: রতন সরকার, ময়মনসিংহ-৯: এড. গিয়াস উদ্দিন, ময়মনসিংহ-১১: এড. সাদিক হোসেন, নেত্রকোণা-২: মোখলেছুর রহমান মুক্তাদির, কিশোরগঞ্জ-১: শারফুদ্দিন সোহেল, কিশোরগঞ্জ-৩: মো: শওকত আলী, কিশোরগঞ্জ-৫: নন্দন শেঠ, কিশোরগঞ্জ-৬: রফিকুল ইসলাম রাজা, মানিকগঞ্জ-১: আফজাল হোসেন খান জকি, মানিকগঞ্জ-২: মো: রফিকুল ইসলাম সিদ্দিকী, মানিকগঞ্জ-৩: সৈয়দ সারোয়ার আলম চৌধুরী, মুন্সীগঞ্জ-১: এড. নাসিরুজ্জামান খান, ঢাকা-৫: মো: শহিদুল ইসলাম, ঢাকা-৭: হাজী ইদ্রিস ব্যাপারি, ঢাকা-৯: এড. নিলাঞ্জনা রিফাত (সুরভী), ঢাকা-১০: শওকত রায়হান, ঢাকা-১৩: এড. আলী আশরাফ খান, ঢাকা-১৪: এড. আবু মো: হানিফ, ঢাকা-১৫: মুহাম্মদ সামছুল ইসলাম সুমন, ঢাকা-১৬: মো: নুরুন্নবী। গাজীপুর-১: এড. আব্দুর রফিক, গাজীপুর-২: একরামুল হক খান (সোহেল), গাজীপুর-৩: জহিরুল হক মন্ডল বাচ্চু, গাজীপুর-৫: মোহাম্মদ তারিকুল ইসলাম আকন্দ (লিটন), নরসিংদী-২: জায়েদুল কবীর, নরসিংদী-৪: মো: হুমায়ূন কবির সর্দার, নারায়ণগঞ্জ-৫: মো: শাহজাহান, রাজবাড়ী-২: আব্দুল মতিন মিয়া, ফরিদপুর-১: হারুন অর রশীদ রতন, ফরিদপুর-৪: নাজমুল কবির মনির, গোপালগঞ্জ-১: মো: ফায়েকুজ্জামান, গোপালগঞ্জ-২: শেখ মাসুদুর রহমান। সম্পাদনা: এল আর বাদল

জেএ/এলআরবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়